মাওলানা সাঈদীকে নিয়ে বিডি নিউজ একটি ফাউল নিউজ করেছে,আর বিডিটুডে ব্লগ সেটি প্রচার করে ফাউল কাজ করেছে। ১৫তম রমজানের এই রাতে দুটি প্রচারকেই ধিক্কার জানাচ্ছি

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ জুলাই, ২০১৪, ০১:৫৭:০১ দুপুর

এই নিউজে লেখা হয়েছে কেন মানুষ সাঈদীকে প্রত্যাখান করেছে এবং কেন তার ওয়াজের ক্যাসেট বিক্রী কমেছে। এর ব্যাখ্যায় যা বলা হয়েছে,তা এক কথায় ফাউল। যেখানে যা খাপ খায়না,সেখানে তা ফিট করা হয়েছে। অামি জামাতের সাপোর্টার নই কিন্তু এই লোকটির বিরুদ্ধে ঘটিত অপপ্রচারে প্রতিবাদ জানাচ্ছি।

আমার ধারনা তার অডিও,ভিডিও ক্যাসেট,সিডি বিক্রীতে ভাটা পড়ার কারন তার ব্যক্তিত্ব নয়। দেশের বেশীরভাগ মানুষ জানে তিনি নির্দোষ। আর রাজাকার-মুক্তিযোদ্ধা বিষয়টি দেশের লোকের কাছে কোনো ইস্যু নয়। আওয়ামী কিছু লিডার আর কিছূ সুশীলল চাড়াল ছাড়া অন্যরা এসব নিয়ে মাথা ঘামায় না।

মুল কারন এটা যে, নতুন জেনারেশন এখন ব্যপকভাবে ইন্টারনেট ব্যবহার করে। তারা ইচ্ছা করলেই ইউটিউবে,ফেসবুকে বা অন্য কোনো সাইটে সকর ধরনের ওয়াজ বা বক্তৃতা শুনতে পারে,তাই পয়সা খরচ করে এখন আর আগের মত সিডি কেনেনা। ওয়েবসাইটে বাজারের সিডির চাইতে ভাল কিছু ফ্রিতে পাওয়া যায়। শুধু সাঈদীর সিডি নয়, অন্যদের সিডি,নাটক,সিনেমা,গানের সিডিও বাজারও খারাপ।

আরেকটি কারন হল-জামাত,শিবিরের নেতা কর্মীদেরকে সরকার দৌড়ের উপর রেখেছে। ব্যপক নির্যাতন করছে। এমতাবস্থায় বাড়িতে সাঈদীর সিডি রেখে খামোখা বিপদে পড়বে এমন মানুষের সংখ্যা কম। আর যেখানে ইন্টারনেটে ঢুকলেই সবকিছু পাওয়া যায়,সেখানে পয়সা খরচ করে বিনা কারনে সিডি কিনে বিপদে কে পড়বে ?

আর অনেক স্থানে সন্ত্রাসীরা সাঈদীর ওয়াজ এর ক্যাসেট চালাতে দেয়নি,ানেককে পিটিয়েছে। তাই অনেকে ভয়ে তার সিডি রাখেনি। তবে মুল বিষয় হল সরকারের ধরপাকড় এবং ইন্টারনেটে সহজলভ্যতা। কিন্তু এই রিপোর্টে আজগুবি ফাউল বিষয় লিখেছে। এবং অযৌক্তিকও বটে।

আমি এই মাওলানার চরিত্র হননের চেষ্টার প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে সম্মানিত করুন !

বিষয়: বিবিধ

১৫২৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244839
১৫ জুলাই ২০১৪ দুপুর ০২:০৭
নেহায়েৎ লিখেছেন : কয়েক বছর হলো সাঈদী সাহেব এর ক্যাসেট পেলেই গ্রেফতার দোকানে হোক বা কারো হাতে হোক। তবুও তার ক্যাসেট শোনার লোকের পরিমাণ কমে নাই। বরং চাহিদা আরো বেড়েছে।
244841
১৫ জুলাই ২০১৪ দুপুর ০২:১৯

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : যার শোনার সে শুনবে যার দেখার সে দেখবে। এতে কারো কোনো ক্ষতি হবে বলে মনে করি না।
244842
১৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৩০
দুষ্টু পোলা লিখেছেন : মাইনাস
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৫৩
190247
মাটিরলাঠি লিখেছেন : মাইনাস কেন তার একটা ব্যাখ্যা দেয়া উচিত। সামুতে একসময় মাইনাস বাটন ছিল আর তার অপব্যবহার দেখারও সুযোগও হয়েছিল। ৫ নং কমেন্ট দেখুন।
244856
১৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৫
আমি মুসাফির লিখেছেন : আপনার বিশ্লেষণ ঠিক আছে কিন্তু কতিপয় দুষ্টু চক্র যারা জামাতকে বিরোদীতা করতে গিয়ে মুলত ইসলামেরই বিরোধীতা করে তার্ি এমন করতে পারে ।
244862
১৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের এই মিথ্যা রিপোর্টগুলি প্রমান করে তারা কারাবন্দি সাঈদি সাহেব কেও প্রচন্ড ভয় করে।
244869
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৩
আবু ফারিহা লিখেছেন : অামিন। অাপনি সঠিক কথাটি বলে বিডি নিউজের ফাউল ১০০% প্রমান করেছেন।
244870
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৪
আহমদ মুসা লিখেছেন : সাঈদী সাহেবকে মহান আল্লাহ যে উচ্চ মর্যাদা দিয়েছেন বাংলাদেশে হয়তো দ্বিতীয় কোন ব্যক্তি তার অবস্থানে যেতে পারেননি। যদিও নগন্য সংখ্যাক মানুষরূপি খাটাশ আওয়ামী ক্ষমতাসীনদের গাড়ে সাওয়ার হয়ে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নের জন্য সাঈদী সাহেবকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য মরিয়া হয়ে আছে। এসব নাফরমানগুলো হচ্ছে শয়তানের চ্যালা-ছামুন্ডা। এসব চ্যাতনাবাজ চুক্তিযোদ্ধা বদমাইশগুলো সাঈদী সাহেবের পশ্রাবের সমতুল্য নয়।
244871
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:২০
ইবনে হাসেম লিখেছেন : ইমাম আবু হানিফাকেও শাসকদের জেলে মরতে হয়েছে। তাই বলে কি তাঁর জনপ্রিয়তা শাসকেরা এতটুকু কমাতে পেরেছে? বরং তা শতদলে বিকশিত হয়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে আজ দুনিয়ায় তাঁর ফলোয়াররাই সংখ্যাগরিষ্ঠ।
244872
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৫
১০
244913
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
Anwarulhaque67 লিখেছেন : আপনার সাথে পুরোপুরি একমত । যারা ফাউল প্রচারের কাজে লিপ্ত রয়েছে তাদেরকে ধিক্কার জানাই।
১১
244915
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একজন আলেমের চরিত্র হনন করার জন্য এই সরকার কি করে নাই ?
১২
244922
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
আফরা লিখেছেন : মিথ্যা দিয়ে মানুষকে সাময়িক বিভ্রান্ত করা যায় ,মিথ্যাকে সত্য বানানো যায় না ।
১৩
245061
১৬ জুলাই ২০১৪ রাত ০২:২৪
নিশা৩ লিখেছেন : সম্পূর্ণ একমত আপনার সাথে।
১৪
245110
১৬ জুলাই ২০১৪ সকাল ০৬:১৫
শেখের পোলা লিখেছেন : সহমত৷
১৫
245302
১৭ জুলাই ২০১৪ রাত ১২:৩৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : সহমত
১৬
247578
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সব হলুদ মিড়িয়ার প্রধান কাজ ইসলামিক ব্যক্তিত্বদের বিরোদ্ধে কুৎসা রটানো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File