আপনাকে কেউ অনুসরণ করছে ?
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ নভেম্বর, ২০১৪, ০২:০৫:৪০ রাত
বিভিন্ন কারনে আজকাল অন্যকে অনুসরন করা হয়। সেটা ভাল-মন্দ দুভাবেই ঘটতে পারে। কেউ আপনাকে অনুসরন করছে কিনা কিভাবে জানবেন?
***********
০১। আপনার পরিবেশ –পরিস্থিতি ব্যাপারে সর্বক্ষণ সজাগ ও সতর্ক থাকতে হবে।
০২। যদি সন্দেহ হয় যে কোন নির্দিষ্ট ব্যক্তি আপনাকে অনুসরণ করছে তাহলে পত্রিকার দোকানে বা এরকম কিছু খুঁজে নিয়ে সেখানে থামুন। তারপর ঘুরে লোকটির চোখের দিকে তাকান। সে তার ছদ্দবেশ রক্ষার জন্য দৃষ্টি সরিয়ে নিবে। এটা কয়েক বার পুনরাবৃত্তি করতে পারেন ।
০৩। আরেকটি উপায় হচ্ছে বাসে উঠে আবার নেমে যাওয়া এবং লোকটি আপনাকে অনুসরণ করছে কি না দেখা। এরকম করার অন্যতম স্থান হচ্ছে হোটেল।
০৪। অথবা আপনি একটা টুকরা কাগজ ফেলতে পারেন দেখার জন্য যে লোকটি সেটি উঠিয়ে নেয় কি না। সে অনুসরণ কারী হলে ভাববে আপনি এমন কিছু ফেলে গেছেন যা তাদের কাজে আসবে।
০৫। আরেকটি পন্থা হচ্ছে, আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যান, তারপর মোড়টি দ্রুত দৌড়ে পার হন। মোড় পার হয়ে লোকটি দৃষ্টির আড়াল হলে থেমে যান। তারপর অপেক্ষা করে দেখুন মোড় ঘুরে কেউ দৌড়ে/দ্রুত আসছে কি না। আপনার অনুসরণকারীকে আপনার সাথে তাল মিলাতে হলে দ্রুত হাঁটতে হবে।
০৬। কোন দোকানের জানালার পাশে গিয়ে বিক্রয় সামগ্রী দেখার ভান করতে পারেন। কিন্তু আসলে আপনি কাচের উপর আপনার পেছন দিয়ে হেঁটে যাওয়া মানুষদের প্রতিফলন দেখবেন আর তাদের কর্মকান্ড এবং গতিবিধির ওপর খেয়াল রাখবেন।
০৭। খুব ব্যস্ত কোন রাস্তার এমন জায়গা দিয়ে পার হতে পারেন যেখান দিয়ে কেউ সাধারনত পার হয় না। তারপর দেখুন এর কেউ রাস্তাটি পার হয় কি না।
০৮। খোলা মাঠে চলে যান এবং লক্ষ্য করুন আপনাকে কেউ সেখানে অনুসরণ করে যাচ্ছে কি না।
## আপনার অনুসরণকারীকে খোয়াতে হলে ওপরের ৩,৭ ও ৮ নং পন্থা অবলম্বন করতে পারেন।
অথবা কোন জনাকীর্ণ জায়গায় ঢুকে পড়ুন যাতে ভীড়ের মাঝে অনুসন্ধানকারীর পক্ষে আপনার সাথে তাল মিলিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। আর একটি পদ্ধতি হল ট্যাক্সি নিয়ে অন্য এলাকায় চলে যাওয়া।
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সতর্কতা মুলক পোস্ট! কখনো এমন পরিস্হিতির শিকার হলে কাজে লাগাবো ইনশা আল্লাহ!
অনেক ধন্যবাদ লেখনীর জন্যে!!!
বি:দ্র: একবার এক পীরের কাছে এক ত্যাদড় মুরিদ একটি বিপজ্জনক প্রশ্ন করলে,পীর যখন দেকল উত্তর তার জানা নেই,তখন গম্ভীরভাবে বলল- নিজের কাছে প্রশ্ন কর, জবাব পেয়ে যাবে !!!
মন্তব্য করতে লগইন করুন