বাচ্চারা প্রেম করতে চাইলে এখনই সময়। পুরো সমাজ,পরিবার,সাংবাদিক মহল তোমাদের সাথে আছে ফুল,বাদাম,চানাচুর নিয়ে

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১২:০১:৪৫ রাত

.....................................রাসেল মাধ্যমিক পাশ করে ভজনপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, দিনাজপুর আইন কলেজ থেকে এলএলবি ও রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। অপরদিকে মর্জিনা উচ্চ মাধ্যমিক পাশ করার পর রাসেলের সঙ্গে একই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। দুজনেই তাদের জীবনের লক্ষ্য ও প্রেমকে সার্থক করার লক্ষ্যে ছিলেন অটুট। তাই মাস্টার্স পাশের পর পরই অভিভাবকরাও তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন। দিয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি। মহা ধুমধামে এই অসাধারণ প্রেমিক জুটির বিয়ে সম্পন্ন হয়েছে।

ভজনপুর এলাকার মইনুল ইসলাম সরকার বলেন, তারা ঘণ্টার পর ঘণ্টা মাঠে বসে গল্প করতো। কেউ তাদের বিরক্ত করতো না। পারলে কেউ কেউ তাদের জন্য বাদাম, চানাচুর ইত্যাদি কিনে দিয়ে আসতো।

ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ‘ওরা দুজন নিয়মিত কলেজে আসতো। তাই শিক্ষকদের জন্য যখন নাস্তার ব্যবস্থা করা হতো তখন তাদের জন্যও নাস্তার ব্যবস্থা করা হতো। কারণ, ওরা ক্লাশ শেষে বিকেল পর্যন্ত মাঠে বসে গল্প করতো। ওদের বিয়ের খবর শুনে ভালো লাগলো।’

রাসেলের পিতা খোকন প্রধান বলেন, ‘আমরা কখনই তাদের বাঁধা দেইনি। ওরা দুজনে আমাদের শর্ত পূরণ করেছে। আমরা খুব খুশি হয়েছি।’

মর্জিনা আক্তার বলেন, ‘আমরা দুজনে মিলেমিশে থাকার চেষ্টা করতাম। ছোট থেকে কেউ আমাদের বাঁধা দেয়নি। সবাই আমাদের পবিত্র প্রেমকে স্বীকৃতি দিয়েছে। আমরা অনেক খুশি। সকলে দোয়া করবেন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি।’

মোনায়েম প্রধান রাসেল বলেন, ‘আমরা এই দীর্ঘ সময়ে মানুষের নানা কথা শুনেছি। কিন্তু ও আমাকে সব সময় লেখাপড়ার জন্য উৎসাহিত করতো, সাহস জোগাতো। তাই আজ আমরা সফল হতে পেরেছি।’ রাসেলের দাবি– মন থেকে দৃঢ় ইচ্ছা থাকলে সব সম্ভব।

স্থানীয়দের মতে– আজকালকার আবহে ভালোবাসা মানে যেন কেবল প্রতারণা বা ছলনায় রূপ নিয়েছে। সে হিসেবে চিরন্তন সত্য, সুন্দর আর পবিত্র ভালোবাসার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে রাসেল-মর্জিনা জুটি।

===============

শিরোনাম করা উচিৎ ছিল- পবিত্র প্রেম। সামনে হয়ত পবিত্র প্রেমের আরও বিষয় উপস্থাপিত হবে। তারপর আসবে পবিত্র লিভটুগেদার এরপর পবিত্র সমকামিতা ....

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269688
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৩
চেয়ারম্যান লিখেছেন : বিয়ের আগে প্রেম কি পবিত্র হয় ?
যখন ছোট ছিলাম , তখন বাংলা সিনেমাতে দেখতাম , একটা কমন ডায়ালগ ছিলো।
চৌধুরী সাহেব আমাদের এই পবিত্র প্রেমে বাধা দিবেন না Tongue

সেখান থেকে এই ভাইরাসে মানুষ আক্রান্ত
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২০
213668
কাজী লোকমান হোসেন লিখেছেন : চৌধুরী সাহেব আমাদের এই পবিত্র প্রেমে বাধা দিবেন না Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Tongue Love Struck
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৩
213711
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
213773
আহ জীবন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
269697
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৯
কাজী লোকমান হোসেন লিখেছেন : না না আমদের খবিশ মন্ত্রী ষোড়শী বালিকাদের প্রেম করিতে বারন করিয়াছেন , প্রেম করিলে নাকি তেনার গান চর্চা করিতে সমস্যা হয় তাই আরকি , প্রেম কে ঘৃণা করিনা কিন্তু তথাকতিথ প্রেমের নাম করিয়া যাহারা লিভটুগেদার করিয়া নবজাতক ডাস্টবিনে ফেলে রাখে তাদের ঘৃণা করি , ধন্যবাদ Rose
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৩
213712
দ্য স্লেভ লিখেছেন : প্রেম রোগ ভয়াবহ,মাইরের উপর ওষুধ নাই
269726
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৪২
ওরিয়ন ১ লিখেছেন :
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৪
213714
দ্য স্লেভ লিখেছেন : মাথা,দেহ,দুনিয়া সবই ঘোরার কথা....পবিত্র প্রেমRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
269786
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রেম করুন মন ভরে

বিয়ে-শাদি?? কবরে!!
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩২
214167
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৯
214194
আহ জীবন লিখেছেন : বেওয়ারিশ কইয়া মানুষ লাইত্তাইব। মরলে কবর দেওয়ার না থাকলে কেউ। লাশ হইয়া গান গাইবে- "কে আমাকে ভালোবাসিবে কে জানাবে শেষ বিদায়। আমি তো ভালো বাসি নাই, সারা জীবন লিভ টুগেদার করছি।"
269791
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
আমিতুমিসে লিখেছেন : না না না এই পবিত্র প্রেমে আপনাকে বাধা দিতে দেব না মিঃ স্লেভ মুমুআআআআ..।.।.।.।।
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৩
214169
দ্য স্লেভ লিখেছেন : তবে তাই হোক জনাব,প্রেম জিন্দাবাদ !! আমার কুত্তা পিটানো লাঠিডা গেল কই.....
269796
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৩
আহ জীবন লিখেছেন : ধোয়া তুলসি পাতার গন্ধ পাইতাছি। বড় বেশি পবিত্র!!!!!!!!!!!!!!
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
214170
দ্য স্লেভ লিখেছেন : হুমম ডাইনোসরের আন্ডার প্রজন্ম
269798
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
চোরাবালি লিখেছেন : পুলাপাইন চায় জ্বি বাংলা স্টাইলে প্রেম করতে; ঘুরতেও যায় একই স্টাইলে; আর আশুলিয়ার প্রেমের কথা নাই বা বললাম।
এই সব একই এক্সসেপশনাল ঘটনা হাজারও অপ্রীতিকর ঘটনার জন্মদায়ক
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৫
214171
দ্য স্লেভ লিখেছেন : ইসলাম যদি ফুর ফর্মে থাকত। এসব প্রগতিবাদীরাই সোজা হয়ে আগে আগে চলত
269919
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : এ সব পবিত্রতা অনেক সেকেলে, বাদ দিয়ে পবিত্র লিভটুগেদার নিয়ে ভাবুন৷ বিজ্ঞজনেরা অনেক আগেই ঝাঁপিয়ে পড়েছে৷ধন্যবাদ৷
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৭
214173
দ্য স্লেভ লিখেছেন : সে তো ঝাপিয়ে দাপিয়ে বেডিয়েছে .....সমস্যা হল-এরা কেউ শান্তিতে নেই। নিজের অবস্থা আড়াল করে অন্যকে একই উপদেশ দেয়,কাহিনী এটাই। ইসলাম থাকলে এরাই ভিন্নসূরের প্রশংসা করত্ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File