আমেরিকানদের দাড়ী এবং সন্তান প্রীতি !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ আগস্ট, ২০১৪, ০৮:৪৩:০১ সকাল



স্পষ্ট মনে আছে দেশে যখন বাংলাভাই বা জেএমবি শব্দটা বিভিষিকার মত ছড়িয়ে পড়েছিল মিডিয়ার কল্যানে, তখন দাড়ি আছে এমন বহু যুবককে ক্লিন শেভ করতে দেখেছি। প্রবিনরাও দাড়ির সাইজ ছোট করেছে। পরবর্তী সময়ে এই বিষয়গুলো ভিন্ন মাত্রা পেয়েছে। দাড়ি,টুপির সাথে সাথে ক্লিন শেভড লোকেরাও সরকারী-বেসরকারী রোষানলে,কোপানলে,অটোমেটিক নলে পতিত হয়েছে। এখন অবস্থা এমন যে, ইসলামের পারফিউম স্প্রে করলেও উপরোক্ত নলে পতিত হতে হচ্ছে। পূর্বে যারা ভয়ে দাড়ি শেভ করেছিল বা লম্বা পাঞ্জাবীর বদলে শার্ট গায়ে দিয়েছিল, তারা এখন ধুতি-পাঞ্জাবীর কথা ভাবছে কিনা জানা নেই। ৯০% মুসলিমের দেশে ইসলাম টেকনিক্যালী বিতাড়িত ছিল আর এখন মোটামুটি প্রকাশ্যেই বিতাড়িত।

কিন্তু ধাক্কা খেয়েছিলাম আমেরিকা এসে। যেদিকে তাকাই দাড়িধারী লোক,যুবক। তাও অনেকে আবার গোফ শেভ করেছে। তবে কি জঙ্গীরা সব এখানে আশ্রয় নিল ! ব্যপক ধাক্কা খেলাম।

ভাবতে থাকলাম এরা কি মুসলিম ? চেহারা সুরত তো একেবারে সেরকমই ! পরে বুঝলাম না,এরা মুসলিম নয় কিন্তু স্টাইল হিসেবে এরা দাড়ি পছন্দ করে। আর এদের স্ত্রী বা গার্লফ্রেন্ডরাও এটা পছন্দ করে। স্টাইল হিসেবে এদেশের তরুন-যুবকরা ব্যপক হারে দাড়ি রাখে,রাখছে।

আমি অনুধাবন করলাম, তাহলে দাড়ি রাখা খ্যাত মার্কা কাজ নয় এদের কাছে। যেখানে ৯০% মুসলিমের দেশে দাড়ি রাখা মানে অনগ্রসরতার প্রতিক,পশ্চাৎপদতার প্রতিক এবং যে কোনো সময়ে গ্রেফতার হওয়ার সংকেত, সেখানে আমাদের দেশের স্মার্ট( !!??)দের চোখে অনুকরনীয় দেশটি আমেরিকার জনগণ কিনা এতটা অনগ্রসর খ্যাত (!!)

ধাক্কা খেলাম চিন্তার জগত থেকে। ভাবতে থাকলাম দেশের বেশীরভাগ নারীই পুরুষকে দাড়ি শুন্য দেখতে চায়,পুরুষরাও তাই, তবে কি এটা সাংষ্কৃতিক আগ্রাসন ? নাকি কোনো পরোক্ষ চাপে নতি স্বীকার ? কে শেখালো যে দাড়ি রাখা সেকেলে বিষয় এবং স্মার্টনেসের বিপরীত ?? তাদের স্টাররাই তো লম্বা লম্বা দাড়ি রেখে আইকনিক স্মার্ট হিসেবে আবির্ভূত হচ্ছে ! তাহলে এদেরকে কে শেখালো এ জিনিস ???

