কে যেন জিহবার উপর সিলগালা করে দিল !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ জুন, ২০১৪, ১১:২২:২৬ রাত
জিহবার উপর দিয়ে স্বাদের ঝড়ঝাপটা বেশ উপভোগ করছিলাম। রকমারী খাবারের গন্ধে পেট বাবাজিও ছিল সন্তুষ্ট। কিন্তু হঠাৎ করে দেখলাম শয়তানের পাল দৌড়াচ্ছে। এম সচরাচর দেখা যায়না,তাই কৌতুহলী জানতে চাইলাম দৌড়ানোর হেতু কি ? তারা বলল-রমজান আসছে,ফেরেশতারা তাড়াচ্ছে,খানিক বাদেই জেলে ভরবে হয়ত।
বললাম মানব জাতিকে যে জোরে ধাক্কা দিয়েছো,তাতে সে ধাক্কায় রমজান পার হওয়ার পরও তারা গতির উপর থাকবে। বলল-কি যে বলেন, এখন আপনাদের মধ্যেই তো আমাদের রাজা,বাদশাহরা বসে থাকে। আমরা তো তাদের দাসত্ব করছি ইদানিং।
পেছনের জন পড়ি মরি পালানোর সময় বলে গেল-আপনি সাবধান ! বললাম কেন ? উত্তরে বলল-যেই জিহবা বানাইছেন ,তারপরও জিজ্ঞেস করছেন কেন ?? বললাম জিহবা তো আল্লাহ বানাইছে....উত্তরে বলল-ওরে বলদ, আল্লাহ তো আমাদেরও বানাইছে কিন্তু আমরা তো তার দাসত্ব মানিনা।
বললাম- না মেনে আর কতদিন ? তোমাদের লাইনের মানুষদেরও আর বেশীদিন নেই।
জবাবে বলল-আরে মিয়া নিজের চরকায় তেল মারো। রোচার মাসে জিহবায় সিলগালা করা হলে আমাদের মত বিদ্রোহ করে বিপদে পড়োনা। তোমাকে ছোটবেলায় সাথী ভাবতাম বলে উপদেশটা দিয়ে গেলাম,নইলে দিনের বেলা খেতেই বলতাম।
বললাম-হারামজাদা, আমি তোর মত বলদ নাকি ,যে স্রষ্টার সাথে চ্যালেঞ্জ করব !! আমি আমার জ্ঞান দিয়ে বুঝে নিয়েছি যে কি করতে হবে।....
হুহাহাহাহাহাহাহ
কিরে হাসছিস কেন ??
হুম তোমাকে এক কালে ভালবাসতাম বলেই বলছি- তুমি আবারও বিপদগ্রস্ত করলে নিজেকে।
হুম, তা হঠাৎ তুমি করে ভলছিস কেন ? কোনো কু মতলব নেই তো ?
নাহ ওই যে তোমাকে ভাল বাসতাম এক কালে,সে কারনেই...
বললাম কেন ? উত্তরে বলল- তোমার নিজের জ্ঞানের উপর আস্থা রাখলে....হেহেহে আদম সন্তান জানেনা তারা নিজেদের অজান্তে কত বড় বড় বাশ খায়....এটা তোমার অহংকারের প্রকাশ বৈ কিছু নয়....সাবধান আমার গুরুর মত মরো না...
টাসকি খেলাম, তাই তো আল্লাহর প্রতি অবিচল আস্থার স্থলে নিজের জ্ঞানের উপর আস্থা রেখে একটা ক্রেডিট নিলাম। জুতা মার মুখে,জুতা মার...
শয়তান বলল-তোমাকে দারুন এক পরামর্শ দিলাম আর জুতা মারতে চাইছ ?
বললাম, তোমার কপালে তো জুতাও নেই, আর তোমাকে নয় বরং নিজেকে জুতা মারছি।....এটা হল জুতা মেরে অহংকার কমানোর চেষ্টা।
.......................------====
স্যার অামি কিছু করিনি...আমি ওকে ভাল কথা বলেছি...এবার রমজানে আমাকে ছেড়ে দেন স্যার....
কোনো কথা নেই,,,,তোর বসকেও আটক করা হয়েছে।....কিন্তু স্যার আমি তো ছোট শয়তান.....
তুই ছোট কিনা সেটা আমরা জানি....নারায়নগঞ্জের দায়িত্বে তুই ছিলি......
আর থাকলাম না,তবে বুজলাম অহংকারের গলায় পা দিতে হবে। ফেরার পথে শুনলাম জিহবার উপর সিলগালা করা হয়েছে। দিনের বেলা এক মাস কিছু খাওয়া যাবেনা।
কিচ্ছু করার নেই....মালিকের হুকুম। অবশ্য একটু ধৈর্য ধরলেই মালিক যে পুরুষ্কার দিবে,তা ভেবেই জিহবা টেনে ছিড়ে ফেলতে ইচ্ছে করছে।
ভেবেই পুলকিত....পেলে যে কি করব...তা অনুমান করতেও পারছি না.....
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগল।
খুব ভালো লিখেছেন...
রমযানুল মুবারক...
মন্তব্য করতে লগইন করুন