*** ফাঁসি****
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৮ নভেম্বর, ২০১৪, ০১:৪১:৪৬ দুপুর
প্রথম সাক্ষীঃ
- আপনার নাম?
- মনসুর!
- (আসামীর দিকে আঙ্গুল
দেখিয়ে)
আপনি দেখেছেন এই লোকটাই
অমুক
মহিলাকে ধর্ষণ করেছে?
- জ্বী,নিজের
চোখে দেখেছি! উনি হত্যাও করেছেন বেশ কয়েকটি।
- হত্যার বিষয়ে রায় আগেই হয়েছে,আপনি ধর্ষনের ব্যাপারে বলুন।
- সেদিন কি বার ছিল?
- জ্বী, রবিবার।
- ধর্ষকের গায়ে কি ছিল?
- পান্জাবী-পায়জামা, মুখে দাড়ি!
- মহিলাটি তখন কি করছিল?
- জ্বী,চিৎকার করছিল।
- আপনি কি করছিলেন?
- (নীরব)।
- আপনি একাই দেখেছেন
ঘটনা?
- জ্বী না!আমার বন্ধু হাসমত আলীও দেখেছে!
- ওকে,আপনি আসতে পারেন!
দ্বিতীয় সাক্ষীঃ
- নাম?
- হাসমত আলী।
- (আসামীর দিকে আঙ্গুল
দেখিয়ে)
লোকটাকে চিনেন?
- হ্যাঁ, সে আবুল রাজাকার। সবাই তাকে এক নামে চিনে। সে অমুক মহিলাকে ধর্ষন
করেছে!
- কিন্তু এই লোকের নাম তো মুস্তাফা !
-উনি নাম পাল্টেছেন, ৭১সালে উনার নাম আবুলই ছিল।
- আচ্ছা, বুঝলাম। কিন্তু উনি ধর্ষন করেছেন এইটা আপনি নিজে দেখেছেন ?
- দেখেছি বৈকি?খুব কাছ
থেকেই দেখেছি!
- এত কাছে কি করছিলেন?
- (নীরব)
এমন সময় আসামী পক্ষের উকিল আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন করল:
-এমন ধর্ষন দেখেও কিছু বলেননি ? তারা আপনাকে কাছ থেকে ধর্ষন দেখার জন্যে দাওয়াত করেছিল ?
- না, আমি আসলে ....আমার আব্বা দেখেছিল এই দৃশ্য !
-কিন্তু আপনার বন্ধু তো বলল-আপনিও তার সাথে সাথে এই দৃশ্য দেখেছেন !
- না,আসলে উনি বলেছেন-উনার বন্ধু হাসমত এইটা দেখেছে।
-আপনি হাসমত নন ?
-জি আমি হাসমত, আসলে আমার বাপের নামও হাসমত !!
-হুমম, তাইলে আপনারা বাপ-বেটা দুজনেই উনার বন্ধু !!! চালিয়ে যান।
- ঘটনা খুলে বলুন।
- জ্বী।সেদিন ছিল
বৃহস্পতিবার।আমার
অফিস হাফ টাইমে ছুটি হয়।
- আপনি শিওর সেদিন
বৃহস্পতিবার
ছিল?
- একশতভাগ শিওর।
- কিন্তু আপনার বন্ধু মনসুর সাহেব
বললেন যে সেদিন রবিবার
ছিল?
- (সাক্ষী নীরব)
- আচ্ছা,মহিলার কথা বলুন!
- জ্বী,মহিলাটিকে যখন ধর্ষণ
করা হয়,তখন মহিলাটি অজ্ঞান
ছিল!
- মহিলাটি অজ্ঞান ছিল?
- হ্যাঁ।
- আপনার বন্ধু বলে গেলেন
যে মহিলাটি তখন চিৎকার
করছিলেন?
- (নীরব)
- শেষে কি দেখলেন?
- শেষে দেখলাম লোকটা তার
শার্ট খুলে রেখে অন্য একটা শার্ট
গায়ে দিয়ে বেরিয়ে গেল।
- উনি শার্ট প্যান্ট
পরা ছিলেন?
- জ্বী!
- কিছুক্ষণ আগে আপনার বন্ধু
বলে গেল
উনাকে পান্জাবী পায়জামা পরা অবস্থায়
দেখেছেন?
- (নীরব).....উনি কিন্তু খুনও করেছেন !!
-কয়টা ?
-জি, তা হাজার খানেক হবে !
-১ হাজার ?
- না, কিছু কম, এই ধরেন ৮০/৯০টা তো হবেই।
- আপনি লাশ গুনে বলছেন ?
-না, আমার আব্বা গুনেছিল,আমার এক চাচাও জানে।
-আপনার আব্বা কই ?
-উনি মারা গেছেন।
-উনি কিভাবে মারা গেল?
- জি, ৭২সালে রাজাকাররা উনার মাথায় গুলি করে।
-৭২ সালে রাজাকাররা অস্ত্র নিয়ে মহড়া দিত !!??
(নিরব)
-তাহলে লাশ আপনি দেখেননি, শুধু শুনেছেন ।
- না, আমিও গুনছি।
-আপনার জন্ম তারিখ ১২ই জুন,১৯৬৮। আপনার বয়স তখন ৩। আপনি গুনতে জানতেন ৯০ পর্যন্ত ?
(নিরব)
===============
অত:পর আদালত তাহার নিজ গতিতে চলিতে লাগিল। ক্ষনে ক্ষনে দক্ষিনা হাওয়া আদালতের পালে প্রবাহিত হইয়া তাহাকে অধিকতর বেগবান করিল।
তাহারপর একদিন রায় বাহাদূর সিংহাসন হইতে আদালত চত্তর ঘুরিয়া স্বমহিমায় প্রকাশিত হইল। ৩২ দন্ত বিকশিত করিয়া ,কেউবা আনন্দে মাতম করিয়া আড়ম্বড়পূর্ণ আলিঙ্গনে রায়কে অভিনন্দিত করিল। হাসমত এবং উহার পিতা একদা এই দুই বন্ধুতে মিলিয়া কল্পরাজ্যে লাশ গণনা করিলেও আজ উহাদের দিশারীগণ বাস্তবে লাশ গুনিয়া পুলকিত হইতেছেন। আহা বড়ই আনন্দের লাশ গুনা-গুনি......
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুনিয়াতে অন্যায় করেও মাফ চায় নি , দাম্ভিকতা দেখিয়েছে । ভেবেছিল ৪০ বছর হয়ে গেছে , কি আর বিচার হবে !
তারা এটা ভুলে গিয়েছিল যে
পাপ বাপকেও ছাড়ে না
দুনিয়াতে তারা বিচারের মুখোমুখি হয়েছে , আখেরাতেরটাও তো বাকী আছে । দুনিয়াতে ১ টা খুন করলেও ফাঁসি , হাজারটা করলেও ঐ একই । একবারের তো বেশী দেওয়া সম্ভব না মানুষের পক্ষে ।
পরকালে যে উনাদেরকে ভিকটিমেরা ধরবেন না , আল্লাহর কাছে তাদেরকে অত্যাচার করার বিচার চাইবেন না - এটা আপনারা জামায়াতিরা নিশ্চিত হলেন কি করে ?
৭১ এ অন্যায় করে মাফ চায় নি বরং দাম্ভিকতা দেখিয়েছে । পরবর্তীতে ভাল মানুষ হয়ে গেলেও কি মনে করেন উনারা আখেরাতে মাফ পেয়ে যাবে ?
বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহও তা মাফ করেন না ।
নিজামী-সাঈদীরা কি এখনও পর্যন্ত ক্ষমা চেয়েছে ৭১ এ তাদের কৃত অপরাধের জন্য ?
ভাদা আর বেজন্মা কুকুররাই তাদের পাপের ভার অন্যের ওপর চাপাতে সিদ্ধহস্ত।
@ আমজনতার কথা :
তাহলে উনারা কেন উনাদের উপর আনিত এত বড় মিথ্যা (!) অভিযোগ খন্ডন করে সত্য ঘটনা জনসন্মুখে প্রচার করে নি ?
@ আমজনতার কথা :
তাহলে উনারা কেন উনাদের উপর আনিত এত বড় মিথ্যা (!) অভিযোগ খন্ডন করে সত্য ঘটনা জনসন্মুখে প্রচার করে নি ?
গাঁজার কলকি টেনে যথন বিচার করতে বসা হয়। তখন বাপবেটা কেন মানুষ গরু একই রকম হতে পারে।
মন্তব্য করতে লগইন করুন