ব্লগে আমরা কেন আসি ?
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৩ জুলাই, ২০১৪, ১২:৩১:৪৭ রাত
আমাদের কর্ম ব্যস্ততার মাঝে কিছু সময় থাকে,আর সে সময়ে আমরা ব্লগে আসি। নেকে বেকার,তারা যে কোনো সময়ে আসতে পারলেও মূলত কিছুটা বিনোদনের কারনে আসে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যা বুঝেছি তা হল-এখানে একটু বিনোদনের খোজেই বেশীরভাগ লোক আসে।
আপনারা লক্ষ্য করলে দেখবেন কোনো তত্ত্ব,তথ্য সমৃদ্ধ গুরুগম্ভীর লেখার পাঠক একেবারে নগন্য এবং কমেন্টও কম। কিন্তু ফান জাতীয় পোস্ট রমরমা অবস্থা।
আমাদের ব্রেইন বিনোদন চায়,এ জাতীয় লেখা পড়লে রিলাক্স থাকা যায়,তাই সেসবই বেশী বেশী পছন্দ করে আমাদের মন। এর একটি খারাপ দিক হল-আমরা ভেসে থাকতে চাই বা এটা পছন্দ করি, মূল নিয়ে খাড়া হয়ে থাকতে অনভ্যস্ত হয়ে পড়ি।
অন্তত রমজানে আমরা যেন বেশী বেশী ইসলামী পোস্ট পড়ি এবং চিন্তা করি। আমরা চিন্তা করতে শুরু করলে আমাদের ভেতর পরিবর্তন আসতে শুরু করবে। এটাই একটি সমাজকে বদলে দেওয়ার প্রাথমিক স্তর। রমজান আমাদেরকে সেই সুবিধাটা প্রদান করে।
ব্লগে কয়েকজন ব্লগার অনেক কষ্ট করে কিছু রুটিন তৈরী করেছিলেন,কাকে কি বিষয়ে লিখতে হবে। আমার মনে হচ্ছে সেসব নিয়ে কারো আগ্রহ নেই। কিছু ফান পোস্ট পেলে বোধহয় রমজানটা হাসতে হাসতে পার করে দেওয়া যাবে,এমনটাই ধরে নিয়েছি। আমাদের দেউলিয়াত্বের জন্যে আমরাই দায়ী।
যাইহোক ভাল থাকেন। রমজানে আমরা যেন নিজেদেরকে পূর্বের থেকে আরেকটু আপগ্রেড করতে পারি বা চেষ্টা করি। আমিন !!
কাকে কি বলব,আমি নিজেই অলস.....
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১১ রমযান > সূরা আহযাব: ৩৫ ও ৫৯, ইনশাআল্লাহ...
ভালইত বলতে পারেন। লিখেন না কেন?
সূরা আল-হাশর: ১৮-২১, ইনশাআল্লাহ...
রমাদানে হয়ত অনেকেই আছেন একটু বেশি ইবাদতের উদ্দশ্যে অনলাইনজগতে আসছি না বা কম আসছি! তারপরেই যারা সামানয় সময়ের জন্য আসি সময়টা যেন অহেতুক নষ্ট না হয় সে চেষ্টাই করা উচিত! আমরা যেন পোস্টে এমন কিছু ছবি পোস্ট না করি, বা এমন বিষয় নিয়ে না লিখি কিন্তু যা পর্দার সীমালংঘন করে! রমাদান তো আমাদের সংযমী হওয়ার শিক্ষা দেয় তাই না?
আল্লাহ আমাদের সঠিকবুঝ দান করুন! আমীন!
সুন্দর কাটুক আমাদের রমাদান!
আর একটি বিষয় 'খেলাঘর বাঁধতে এসেছি' নামক কুখ্যাত নাস্তিক এ রামাযানেও ব্লগের পরিবেশ নষ্ট করছে মারাত্মকভাবে। মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি।
মন্তব্য করতে লগইন করুন