আমেরিকাতে ঈদ কি আগামী কাল হচ্ছে ?
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৮ জুলাই, ২০১৪, ১২:৩২:৩৩ দুপুর
চান্দালী বাবাজীর প্যাচে পড়লাম্ । এই নিয়ে একটা বড় আর্টিকেল লিখেছিলাম। কিন্তু এখন আমি নিজেই জাতিয়তাবাদী চান্দালী চাচার শিকার। নেটে দেখলাম কানাডা,আমেরিকাতে কাল ঈদ। আবার কাছাকাছি এলাকার মসজিদ বলছে পরশু ঈদ। আমেরিকার একপাশের লোক চাদ দেখলে আরেকপাশে তার সাক্ষ কেন নিলনা বুঝলাম না। ব্লগের চাচারা আওয়াজ দেন,যারা এদিকে আছেন। ঝামেলায় আছি
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ঈদের জন্য যে সরকারী ছুটি বরাদ্দ তা তো দুই দিনই পাচ্ছেন, নাকি ?
মন্তব্য করতে লগইন করুন