গোপন পাপ গোপনই থাকঃ
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৮ ডিসেম্বর, ২০১৪, ১২:১০:১২ দুপুর
==================
আমাদের সমাজের তরুন-তরুনীরা কোন পাপ করে থাকলে তা তাদের বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করতে খুউব পছন্দ করে। কৃত পাপকে সবার মাঝে প্রচার করাকে গর্বের কাজ বলে মনে করে।
অথচ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন পাপ করে থাকলে তা গোপন রাখাই উচিৎ।
এই ভাবে পাপ গোপন রাখতে পারলে মহান আল্লাহ সেই পাপকেও গোপন রাখেন অথাৎ মাফ করে দিবেন।
নিচের হাদীসটি দেখুনঃ
-আবু হুরাইরাহ (রা হতে বর্ণীত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে,
“আমার সমগ্র উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশ কারী ব্যতীত।
আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতে অপরাধ করলো যা আল্লাহ গোপন রাখলেন।
কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো,
‘হে অমুক! আমি আজ রাতে এই কাজ করেছি।’
অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে, আল্লাহ তার কর্ম (পাপ) লুকিয়ে রেখেছিলেন আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেললো।”
[বোখারী হা/৬০৬৯, ৫৫৩০(ইফা),৫৬৩৪(আ.প্র); মুসলীম ৫৩/৮ হা/২৯৯০]
সুতরাং আমাদের কেউ কোন পাপ করে ফেললেও উপরোক্ত হাদীসের কথা মাথায় রেখে তা যথাসম্ভব গোপন রাখাই বুদ্ধিমানের কাজ।
আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপথেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।
আমিন..
সংগৃহীত
বিষয়: বিবিধ
২৪২৩ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার দোয়ার সাথে আমিন।
আমিন..
আমিন..
আমিন..
প্রকাশ্যে গুনাহ করলে "কাউকে পরোয়া করি না" এমন মনোভাব প্রকাশ পায়,
প্রকাশ্যে গুনাহ করলে অন্যকে ভাল কাজের আদেশ ও অসত কাজের নিষেধের নৈতিক অধিকার থাকে না
দুইটা গুনাহ যা মানুষ প্রকাশ্যে অহরহ করে থাকে, দাড়ী কাটা ও টাখনুর নিচে কাপড় পরা
প্রকাশ্যে গুনাহ করলে "কাউকে পরোয়া করি না" এমন মনোভাব প্রকাশ পায়,
প্রকাশ্যে গুনাহ করলে অন্যকে ভাল কাজের আদেশ ও অসত কাজের নিষেধের নৈতিক অধিকার থাকে না .।
http://sunnah.com/bukhari/78/99
০ অফিসের এক লোক অফিস থেকে প্রায় লাখ পাঁচেক টাকা সরিয়ে ফেললো । এটার দায় পড়লো তার আরেক ঘনিষ্ট কলিগের ঘাঁঢ়ে ।
বেচারার চাকরি যায় যায় অবস্থা । চাকরি চলে গেলে লোকটি ভয়াবহ বিপদে পড়বে ।
যে লোকটি টাকাগুলো মেরেছে সে তার ঐ কলিগের সাফারিংস নিজের চোখের সামনেই দেখছে ।
কি করা উচিত লোকটির ?
এখানে মূলত পাপ কাজকে নিরুৎসাহিত করা হয়েছে। কেউ পাপ করে যেন নির্ভয়ে সেটি প্রচার না করে, পাপ সম্বন্ধে যেন ড্যাম কেয়ার ভাব না জন্মায়। তাহলে সমাজের মানুষের মন হতে পাপভীতি, পাপ জনিত লজ্জা মুছে যাবে ও পাপ কাজ বেশি করবে।
আপনার ঘটনাটি এক্ষেত্রে উক্ত হাদীস দিয়ে মূল্যায়ন করা যাবে না বলে আমি মনে করি।
পাপ কাজ করে নিজে তা স্বীকার করে মাফ চাওয়া কি ভাল অপশন না গোপন করার চেয়ে ?
পাপ কাজ করে তা গোপন রাখা হলে পাপীই বরং উতসাহিত হবে বার বার এই কাজটি করতে। কারণ কেউ তাকে ধরতে পারলো না এবং এরা সাধারণত কাউকে সাক্ষী রাখে না পাপ করার সময়।
আমিন..
এখানে মূলত পাপ কাজকে নিরুৎসাহিত করা হয়েছে। কেউ পাপ করে যেন নির্ভয়ে সেটি প্রচার না করে, পাপ সম্বন্ধে যেন ড্যাম কেয়ার ভাব না জন্মায়। তাহলে সমাজের মানুষের মন হতে পাপভীতি, পাপ জনিত লজ্জা মুছে যাবে ও পাপ কাজ বেশি করবে।
কিন্তু কেউ যদি এটা মনে করে এর অর্থ- গোপনে পাপ কাজ করলে ক্ষমা পাওয়া যাবে, তাহলে চরম ভুল হবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
কিন্তু কেউ যদি এটা মনে করে এর অর্থ- গোপনে পাপ কাজ করলে ক্ষমা পাওয়া যাবে, তাহলে চরম ভুল হবে।....
প্রকাশ্য হোক আর গোপন পাপ হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আশা রাখতে হবে। আল্লাহ রহমান.....রহিম
মন্তব্য করতে লগইন করুন