আজ আমার সেই সুপারস সাইকেলটা চুরী হল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ জুলাই, ২০১৪, ০২:২৪:১১ দুপুর
এক স্টোরের সামনে রেখেছিলাম,চুরী হয়ে গেল। স্টোর কর্তৃপক্ষ পুলিশ ডাকল। পুলিশ সিসি ক্যামেরা দেখার পর আমার আইডি কার্ড নাম্বার আর নামটা নিয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল। বললাম খুজে পাবেন তো ? তিনি বললেন,সর্বোচ্চ চেষ্টা করব।
মনে হচ্ছে আমার পাপের কাফফারা হল। আমি প্রথমে একটু নাখোশ মত হলেও পরে ফুরফুরে আমেজে থাকলাম। আমার লাভ হোক আর ক্ষতি হোক,আমি আল্লাহর উপর সন্তুষ্ট।হয়ত আরও বড় ক্ষতির হাত থেকে আল্লাহ আমাকে বাচিয়েছেন।
পরশুদিন আরেকখান বাইক কিনব ভাবছি
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের এদেশগুলো এখনো অনেক ভাল আছে ।
চুরি কে আর দোষ দেয় কারে।
সরি, ইছঁকে চোর না এটা হবে ছিঁচকে চোর ।
তবে এক্ষেত্রে বিশেষ সতর্কতা হিসেবে সাইকেলের সত্বাধিকারীর পেট এক্সেরে করে নিশ্চিত হওয়া প্রয়োজন হঠাৎ ক্ষুদার তাড়নায় ইফতারীর মুহুর্তে সাইকেলের চাকাকে জিলাপী মনে করে নিজের পেঠের বিত্রে ডুকিয়ে দিলো কিনা।
বলা তো যায় না পেটুক মশায়ের সাইকেল বলে কথা!
সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারলেই কল্যাণ, যা আপনি করছেন।
ছি:ছি: ক্যামারা আমাগো কাম-কাইজে অনেক ঝামেলা করে।
তবে চুরি দেখা গেল এখন কত দ্রুত উদ্ধার হতে পারে সেটা দেখা যাক।
আশা করি ফিরে পাবেন। নাপেলে আল্লাহ ভাল কিছু দিবেন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আপনার অনুভুতি মনে হয় এরকম- গানে গানে " কত বাইক করবে চুরি আমি চুরিকে ভয় করি না, সহস্র বার চুরি করলেও আল্লাহর ভরসা কমবেনা"।
নিউইয়র্কে,সাধারনত কালু মামারা বাইক চুরিতে
ওস্তাদ। $৪০০ ডলার লস হলো। ওনেক ষ্টেটে
বাইক রাখার জায়গা থাকে। চাকুরীটা পেলেন নাকি।
মন্তব্য করতে লগইন করুন