বাঁশের আকাল

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১১ অক্টোবর, ২০১৪, ০১:৪০:৩৯ দুপুর



পূর্বে বাশের নানামুখী ব্যবহার ছিল,এখনও আছে। জিনিসটি শুধু বাড়ি ঘর তৈরীতে লাগে এমন নয়। বাঙ্গালীর বাশ ঝাড়ে থাকুক না থাকুক হাতে থাকে সর্বদা। আর সেটা প্রতিপক্ষ না থাকলে স্বভাববশত আশপাশের লোকদেরও দিয়ে থাকে। একে অপরকে বাশ দিয়েই খুশী। ইদানিং বাশের ব্যবহার এত বেড়েছে যে, সরবরাহ কমে আসছে। তাই বাঁশের বদলে এখন সুপারীগাছ ব্যবহৃত হচ্ছে। স্বভাব বলে কথা ! ছবিতে জোরপূর্বক বাঁশ(সুপারী গাছ) উপহারের পূর্বের মুহুর্ত সযতনে ধারণ করা হয়েছে।

আশাকরি বিশ্বব্যপী মুসলিমরা শিঘ্রই রাজনৈতিক বাশের দারস্থ হবে.......যথাযথ কর্তৃপক্ষের জন্যে যথাযথ বাঁশ খোঁজা সময়ের দাবী। অন্তত সুপারীগাছের যেন আকাল না পড়ে।

বিষয়: বিবিধ

২২২৭ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273124
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৪
সুশীল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Applause Applause ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৭
217313
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy
273126
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৯
কাহাফ লিখেছেন :

বাশের অযাচিত অর্থহীন ব্যবহারের কারণেই বাশের আকাল দেখা যাচ্ছে,বাংগালীরা তো এ বিষয়ে আরো অগ্রে আছে।
অপর কে বাশ দেয়ায় আরো যত্নবান না হলে মসিবতে পরতে হবে জনতা কে।
তাই ..........
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৭
217314
দ্য স্লেভ লিখেছেন : HappyHappy Happy Happy Happy
273127
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৯
মামুন লিখেছেন : ধন্যবাদ।
পুরো সুপারি গাছটি উপড়ে ফেললো?!!
দ্রুত বাঁশের আবাদ করার জোর দাবী জানাচ্ছি, নচেৎ সুপারী গাছের আকাল দেখা দিতেও সময় লাগবে না।
ভালো লাগলো লিখাটি। আমাদের বাঙালীদের সহজাত বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরলেন।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Rose Good Luck
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৮
217315
দ্য স্লেভ লিখেছেন : আমার কথা হল,বাম দিতে হলে জায়গামত দিতে হবেHappy Happy
273130
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৪
প্রেসিডেন্ট লিখেছেন :


বাঁশবাগানে ছবির পোজ দিচ্ছে জনৈক আঁতেল



আবুলের পদ্মা সেতু-
Big Grin Big Grin Big Grin


১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪০
217322
দ্য স্লেভ লিখেছেন : যথাযথ ব্যবহার
273150
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১২
আফরা লিখেছেন : হায় .....আল্লাহ গো আমাদের সুপারী বাগান উজার করে ফেলছে .........।
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৫
217325
দ্য স্লেভ লিখেছেন : আপনি সুপারীর ব্যাপারী নাকি ??? নাকি বুড়ো বয়সে পান খাওয়ার জন্যে সুপারী বগান বানাইছেন ?? আপনার সুপারী বাগান সামলানো যাবে না। মানুষের মাথায় কিডনি উঠে গেছেRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
273159
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


বাঁশ না পেলে সুপারী-গজারী কোনটাতেই আমাদের অরুচি নেই

বাংলা (সাহিত্য-সংস্কৃতিতে) চারু-কারুকলায় বংশদন্ডকলা নামে একটা আলাদা বিভাগ চালু করা যেতে পারে
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৬
217326
দ্য স্লেভ লিখেছেন : সঠিক প্রস্তাব,এটাই সময়ের দাবী
273178
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৪
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : ভালো লাগলো
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৭
217327
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
273191
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : বাঁশের বিকল্প সুপারি গাছ!
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৮
217328
দ্য স্লেভ লিখেছেন : তবে জায়গামত দিতে হবেRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
273205
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবাইকে বাঁশ দিতে দিতে দেশে বাঁশের আকাল পড়ে গেছে।

এখন সুপারি গাছ শেষ করে পান খাওয়ার সময় ইন্ডিয়ান সুপারি খেতে হবে।
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৯
217329
দ্য স্লেভ লিখেছেন : ইন্ডিয়াকে বাশ দেওয়ার সময় কঞ্চি সহই দিতে হবে
১০
273815
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩১
ওরিয়ন ১ লিখেছেন : বাংলাদেশীদের মত এত মাতাল আর উদ্ভান্ত লোক পৃথিবীর অন্য কোথাও দেখি নি।
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
217965
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
273997
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : বেশী করে বংশ বৃদ্ধি করুন৷
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫২
218052
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File