কখন এমন ঘটনা ঘটে ?

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:১৬:৫৩ সকাল

আপনি যদি ইউরোপের দিকে তাকান, তাহলে সেখানে দেখবেন সেক্যুলারিজম দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং তারা আম-জনতার মানুষিকতা বিবেচনায় এনে খ্রিষ্ট ধর্মের পৃষ্ঠপোষকতা করছে। আপনি দেখবেন তারা তাদের প্রত্যেকটি বিষয়ে তাদের বিশ্বাসগত বিষয়ের মূল্যায়ন করছে। তারা তাদের বিশ্বাস,কনসেপ্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করে থাকে। তারা অনেকে মিলে চিন্তা করে এই সিদ্ধান্তে এসেছে যে, কিছু সংখ্যক চিন্তাশীল মানুষ চিন্তা করে আইন-কানুন তৈরী ও পরিচালনা করলে মানুষের কল্যান হবে। এই নীতিতে তারা কাজ করে।

তারা পৃথিবীতে তাদের ভোগকে দীর্ঘায়িত এবং জীবনকে নানাভাবে উপভোগ করার নীতিতে বিশ্বাসী। এই চিন্তায় তারা জীবন যাপন করে এবং সকল আচরণ করে থাকে।

এই নীতি আমেরিকায়ও প্রচলিত। আবার যদিও রাশিয়া বা বাম ঘরানার রাষ্ট্রগুলো ইউরোপ আমেরিকার রাজনৈতিক চিন্তার বিরোধী,কিন্তু জীবনকে বিশ্লেষণ এবং উপভোগের িবিষয়টি একই রকম।

এসকল রাষ্ট্রগুলো তাদের এক ধরনের নীতিতে বিশ্বাসী এবং সেটা অনুযায়ী রাষ্ট্র-সমাজ পরিচালনা করে।

এসকল রাস্ট্রগুলোর অনুসৃত নীতিতে অন্যরা দ্বীমত পোষণ করতে পারে। এমনকি এটাও ঠিক যে,তাদের এসকল নীতির বাস্তবায়নে তারা সামাজিকতার নানা দিকে, ব্যক্তিগত বা পারিবারিকভাবে অনেক ক্ষেত্রে লাভবান হয়নি। আমার বক্তব্য এদিকে নয়,তাই এ সংক্রান্ত আলোচনায় যাব না।

বলতে চাচ্ছি যে, পৃথিবীর অন্য সকল রাষ্ট্রের লোকেরা এবং সরকার এক ধরনের চিন্তায় নির্ভরশীল এবং তাদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার কারনে তারা এক ধরনের রেজাল্ট উপভোগ করে। তারা যা করে তা এনজয় করার চেষ্টা করে এবং সমস্যা হলে ,সমাধানটাও সেখান থেকে নেয় । তাদের কোথায় ভুল বা তারা কোথায় সঠিক তা বলছি না। বিষয় হল তাদের একটি নীতিতে বিশ্বাসী হয়ে কাজ পরিচালনা করার কারনে অনেক ক্ষেত্রে ঐক্য রয়েছে এবং অন্তত প্রাযুক্তিক,অর্থনৈতিক উন্নতি হয়েছে।

আমাদের সমসা হল টাল হওয়া। অর্থাৎ মাথায় এক ধরনের বিশ্বাস,পরিচালিত হওয়ার পদ্দতি বা আইন-কানুন আরেক ধরনের। এখানে মানুষ নেশায় মদ পান করে,আর খাওয়ার সময় চিন্তা করে তার পাপ হচ্ছে,এটি হারাম। সারা সপ্তাহ আকাম করে,জুম্মার নামাজ পড়তে গিয়ে নতুন উপলব্ধী হয়। আবার অনেকে কমিউনিজম স্ট্যাডী করে, বা বিশ্বাস করে ক্যাপিটালিজম দ্বারা শাসন করে,আবার একইসাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে সামনের কাতারে। বিশ্বাস করে আলকুরআন,আবার বিশ্বাস করে পাশ্চাত্বের বিধানে চললেই উন্নতি। জনগনের বড় অংশ এবং শাসকের পুরোটাই যা বিশ্বাস করে ,সে অনুযায়ী পরিচালিত হয়না বা পরিচালনা করেনা। ফলে এখানে সিস্টেম ক্রাক হয়ে গেছে।

জনগনের অন্তরিক বিশ্বাসের সাথে আইন-কানুষের সংঘর্ষ থাকলে জনগন শাসকের ভয়ে কিছু বলেনা বটে, কিন্তু এতে শাসন বলে আর কিছু াবশিষ্ট থাকেনা্ । যেহেতু এটায় না আছে পুজিবাদ পুরোটা, না আছে সমাজতন্ত্র পুরোটা,আর না আছে ইসলাম....আবার জনগনের অধিকাংশই মুসলিম....ফলে পুরোটাই ভজঘট।

যেহেতু শাসক যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চায় পরগাছার মত,তাই শক্তিশালি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুসরন করে চলতে গিয়ে নানান রকমের মতবাদ নিজেদের পরিচানা করার কৌশল হিসেবে সংযুক্ত হয়েছে। তারা নিজেরাও জানে এটা অথর্ব শাসন ব্যবস্থা এবং জনগনের বিশ্বাসের বিপরীত। ফলে শুধু বক্তব্য প্রদানের জন্যেই কথা বলা। তাদের নিজস্ব যে সেক্যুলার চিন্তা এটি তার সাথেও সাংঘর্ষিক।

ফলে এখান থেকে ফলাফল একেবারেই হাস্যকর। আর এখন সেটা এমন মাত্রা পেয়েছে যে, শাসক ব্যক্তি হিসেবেও হাস্যকর প্রাণীতে রুপান্তরিত হয়েছে।

http://www.bdmonitor.net/newsdetail/detail/41/90711

এই ভিডিওতে দেখুন একজন মন্ত্রী কিভাবে একজন শিল্পীর সাথে নাচছে। পৃথিবীকে যেসব দেশ নেতৃত্ব বা শোষণ করছে উচু স্তর থেকে,তাদেরকে আপনি নীতিগতভাবে সমালোচনা করতে পারলেও এমন ফাউল বলতে পারবেন না।পৃথিবরি কোনো শাসকের পক্ষে এত নীচে নামা বা সস্তা হওয়া সম্ভব নয়।এটা আসলে শাসকের ব্যপক হতাশা থেকে আসতে পারে। যখন তারা চিন্তাগত এবং কর্মগতভাবে দেউলিয়া,তখন বিনা কারনে একটু মজা করার প্রবনতা জাগে । এটা সেটাই। এমনকি এরা দালাল হিসেবেও অন্যের কাছে তেমন সুবিধার নয়। এটা একটা ভয়াবহ ব্যাপার একটি জাতির জন্যে। অবশ্য আমাদের জাতিয় পরিচয়ও প্রশ্নবিদ্ধ...আমরা বাঙ্গালী,নাকি বাংলাদেশী,নাকি মুসলিম !!!???

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264443
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৪৫
কাহাফ লিখেছেন : "চিন্তাগত ও কর্মগত ভাবে দেওলিয়ার কারণেই হতাশা থেকে একটু মজা করার প্রবনতায় এমন করছে।"
রাষ্ট্রীয় পর্যায়ে আসীন ব্যক্তিদের কর্মকান্ডের সঠিক মুল্যায়ন। অনেক ধন্যবাদ আপনাকে.....।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
208029
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
264454
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৩৮
মাই নেম ইজ খান লিখেছেন : নাম যেমন কাজও তেমন Worried Worried Worried
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
208030
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
264456
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৪১
মামুন লিখেছেন : খুব সুন্দরভাবে বিষয়টির অনেক গভীরে প্রবেশ করতে সক্ষম হত্যেছেন। অনেক ভালো লাগলো লেখাটি। আর যে মন্ত্রীর কথা উল্লেখ করেছেন, এরা অনেক আগেই 'আউট অফ অর্ডার' হয়ে গিয়েছে। কেন যে এদেরকে এখনো দলে এবং রাষ্ট্রের গুরুত্বপুর্ণ পদে রাখতে হচ্ছে বোধগম্য নয়।
আর "আমাদের জাতিয় পরিচয়ও প্রশ্নবিদ্ধ...আমরা বাঙ্গালী,নাকি বাংলাদেশী,নাকি মুসলিম !!!???"- এই প্রশ্ন এই লেখা পড়বার পর থেকে আমার মনেও নিরন্তর বেজে চলেছে।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এমন একটি লেখা পড়বার সুযোগ দেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Good Luck
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২১
208034
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান Happy
264458
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৪
বুড়া মিয়া লিখেছেন : সব দেশের অর্থমন্ত্রীদের যখন মুখ কালো হয়েছিলো রেসেশন এর সময়ে, উনি তখন হাস্যোজ্বল ছিলেন এবং উনার অমায়িক হাসি নিয়ে তখন আরবে হাসির রোল পড়ে গিয়েছিলো।

