চোখের পানি

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৮ অক্টোবর, ২০১৪, ০১:৫৩:৪০ রাত



চোখের পানির ব্যাপারটা চিন্তা করলেই আল্লাহ্'র প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে যায়। সুবহান'আল্লাহ্!

চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গবেষণা শেষে তিনি বলেছেনঃ

"চোখের পানি কোনো সাধারণ কিছু নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেক্ট্রোলাইট-এর এক জটিল মিশ্রণ।

এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী, যা চোখকে ইনফেকশন থেকে রক্ষা করে।

এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যকীয়।

এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়।

এটি চোখের জন্য ওয়াইপার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে ধুলোবালি থেকে পরিষ্কার করে।"

চোখের পানি যদি শুধুই পানি হতো, তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত!

আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো, তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উলটো আরও ঘোলা করে দিত।

চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণু মুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে।

এক চোখের পানিতেই আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা কত-শত অনুগ্রহ দেখিয়েছেন, কত সুক্ষ্ম, কত পরিকল্পনা করে সৃষ্টি করেছেন! একটু উনিশ থেকে বিশ হলেই ঘ্যাচাং! ভাবনার মোড়কে আটকানো অসম্ভব!

"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?"

[ সংগৃহীত ]

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278783
২৮ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৮
আফরা লিখেছেন : চিন্তায় ফেলে দিলেন .............।
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৭
222565
দ্য স্লেভ লিখেছেন : Smug Smug Smug Smug Smug
278786
২৮ অক্টোবর ২০১৪ রাত ০২:১৮
রাইয়ান লিখেছেন : সুবহান আল্লাহ ! আসলেই অসাধারণ ব্যাপার ! একটি পূর্নাঙ্গ মানব দেহ আল্লাহর অপূর্ব সৃষ্ট কৌশলের শ্রেষ্ঠ উদাহরণ। আর মূল্যবান এই চোখের পানি অকারণ খরচ না করে সিজদায় ও জায়নামাজেই প্রবাহিত করা উত্তম।
২৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:০২
222569
দ্য স্লেভ লিখেছেন : সেটাই ঠিক কিন্তু আমরা কৃতজ্ঞতা নই,আর সারা জীবন চেষ্টা করলেও কৃতজ্ঞতা আদায় করতে পারব না। কিন্তু তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চললে তিনি ক্ষমা করবেন। ভুল হলে মাফ করবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহর সেই ক্ষমার কাছে আশ্রয় চাইছি
278803
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২৬
শেখের পোলা লিখেছেন : অস্বীকার করার উপায় নেই৷ তাঁর প্রতিটা সৃষ্টিই তার আয়াত৷ ধন্যবাদ৷
২৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৩
222570
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ।Good Luck Good Luck Good Luck Good Luck
278813
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২৭
ওরিয়ন ১ লিখেছেন : "অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?"
২৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৩
222571
দ্য স্লেভ লিখেছেন : অস্বীকারের উপায় নেই
278826
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২৬
মামুন লিখেছেন : সংগৃহীত হলেও লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। Rose Rose
২৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৩
222572
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
278835
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩৩
নিরবে লিখেছেন : আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো Rose Rose Rose


মেয়েরা যে ফ্যাচ ফ্যাচ করে কাদে,এটা কি তাহলে উপকারি? Waiting Waiting Waiting
২৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৪
222573
দ্য স্লেভ লিখেছেন : াপনি মেয়ে হলে বিষয়টা বুঝে নিন কাদবেন কিনা। মেয়েদের সহানুভূতিশীল হৃদয়ের কারনে কান্নাটা বেশী আসে। এটার দরকার আছে,এটাও রহমত
279034
২৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : আল্লাহ মহান, কেউ নাহি আর তার সমান।
২৯ অক্টোবর ২০১৪ রাত ১২:২২
222866
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ মহান, কেউ নাহি আর তার সমান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File