আরও একটি ধাক্কা খেয়েছি আমেরিকানদের অধিক সন্তানপ্রীতির বিষয়টি দেখে। আরও অবাক হয়েছি বিশাল সংখ্যক নারী-পুরুষ যৌবনে পদার্পন করেই বিয়ে করার কারনে। হাটে মাঠে রাস্তাঘাটে কচিকাচার মেলা। কখনও কখনও দেখী এক মা তার ৫/৬টা বাচ্চাকে সাথে নিয়ে শপিংয়ে এসেছে। হাতে একটা,কোলে একটা,শপিংকার্টে একটা,পেটে একটা,কয়েকটা এদিক সেদিক দৌড়ঝাপ করছে। যার একটা আছে,সে কখনও কখনও কয়েকটা বাচ্চা দত্তকও নিচ্ছে । ১৫/১৬ বছর বয়সীরা মা হয়েছে,এমন ঘটনা অহরহ দেখা যায়। হালাল উপায়ে হোক না হো অধিক বাচ্চার মা হওয়াটাই এদের নেশা,সম্মান,স্মার্টনেস,স্টাইল ইত্যাদী ।

আমাদের অনুসরনীয় বা কারো কারো ক্ষেত্রে কিবলা দেশটির অবস্থা যেখানে এরকম, সেখানে আমাদের অবস্থা এরকম কেন ?? -"ছেলে হোক,মেয়ে হোক দুটিই যথেষ্ট,একটি হলে ভাল হয়" , আরেক স্থানে দেখলাম এক বিশাল বিলবোর্ডে হাস্যোজ্জল এক মহিলাকে দেখা যাচ্চে যার কাছে কোনো বাচ্চাই নেই। মানে তার একটিও ঝামেলা(!!) নেই। উৎসাহিত করা হচ্ছে পার্মানেন্ট বন্ধ্যাত্বে।

কাহিনী কি ?? তবে কি আমাদের শাসক কারো যোগসাজসে আমাদেরকে প্রতারিত করছে এবং ভুল বিষয়টিকে সত্য হিসেবে প্রচার করে প্রতিষ্ঠিত করছে !! এর বাইরে আর কোনো চিন্তা খুজে পাওয়া গেল না।

একটি জাতিকে ধ্বং করতে সব সময় বোম মারা লাগে না, বরং কাওকে বোম মেরে ধ্বংস করার পদ্ধতি বেশীরভাগ সময়ই কার্যকর নয়। কিন্তু উক্ত জাতির মস্তিষ্ককে নিজেদের মত করে চালিত করে শতভাগ গ্যারান্টিসহকারে ধ্বংস করার সম্ভব। চিন্তার পরিবর্তন করে ,ভিন্ন বিষয়য়াবলীকে আইডল হিসেবে প্রতিষ্ঠিত করে একটি জাতিকে পুতুল নাচের মত করে নাচানো যায়। বধীর ও অজ্ঞ জনতা অবশ্য পুতুল হয়ে বসে থাকতেই পছন্দ করে।

তবে যারা চিন্তাশীল,যারা সমাজ পরিবর্তন করতে চায়, যারা তার জীবনের উদ্দেশ্য স্পষ্ট বুঝতে পারে,তারা অবশ্যই পুতুল হতে চাইবে না। তারা তাদের শুরুর দিকে তাকাবে, ঘটনাবলী বিশ্লেষণ করবে,তবে সে তার জন্যে মনোনিত বিশুদ্ধ বিষয়াবলী খুজে পাবে। সে এটার ভিত্তিতেই সব কিছু পরিচালনা করার চেষ্টা করবে। সেটি হল তার স্রষ্টা কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনা এবং এটিই নির্ভূল,যেহেতু তা তার স্রষ্টা প্রদত্ত। এটি বুঝতে পারাই স্মার্টনেস। এটি প্রতিষ্ঠিত করতে আত্মনিয়োগ করার নামই আল্ট্রা মডার্ণ। সুতরাং অরিজিন্যাল ক্ষেতুকে দেখে স্মার্ট হওয়ার চেষ্টা না করে, মস্তিষ্ককে ব্যবহার করে স্রষ্টাকে চিনে তার বিধান নিয়ে স্মার্টেস্ট হওয়ার মধ্যেই সকল কল্যান নিহিত।

বিষয়: বিবিধ

১৩৫৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259379
২৯ আগস্ট ২০১৪ সকাল ১০:২১
মামুন লিখেছেন : "পূর্বে যারা ভয়ে দাড়ি শেভ করেছিল বা লম্বা পাঞ্জাবীর বদলে শার্ট গায়ে দিয়েছিল, তারা এখন ধুতি-পাঞ্জাবীর কথা ভাবছে কিনা জানা নেই। ৯০% মুসলিমের দেশে ইসলাম টেকনিক্যালী বিতাড়িত ছিল আর এখন মোটামুটি প্রকাশ্যেই বিতাড়িত।"- জটিল হয়েছে!!! কিন্তু মানুষ যদি চাপে পড়ে এভাবে নিজ ধর্মের এক প্রধান অনুসঙ্গকে গ্রহন এবং বর্জনের মানষিকতায় ভুগতে থাকে, সে দেশে তো ধর্মের অস্তিত্ব বিনাশ হবেই। প্রয়োজন ঈমানী বলে বলীয়ান মানুষের, তবে তাদেরকে তৈরী হবার জন্য একটি প্ল্যাটফর্ম দিতে হবে সর্বাগ্রে। আর শোষক শাসক সেটা কখনোই দিতে চাইবে না। সমস্যাটা তো এখানেই।


"তবে যারা চিন্তাশীল,যারা সমাজ পরিবর্তন করতে চায়, যারা তার জীবনের উদ্দেশ্য স্পষ্ট বুঝতে পারে,তারা অবশ্যই পুতুল হতে চাইবে না। তারা তাদের শুরুর দিকে তাকাবে, ঘটনাবলী বিশ্লেষণ করবে,তবে সে তার জন্যে মনোনিত বিশুদ্ধ বিষয়াবলী খুজে পাবে। " আমাদের সাড়ে ষোল কোটি জনগণের ভিতরে কত পার্সেন্ট এই চিন্তাশীলদের দলে পড়ে? আমরা যারা ব্লগ কিংবা অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কিছু হলেও জড়িত রয়েছি, তারা এবং বিচ্ছিন্নভাবে রাজনীতি, শিল্প-সাহিত্য এবং তথাকথিত সুশীল সমাজের কিয়দংশ এই ব্যাপারগুলি নিয়ে চিনাত করলেও, 'বাকী জনগণ' যাদের হৃদয়ে 'নাই নাই বোধ' এবং এ থেকে বের হয়ে আসার চেষ্টায় নিরন্তর সংগ্রাম চলছে, তাদের পক্ষে কি এই চিন্তা আসাটা আদৌ সম্ভব? আর দেশের সকল চিন্তাভাবনার কাজটি 'মধ্যবিত্ত শ্রেনী' করে আসছে। তারা যদি এই বিশাল নিম্নবিত্তের কথা চিন্তা করে তাদের পক্ষে চিন্তা-ভাবনাগুলোকে কাযে লাগায়, তবে কিছু আশা করা যায়। কিন্তু সেটি কখনো সম্ভব নয়, এই শ্রেনীগুলোর ভিতরকার আন্ত-শ্রেনী দ্বন্দ্ব কখনোই একে অন্যের জন্য চিন্তার সুযোগটি রাখবে না।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভুল্ভাল কিছু মন্তব্য করে বসেছি হয়তো। শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৭
203370
দ্য স্লেভ লিখেছেন : অনেক উত্তম মন্তব্য করেছেন। মূল বিষয়টি বলেছেন
259385
২৯ আগস্ট ২০১৪ সকাল ১১:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
দাড়ি থাকায় আমার বিয়েতে নাকি অনেক সমস্যা হয়েছে বলে আমার আম্মার মতামত!
আসলে সাংস্কৃতিক আগ্রাসন এতবেশি আমাদের উপর প্রভাব বিস্তার করেছে যে আমরা এটি নিয়ে চিন্তাও করছিনা। আর জনসংখ্যা নিয়ন্ত্রন এর নামে মুল উদ্দেশ্য বিলাসিতা ও ভোগবাদ এর বৃদ্ধি।
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৮
203371
দ্য স্লেভ লিখেছেন : সঠিক বলেছেন। পৃথিবীর কোনো ধনী দেশ জনসংখ্যাকে সমস্যা মনে করেনা
259401
২৯ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৩
আহ জীবন লিখেছেন : চমৎকার একটা পোষ্ট। পৃথিবীটা গোল। এক জায়গায় স্টপ তো অন্য জায়গায় স্টার্ট।
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৮
203372
দ্য স্লেভ লিখেছেন : হুমম, ব্যাপারটা পৃথিবীর গোল হওয়ার কারনে নয়, এটা চার কোনা হলেও ঘটনা এমন হতTongue
259407
২৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৮
কাহাফ লিখেছেন : হীনমন্যতায় ভোগা আজকের সমাজের চিন্তার জগতে একটু হলেও ঝড় তোলবে-আপনার এ লেখা। অনেক ধন্যবাদ ভাই......। Rose Rose
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৯
203374
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
259408
২৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:২০
ইমরান ভাই লিখেছেন : যাক তার মানে আমরাই এমেরিকা হয়ে গেছি আর এমেরিকা বাংলাদেরশ। দারুন ভালো লাগলো স্লেভ ভাই।
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৯:০১
203376
দ্য স্লেভ লিখেছেন : দাড়ি ,টুপি দেখে অন্তত ইউরোপ আমেরিকার লোক সন্ত্রাসী চিহ্নিত করেনা। এখানে হিজাব,দাড়ি কোনো ব্যাপার না। এমনকি হিজাবের দিকে মানুষ অবাক হয়েও তাকায় না। এদের কিছু গুন মারাত্মক ভাল
259465
২৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যি ভাবনার বিষয়।
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৯:০১
203378
দ্য স্লেভ লিখেছেন : Waiting Waiting Waiting Waiting Waiting Waiting Waiting Waiting
259468
২৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
সাদিয়া মুকিম লিখেছেন : সেটি হল তার স্রষ্টা কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনা এবং এটিই নির্ভূল,যেহেতু তা তার স্রষ্টা প্রদত্ত। এটি বুঝতে পারাই স্মার্টনেস। এটি প্রতিষ্ঠিত করতে আত্মনিয়োগ করার নামই আল্ট্রা মডার্ণ যথার্থ লিখেছেন ভাই!
চমৎকার বক্তব্য ও সাবলীল বিশ্লেষনে লিখাটি বাস্তবতাকেই ফুটিয়ে তুলেছে! শুকরিয়া ভাই সুন্দর লিখাটি উপহার দিবার জন্য! Good Luck
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৯:০২
203379
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ । দোয়া করবেন জাতে আল্লাহ আমাকে ক্ষমা করেন এবং শাস্তি না দেন্ ।
259483
৩০ আগস্ট ২০১৪ রাত ০৩:১৯
আফরা লিখেছেন : দাড়ী নিয়ে লেখাটা খুবই ভাল হয়েছে কিন্তু মনে একটা প্রশ্নের উদয় হয়েছে মানে আপনার অবস্থান কি ?
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৬
203382
দ্য স্লেভ লিখেছেন : আমি সত্যের পক্ষে। আর ছবিটা পুরোনো নয়, প্রপিক দেখেই তো বোঝা যাচ্ছেRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor তবে এক সময় দাড়ি রাখার ইচ্ছ আছে। আমি যদি মক্কা,মদীনাতে ভাল কোনো চাকুরী পেতাম,তবে অনেক কিছু দারুন হত। একজন বলেছে আমেরিকান পাসপোর্ট হলে নাকি সৌদী আরবে স্থায়ীভাবে থাকা যায়। ইনশাআল্লাহ পাসপোর্ট পেতে ৩বছর বা সেরকম সময় লাগতে পারে। দোয়া করেন
৩০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৫
203406
আফরা লিখেছেন : আপনিও তো বাংলাদেশী !! নিজে আমল না করে তালিম দিলে তাই তালিমে মানুষের উপর তাসির পড়ে না ।ধন্যবাদ ভাইয়া ।
259486
৩০ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৯
শেখের পোলা লিখেছেন : দাড়ি নিয়ে ভালই মাতলেন৷ তা আপনি কোনটা জানাগেলনা৷
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৮
203384
দ্য স্লেভ লিখেছেন : হুমম এখন তো পীরের মত ভাব ধরে গম্ভীরভাবে বলতে হচ্ছে....নিজের কাছে প্রশ্ন কর জবাব পেয়ে যাবে...Crying Crying Crying Crying Crying Crying Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০
259627
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩১
শিশির ভেজা ভোর লিখেছেন : শেখের পোলা লিখেছেন : দাড়ি নিয়ে ভালই মাতলেন৷ তা আপনি কোনটা জানাগেলনা৷
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৬
204927
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
261092
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৩
ইবনে হাসেম লিখেছেন : নিজেই নিজের বিপদ ডেকে আনলেন। এখন ঠেলা সামলান। Rolling on the Floor
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৬
204928
দ্য স্লেভ লিখেছেন : তাই তো দেখছি...Surprised Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File