দেশ ছেড়ে গিয়ে আপনি সত্যিই ভালো করেছেন, আমার না ছাড়াটা বোকামী হয়ে গেছে!
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২১
208036
দ্য স্লেভ লিখেছেন : ওদের সংবাদ শুনলেও লজ্জা করে
264470
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : খুব সুন্দরভাবে বিষয়টির অনেক গভীরে প্রবেশ করতে সক্ষম হত্যেছেন। অনেক ভালো লাগলো লেখাটি।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২২
208037
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
264492
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৩
আমজনতার কথা লিখেছেন : আমাদের সমসা হল টাল হওয়া। অর্থাৎ মাথায় এক ধরনের বিশ্বাস,পরিচালিত হওয়ার পদ্দতি বা আইন-কানুন আরেক ধরনের। এখানে মানুষ নেশায় মদ পান করে,আর খাওয়ার সময় চিন্তা করে তার পাপ হচ্ছে,এটি হারাম। সারা সপ্তাহ আকাম করে,জুম্মার নামাজ পড়তে গিয়ে নতুন উপলব্ধী হয়। আবার অনেকে কমিউনিজম স্ট্যাডী করে, বা বিশ্বাস করে ক্যাপিটালিজম দ্বারা শাসন করে,আবার একইসাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে সামনের কাতারে। বিশ্বাস করে আলকুরআন,আবার বিশ্বাস করে পাশ্চাত্বের বিধানে চললেই উন্নতি। জনগনের বড় অংশ এবং শাসকের পুরোটাই যা বিশ্বাস করে ,সে অনুযায়ী পরিচালিত হয়না বা পরিচালনা করেনা। ফলে এখানে সিস্টেম ক্রাক হয়ে গেছে।

Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৩
208039
দ্য স্লেভ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
264669
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৪
শেখের পোলা লিখেছেন : আমরা মুসলীম, বাংলাদেশী৷
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০১
208438
দ্য স্লেভ লিখেছেন : দ্বিতীয়টাকে আপাতত ভুলে যান, নইলে শয়তান এমন মন্ত্রনা দিবে যে, প্রথমটাই ভুলে যাবেন Happy সে খুব সুক্ষ্ণদর্শী। Happy আমাদের ঠিকানা বা পরিচয় জানার জন্যে আমাদের বাসস্থান জানা জরুরী। শুধুমাত্র সেটার জন্যেই। আর জন্মস্থানের প্রতি সকলেরই মায়া থাকে। এই মায়া ঠিক আছে,কিন্তু এর থেকে বেশীদূর গেলেই আসাবীয়া'র দোষে দুষ্ট হয়ে যাব।

আমি ছোটবেলায় এলাকার আওয়ামি-বিএনপির রাজনিতিকদের মিছিলে নারায়ে তাকবীর,আল্লাহু আকবার বলতে শুনেছি....মানে, ইসলাম কনসেপ্টে না থাকলেও ফ্লেভারে ছিল,আর এখন কোনো কিছুতেই নেই। এজন্যে-আমি একজন মুসলিম, শুধুই মুসলিম
১৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
208762
শেখের পোলা লিখেছেন : আমার শৈশবের লেখা পোষ্ট করেছি৷ পড়লে বুঝবেন- শুধু মাত্র মুসলীম হিসেবে বসবাস করার জন্যই বাপদাদার বাপের বাড়ি বাগান জমির কথা ভুলে সহায় সম্বলহীন অবস্থায় বর্ডার পার হয়েছিলাম৷ সে প্রতিজ্ঞা ভুলি কেমন করেে?
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৮
208967
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান Happy
264678
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
আফরা লিখেছেন : আমাদের পরিচয় প্রথমে আমি মুসলিম তার পর আমি বাংলাদেশী ।
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০১
208439
দ্য স্লেভ লিখেছেন : দ্বিতীয়টাকে আপাতত ভুলে যান, নইলে শয়তান এমন মন্ত্রনা দিবে যে, প্রথমটাই ভুলে যাবেন Happy সে খুব সুক্ষ্ণদর্শী। Happy আমাদের ঠিকানা বা পরিচয় জানার জন্যে আমাদের বাসস্থান জানা জরুরী। শুধুমাত্র সেটার জন্যেই। আর জন্মস্থানের প্রতি সকলেরই মায়া থাকে। এই মায়া ঠিক আছে,কিন্তু এর থেকে বেশীদূর গেলেই আসাবীয়া'র দোষে দুষ্ট হয়ে যাব।

আমি ছোটবেলায় এলাকার আওয়ামি-বিএনপির রাজনিতিকদের মিছিলে নারায়ে তাকবীর,আল্লাহু আকবার বলতে শুনেছি....মানে, ইসলাম কনসেপ্টে না থাকলেও ফ্লেভারে ছিল,আর এখন কোনো কিছুতেই নেই। এজন্যে-আমি একজন মুসলিম, শুধুই মুসলিম
266914
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৪
আহ জীবন লিখেছেন : জ্ঞান গর্ভ চিন্তা টি খুব ভাবাল। সমাধান একটিই দেখি। কণ্টকাকীর্ণ, রক্ত পিচ্ছিল পথের পরে সমাধান দাঁড়িয়ে আছে।
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৪
210818
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File