এ সপ্তাহের স্বপ্নসমূহ
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৭ অক্টোবর, ২০১৪, ১২:৪৫:৪৭ রাত
১. আজ সকালে দেখলাম-আমি একটি বাড়ির সামনে দাড়িয়ে মাটি খুড়ছি। দেখলাম একটি পাত্রে দুধের কন্টেইনার এবং কিছু খাবার প্যাকেট। মাটিযুক্ত পাত্র হলেও খাবার ছিল তাজা। ভাবছিলাম পরে খাব। মাটির নীচে রেখে রেখে খাব,তাতে জিনিসটা ভাল থাকবে। এমন সময় একটি ঘরের ভেতর থেকে হালকা চিৎকার আসল।
আমার থেকে ১০০মিটার দূরে থাকা সেই ঘরের দিকে জানালা দিয়ে তাকালাম। দেখলাম এক লোক খাটের উপর তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে শুয়ে আছে ডান পাশে ফিরে। লোকটার মুখ ভার,যেন প্রচন্ড অসুখ এবং অসস্তি। কারন বুঝলাম না। আমি আমার মাটির নীচের খাবারে মন দিলাম। কিছু একটা দিয়ে আবারও মাটি খুড়তে থাকলাম।
এবার নারীর চিৎকার কানে আসল আরও বেশী জোরে। আমি আবারও সেই জানালার দিকে তাকালাম। এবার আমি দেখলাম উক্ত শুয়ে থাকা ব্যক্তির পাশেই তার স্ত্রীকে কয়েকজন লোক চেপে ধরে রেখেছে,আর লোকটাকে পাশ ফিরে শুতে বাধ্য করেছে। বিষয়টা কি তা আমি বোঝার চেষ্টা করছিলাম। এরকম হচ্ছে কেন ?
নারীটির চিৎকার আর লোকগুলোর কর্মকান্ড বুঝে ফেললাম। এটা ধর্ষণ। ....আমার চিন্তার জগৎ পরিবর্তিত হতে লাগল। মাথায় রক্ত উঠে যেতে লাগল। আমি চিন্তা করতে থাকলাম কি দিয়ে আঘাত করব ! যখন প্লানিং এমন পর্যায়ে তখন ঘুম ভেঙ্গে গেল। ...মেজাজটা বিলা হয়ে গেল। একটা জম্পেস মাইরের দৃশ্য দেখা থেকে ব্লগের দর্শক বঞ্চিত হল।
২. সেদিন দেখলাম। আমি কোনো এক এলাকাতে গিয়েছি। ৪০ ফুট প্রায় উচু একটি মাচার উপর বসে আছি। হঠাৎ বুঝলাম কিছু শয়তান লোক বিনা কারনে আমাকে অপরাধী সাব্যস্ত করে আমাকে মারার চিন্তা করছে। তাদের ২ জন লোক আমাকে মারার উদ্দেশ্যে মাচার উপর উঠে আসল। আমি আমার চিন্তা ঝালাই করে নিলাম। ডানের টাকে উপর থেকে দিলাম ফেলে। বায়েরটাকেও দিলাম ফেলে। এবার তাদের অন্যরা আমাকে ঘিরে ফেলল। আমি দেখলাম আমার পাশে একটা বাচ্চা মেয়ে। আমি তাকে জিম্মি করলাম এবং ভয় দেখালাম যে আমাকে যেত না দিলে এই মেয়েটাকে মেষ করে ফেলব। মেয়েটির কানের কাছে বললাম-তোমার ভয় নেই,তোমার কোনো ক্ষতি করব না। সে বুঝল।.....এক ফাকে দিলাম দৌড়। কিছুটা ভুলে গেছি...
