মাওলানা সাঈদীকে নিয়ে বিডি নিউজ একটি ফাউল নিউজ করেছে,আর বিডিটুডে ব্লগ সেটি প্রচার করে ফাউল কাজ করেছে। ১৫তম রমজানের এই রাতে দুটি প্রচারকেই ধিক্কার জানাচ্ছি
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ জুলাই, ২০১৪, ০১:৫৭:০১ দুপুর
এই নিউজে লেখা হয়েছে কেন মানুষ সাঈদীকে প্রত্যাখান করেছে এবং কেন তার ওয়াজের ক্যাসেট বিক্রী কমেছে। এর ব্যাখ্যায় যা বলা হয়েছে,তা এক কথায় ফাউল। যেখানে যা খাপ খায়না,সেখানে তা ফিট করা হয়েছে। অামি জামাতের সাপোর্টার নই কিন্তু এই লোকটির বিরুদ্ধে ঘটিত অপপ্রচারে প্রতিবাদ জানাচ্ছি।
আমার ধারনা তার অডিও,ভিডিও ক্যাসেট,সিডি বিক্রীতে ভাটা পড়ার কারন তার ব্যক্তিত্ব নয়। দেশের বেশীরভাগ মানুষ জানে তিনি নির্দোষ। আর রাজাকার-মুক্তিযোদ্ধা বিষয়টি দেশের লোকের কাছে কোনো ইস্যু নয়। আওয়ামী কিছু লিডার আর কিছূ সুশীলল চাড়াল ছাড়া অন্যরা এসব নিয়ে মাথা ঘামায় না।
মুল কারন এটা যে, নতুন জেনারেশন এখন ব্যপকভাবে ইন্টারনেট ব্যবহার করে। তারা ইচ্ছা করলেই ইউটিউবে,ফেসবুকে বা অন্য কোনো সাইটে সকর ধরনের ওয়াজ বা বক্তৃতা শুনতে পারে,তাই পয়সা খরচ করে এখন আর আগের মত সিডি কেনেনা। ওয়েবসাইটে বাজারের সিডির চাইতে ভাল কিছু ফ্রিতে পাওয়া যায়। শুধু সাঈদীর সিডি নয়, অন্যদের সিডি,নাটক,সিনেমা,গানের সিডিও বাজারও খারাপ।
আরেকটি কারন হল-জামাত,শিবিরের নেতা কর্মীদেরকে সরকার দৌড়ের উপর রেখেছে। ব্যপক নির্যাতন করছে। এমতাবস্থায় বাড়িতে সাঈদীর সিডি রেখে খামোখা বিপদে পড়বে এমন মানুষের সংখ্যা কম। আর যেখানে ইন্টারনেটে ঢুকলেই সবকিছু পাওয়া যায়,সেখানে পয়সা খরচ করে বিনা কারনে সিডি কিনে বিপদে কে পড়বে ?
আর অনেক স্থানে সন্ত্রাসীরা সাঈদীর ওয়াজ এর ক্যাসেট চালাতে দেয়নি,ানেককে পিটিয়েছে। তাই অনেকে ভয়ে তার সিডি রাখেনি। তবে মুল বিষয় হল সরকারের ধরপাকড় এবং ইন্টারনেটে সহজলভ্যতা। কিন্তু এই রিপোর্টে আজগুবি ফাউল বিষয় লিখেছে। এবং অযৌক্তিকও বটে।
আমি এই মাওলানার চরিত্র হননের চেষ্টার প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে সম্মানিত করুন !
বিষয়: বিবিধ
১৫২৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন