চাকুরী চাই ? লোক নেওয়া হচ্ছে !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৬ আগস্ট, ২০১৪, ১০:১৮:১০ সকাল
গ্রীষ্মে আমেরিকাতে জনগনের নানান চাহিদা পয়দা হয়। যদিও অধিকাংশ মানুষ মধ্যবিত্ত,কিন্তু তাদের জীবনের একটা মিনিং আছে। মিনিং হল- খাও দাও ফুর্তি কর। দু:খে থাকা যাবে না। সর্বদা হাসি তামাশায় কাটাতে হবে। তাদের এই নীতির বাস্তবায়নে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।
গ্রীষ্মে ফুর্তিপ্রীতি প্রবল হয়। মানুষ তার ছুটি কাটাতে নানান রকম পরিকল্পনায় মাতে। এসময় নানান পন্যদ্রব্য,যন্ত্রপাতির চাহিদা বাড়ে। আর একইসাথে বাড়ে কাজের ক্ষেত্র। তাই বহু প্রতিষ্ঠান এ সময়ে নতুন লোক নিয়োগ করে।
গত কয়েক দিনে বেশ কিছু প্রতিষ্ঠানকে এভাবে দেখেছি যে, তারা তাদের কোনো কর্মচারীর হাতে প্লাকার্ড দিয়ে রাস্তায় দাড় করিয়ে দিয়েছে,সেখানে লেখা আছে চকুরীতে নিয়োগ দেওয়া হচ্ছে,এখুনী যোগাযোগ করুন। অর্থাৎ এতটাই দ্রুত তাদের লোক দরকার যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার সময় নেই।
এসময় রেস্টুরেন্টগুলোতে লোকের চাহিদা থাকে ব্যপক। আমার জানা মতে অদক্ষ বা একেবারে নতুন,বোকা কিন্তু কাজের, এরকম লোকরাও এসময় রেস্টুরেন্টগুলোর রান্নাঘরে কাজ পায়।
আজ সাইকেলে ঘোরার সময় যখন এরকম একটি নোটিশ নিয়ে একজন কর্মীকে রাস্তায় দাড়িয়ে থাকতে দেকলাম,তখন ভাবছিলাম বাংলাদেশে চাকুরীর কি দশা ! একটা চাকুরীর বিপরীতে কখনও কখনও শত শত আবেদন পড়ে।
এরকম অবস্থা হওয়ার কথা ছিল না,কিন্তু এটা আমরাই সৃষ্টি করেছি। জনসংখ্যার অাধিক্য সমস্যা নয়, বরং প্লানিং এবং যথাযথ বন্টনের সমস্যাই আসল সমস্যা। অধিক জনসংখ্যাকে শক্তিতে রুপান্তরিত করে,দেশটি উপকৃত হতে পারে।
খবর শুনলাম মধ্যপ্রাচ্যের সাথে কু-সম্পর্ক রাখার কারনে বাংলাদেশের শ্রমিক নেওয়ায় সমস্যা হচ্ছে। সরকার দুবাইকে বাদ দিয়ে পৃথিবীর মহা ধনী(!!) এবং বাংলাদেশের কিছু নাস্তিকের কিবলা রাশিয়াকে ভোট দিয়েছে। তারপরই দুবাই ভিসা বন্ধ। রিয়েলিটি না বুঝলে যা হয়,তাই হয়েছে। নিজস্ব উৎপাদন,ব্যবস্থাপনার উন্নতি যারা না ঘটাতে পারে,তারা অন্তত শ্রম বিক্রি করে পয়সা ইনকাম করতে পারে। কিন্তু সে পথটিও বন্ধ হয়ে যাচ্ছে। সম্ভবত ভারত আর রাশিয়া খাওয়াবে...(!!) যাদের নিজেদেরই ভাতের সমস্যা তাদের কাছে খাবার প্রার্থনা কি পরিনতি বহন করে তা তো দেখতেই পাচ্ছি,তাও যদি চরিত্র সুবিধার হত !!!
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধনী দেশে দিনে ৮ ঘন্টা কাজ করাকেই অনেক বেশী ভাবে
মন্তব্য করতে লগইন করুন