৩. স্বপ্ন দেখলাম আমি ঘুমাচ্ছি। এমন সময় একটা জিন আমার বাম হাত ধরে রেখেছে, আমি হঠাৎ তার হাত ধরে ফেললাম। মনে হচ্ছিল আমার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। খানিক পর দেখলাম একটি ছোট বাচ্চার আকৃতিতে পরিবর্তিত হয়েছে। তারপর দেখলাম তিনটি ছোট ছেলে মেয়েতে পরিনত হয়েছে এবং তারা আমার খাটের উপর খেলছে এবং শুন্যে উড়ছে। মজা করছে। এ দৃশ্য এক পরিচিত লোক দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তাকে ঠিক ঠাক করলাম্ তারপর দেখলাম বাচ্চাগুলো আমার পরিবারের অন্য লোকদের সাথে খেলা করছে। জিন বাচ্চারা তাদেরকে অানন্দ দিচ্ছে।
এবার দেখলাম একচন খারাপ জিন ঘুমন্ত অবস্থায় আবার বাম হাত ধরল। আর সঙ্গে সঙ্গে আমি তার হাত ধরে সূরা তিলাওয়াত করলাম। তাকে ধরে ফেললাম,যদিও আমার শরীরে ব্যপক ভাইব্রেশন হচ্ছিল। তাকে বললাম আর কখনও আসছি ? সে বলল না। আরও শক্ত করে তাকে ধরলাম এবং বললাম আর আসবি ??? শেষ শব্দটা বাস্তবে আমার মুখ থেকে বের হল। ঘুম ভেঙ্গে গেল এবং দেখলাম আমার হাত মুঠো করা অবস্থায়,যেন জিনকে ধরে লেখেছি ......
বেশ কয়েকটা স্বপ্ন ভুলে গেছি....
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছুদিন আগে শেখ ডঃ ইয়াসির কাদির বক্তৃতা হতে শোনা এ সংক্রান্ত একটি কমেন্ট ও আমার ব্যক্তিগত মতামত কিংবা আজকের আন্ডারস্ট্যান্ডিং - মানুষ স্বপ্ন দেখে মূলতঃ ৩টি কারনে।
১। আল্লাহ মানুষকে স্বপ্ন দেখায় - এ্যাজ পার্ট অব ওনার নির্দিষ্ট কোন মেসেজ হিসাবে। এ জাতীয় স্বপ্ন মানুষ জেগে উঠে ঠিক ভুলে যায় না। এর ইন্টারপ্রেটেশান এর প্রয়োজন যাতে আল্লাহর আদেশানুযায়ী কাজ করা যায়, কিংবা বিরত থাকা যায় কিংবা কোন বিষয়ে সাবধান হওয়া যায়। আল্লাহ দেখানো স্বপ্ন কখনো গা কাটা দেওয়ার মত হয় না, ভয়ের হয়না।
২। দ্বিতীয় টাইপ স্বপ্ন দেখায় শয়তান। এ জাতীয় স্বপ্নের মূল উদ্দেশ্য শয়তান আপনাকে টেরিফাইড করতে চায়, ভয় দেখাতে চায় - এবং তা করে মূলতঃ মজা নেবার জন্য। মানুষ ভয় পায়। এ ক্ষেত্রে ঘুমের আগে অজু করে সূরা ফালাক ও নাস আর সাথে আয়াতুল কুরসী পড়লে - কাজ এ দেয়।
৩। মানুষের মস্তিস্কের ভিতরকার চিন্তাভাবনা ও সংবেদনশীলতার কারনে স্বপ্ন দেখে। সাধারনতঃ মানুষ জাগলে স্বপ্নের বিষয়বস্তু আর ঠিক ঠাক মনে করতে পারেনা। এক্ষেত্রে তেমন কোন প্রতিষেধক নেই আর এটাকে আমলে নেবার ও কোন কারন নেই।
আল্লাহ আপনার সহায় হোন, আপনাকে নিরাপদ এ রাখুন।
Click this link
আপনি কি স্বপ্নের সব চরিত্র ,ঘটনা নিয়ন্ত্রন করতে পারেন?
আমি পারি।
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন