ধর্ষণ কখনো কখনো ঠিক!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ অক্টোবর, ২০১৪, ০১:০৫:৩৪ দুপুর



ইনি: বাবুলাল গৌড়

একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে ভারতে। আন্দোলন-প্রতিবাদে উত্তাল দেশটির বিভিন্ন শহর। এরইমধ্যে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিলেন উত্তর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

উত্তর প্রদেশের আইন ও বিচার বিভাগীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা বাবুলাল গৌড় বলেন, ধর্ষণ একটি সামাজিক অপরাধ। তবে কখনো কখনো এটি ঠিক আছে! আবার কখনো কখনো ভুল!

তিনি সাংবাদিকদের বলেন, ধর্ষণ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কোনো অভিযোগ করা না হয়, ততক্ষণ কিছুই হয় না। পুলিশের কাছে অভিযোগ দিলেই ধর্ষণ বলে মনে করা হয়।

গত সপ্তাহে উত্তর প্রদেশের ১২ ও ১৪ বছর বয়সী দুই কিশোরীকে ধর্ষণ ও হত্যা নিয়ে রাজ্য যখন উত্তপ্ত এমন সময় তিনি এ মন্তব্য করলেন।

সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির এমন বিতর্কিত মন্তব্যে স্থানীয় পুলিশ ও প্রশাসন কঠোর সমালোচনা মুখোমুখি হয়েছে।

-

http://www.banglanews24.com/beta/fullnews/bn/296701.html

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274226
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৬
েনেসাঁ লিখেছেন : ধর্ষণ একটি সামাজিক অপরাধ। তবে কখনো কখনো এটি ঠিক আছে!যখন মেয়েরা উলঙ্গ বা অর্ধালঙ্গ হয়ে প্রদর্শনের জন্য রাস্তায় দাড়িয়ে থাকলে কিংবা নির্জন স্থানে একা চললে শুধু বিকৃত মস্তিকের পুরুষ কেন সুস্হ মস্তিকের পুরুষের পক্ষে নিজেকে বশে রাখা কষ্ঠকর। তবে আমি তাকে সমর্থন করি না্। আবার কখনো কখনো ভুল! সমাধান একমাত্র ইসলাম মেনে চলা, মেয়েদেরকে মা-বোন বা মানুষ হিসাবে ভাবা। আর বউ ভাববো শুধুই তাকে যাকে আমি বিয়ে করেছি ।
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০০
218146
দিশারি লিখেছেন : Applause
274230
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
274237
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০১
দিশারি লিখেছেন : well done
274243
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৫
আফরা লিখেছেন : আপনি আবার কপি পেষ্ট ও করেন ..........।
274255
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৫
আমজনতার কথা লিখেছেন : ঐ বেজন্মা নিশ্চয়ই ধর্ষণের ফলে জন্ম নিছে।
274265
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই জন্য তো ধর্ষনে ইন্ডিয়া নোবেল পুরষ্কার পায় প্রতিবছর।
274283
১৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৩
274312
১৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


Loser Time Out
274357
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
শেখের পোলা লিখেছেন : যখন নেতারা ঘটান তখনই হয়ত ঠিক৷ অন্যের বেলায় অপরাধ৷
১০
274516
১৫ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৬
ওরিয়ন ১ লিখেছেন :
১১
274546
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১২
আহ জীবন লিখেছেন : শয়তান গুলা এখন সংজ্ঞা দিচ্ছে এবার কয়দিন পর প্রকারভেদ করবে।
১২
274627
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৯
ইক্লিপ্স লিখেছেন : ভারতের বেশির ভাগ লোক মস্তিষ্ক বিকৃত। এই লোকও তাই।
১৩
275038
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
আবু ফারিহা লিখেছেন : দাদা বাবুদের এই বুলি কবে জানি ফসকে অাবার দিদি মনিদের কাছে চলে অাসে সে ভয় হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File