ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৬ নভেম্বর, ২০১৪, ০৮:৩৪:৪৮ রাত
দুদিন আগে একটা স্বপ্ন দেখলাম ,যেটা এখনও স্পষ্ট মনে আছে। আমাদের গ্রামের বাড়ির গেইটের ডানপাশে রাস্তার দিকে মুখ করে পর্যায়ক্রমে আমি,একজন সাহসী লোক এবং আমার ভাই দাড়িয়ে ছিলাম।
হঠাৎ দেখলাম বাজারের দিক থেকে ৪/৫টা বা আরও কিছু বেশী মোটরসাইকেল আসছে। সেগুলো এক লাইনে আসছিল। সম্ভবত: মোটর সাইকেলে ৩জন করে বসেছিল। প্রত্যেকের হাতে অটোমেটিক রাইফেল।
আমরা তাদেরকে দেখছিলাম,তারা ধীর গতিতে আসছিল। হঠাৎ তারা আমাদের বাড়ির দিকে আসতে থাকায় ভয় পেলাম। বুঝলাম,এরা ডাকাত বাহিনী। আমার ভাই পকেট থেকে পিস্তল বের করে তাদের দিকে তাক করল। আমি নিষেধ করলাম,কারন এর ফল খারাপ হতে পারে। সে থামল। আর আমার বামে থাকা সাহসী লোক হিসেবে খ্যাত লোকটি কাদতে লাগল ভয়ে। আর আমি পরিকল্পনা করতে থাকলাম কি করা যায়।
আমি আমাদের বাড়ির পেছন দিকে দৌড়ালাম,সেখানে অনেক লোক বসতি আছে। আমি সেখানকার লোকদেরকে বললাম আমাদের বাড়িতে ডাকাত এসেছে আপনারা লাঠিসোটা নিয়ে চলে আসেন। বেশ কয়েকটি বাড়িতে গিয়ে এটা বললাম। তারা দলবল নিয়ে রওনা হল। পথিমধ্যে আমি একজনের মোবাইল নিয়ে আমাদের বাড়ির সামনের অংশের প্রতিবেশীদের একজনের কাছে ফোন করলাম এবং দলবল নিয়ে আমাদের বাড়ি ঘেরাও করতে বললাম। সকলে দেশী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ির দিকে রওনা হল। আমি চিন্তিত ছিলাম এই কারনে যে,বাড়িতে আমার সবকটা বোন ছাড়াও আত্মীয় স্বজন ছিল। সম্ভবত কোনো অনুষ্ঠান ছিল।
সকলে যখন বাড়ির সামনের অংশে উপস্তিত,তখন দেখলাম ডাকাতের দল আমাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। সে সময় কেউ একজন বলল-এরা তোমার আব্বার সাথে দেখা করতে এসেছিল। দেখা করে তারা ফিরে যাচ্ছে। আমি বুঝলাম মারাত্মক ভুল হয়েছে আমার বিশ্লেষনে। এরা আমার আব্বার পরিচিত এবং অনুগত লোক। লজ্জ্তি হলুম
জনৈক চিন্তাবিদ বলিয়াছিল: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ভাল করে মনে রাখিয়েন কোন কাজ করার আগে একবার নয় বার বার ভাববেন । না হলে লজ্জিত হতে হয় ।
আমরা দুই খাওয়াতো ভাই
খাওয়ার আগে কোন ভাবনা নাই।
ওহে বড় ভাই স্টার কাবাবের মাটন রোল খেলাম একটু আগে যে লাগলোনা মুহাহাহাহা।
''এরা আমার আব্বার পরিচিত এবং অনুগত লোক। ''
০ আপনার বাবা তো মনে হল বিশাল নেতা । ছেলে হয়েও বাবার এই জনপ্রিয়তা জানতেন না ?
কিন্তু আপনি যা করেছিলেন তাই ষ্ট্যানডার্ড প্রসিডিউর।
মন্তব্য করতে লগইন করুন