বেস্ট ওয়ার্কার হিসেবে সার্টিফিকেট পেলাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৪:৫২ সকাল
কোম্পানীতে কাজ কেমন করছি তা নিয়ে চিন্তায় ছিলাম। তবে ম্যানেকমেন্টের কাছে পরামর্শ চাইতাম। কো-ওয়ার্কারদের কাছে জানতে চাইতাম আমি কেমন করছি ? আমার কাজ ঠিক না হলে সমালোচনা করবে এবং আমাকে দেখিযে দিবে।
আমি কি ভাবব,সেটা তারা চিন্তা করে আমাকে পরামর্শ দিত না, শুধু বলত-তুমি অত্যন্ত ভাল করছ। এখানে সরাসরি কেউ কারো ভুল ধরেনা এবং সমালোচনা করেনা। প্রত্যেকে প্রত্যেককে সম্মান করে। কিন্তু এতে আমার তেমন ভাল লাগত না। আমি প্রশংসার চাইতে পরামর্শ পছন্দ করি। প্রশংসা যেহেতু এনজয় করিনা তাই,ওতে আমার ক্ষতি ছাড়া লাভের লাভ কিছুই হয়না।
যাইহোক আমাকে অফিসে ডাকল ম্যানেজার। তারপর আমার হাতে ৩ পেজের একটি পত্র তুলে দিল। আমি পড়লাম কিন্তু বুঝলাম না।
তিনি এটার অরিজিন্যাল কপি নিয়ে পড়লেন এবং বললেন, আপনি আমাদের চিন্তার চাইতেও বেশী কিছু করেছেন এবং প্রত্যেকটা কাজে সর্বোচ্চ ভাল করেছেন। এমনকি গত ১০ বছরে অনেকে এই সময়ে যা করতে পারেনি সেরকম করেছেন।
দেখলাম প্রত্যেকটি কাজের বর্ণনা দিয়ে আমার উত্তম পারফর্মেন্স বর্ননা করা হয়েছে। ম্যানের অত্যন্ত খুশী। পুরো ম্যানেজমেন্ট খুশী। আমি বুঝলাম আসলে প্রশংসা প্রত্যেকে এনজয় করে। নইলে এত ভাললাগা কাজ করবে কেন !!! সত্যিই ভাল লাগছে।
আমাকে জিজ্ঞেস করল-তুমি সামনে কি করবে? বললাম-টপ পজিশনে যাব। তিনি হাসলেন এবং বললেন-আমি চাই তুমি উপরের অবস্থানে যাও।
পরের দিন থেকে দেখলাম কোম্পনীর সকলেই আমার সাথে অতিরিক্ত ভাল আচরণ করছে এবং প্রাণ খুলে আচরন করছে। আমার পূর্বের কোম্পানীর একজন সিনিয়র লোক এই কোম্পানীতে আবেদন করেছিল। তার ব্যাপারে আমার কাছে মতামত জানতে চাইলো এইচ.আর শাখা। আমি আমার অভিজ্ঞতা এবং চিন্তা বললাম। আরও কিছু পরামর্শ চাইল-বললাম। তারা আমার মতামত গ্রহন করেই তাকে বাদ দিয়েছে। লোকটা এই ক্ষেত্রে আমার দৃষ্টিতে যোগ্য ছিলনা।কিন্তু কাহিনী হল আমাকে মূল্যায়ন করা হচ্ছে। এই বিষয়টা একটা সম্মান।
আমি দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছ থেকে সম্মান চাই। আল্লাহ যেন আমাকে কখনও শাস্তি না দেন।
বিষয়: বিবিধ
১৫১৯ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই নো অভিনন্দন!!!
তারপরও অভিনন্দন।
তবে "ম্যানেকমেন্টের" না হয়ে ম্যানেজমেন্ট হবে মনেহচ্ছে"
Veni,vidi,vici
http://en.wikipedia.org/wiki/Veni,_vidi,_vici
আপনি এখন সেখানকার রকেট সিং
''তারপর আমার হাতে ৩ পেজের একটি পত্র তুলে দিল। ''
০
এত বড় সন্মান পেয়েছেন ! দেশের জন্যও তো সন্মানের , ব্লগের জন্যও !
ব্লগারদের কে কি দেখানো যাবে সেই সার্টিফিকেট আর মেডাল/কাপটা ?
আল্লাহ পাক আপনাকে সব সময়ে এমন ভালো রাখুন।
এসব মানি না! প্রশংসাপত্রের সাথে পেটের খোজ খবর এবং যত্ন নিতে হবে!!
যথা সম্ভব চাকরীর ইন্টারভিউ নিয়ে একটা পোস্ট দিবেন বলেছেন। মনে হচ্ছে দেননি। শেয়ার করবেন নাকি?
আবারো উপরের অভিনন্দনটি রইল।
মন্তব্য করতে লগইন করুন