কে যেন জিহবার উপর সিলগালা করে দিল !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ জুন, ২০১৪, ১১:২২:২৬ রাত

জিহবার উপর দিয়ে স্বাদের ঝড়ঝাপটা বেশ উপভোগ করছিলাম। রকমারী খাবারের গন্ধে পেট বাবাজিও ছিল সন্তুষ্ট। কিন্তু হঠাৎ করে দেখলাম শয়তানের পাল দৌড়াচ্ছে। এম সচরাচর দেখা যায়না,তাই কৌতুহলী জানতে চাইলাম দৌড়ানোর হেতু কি ? তারা বলল-রমজান আসছে,ফেরেশতারা তাড়াচ্ছে,খানিক বাদেই জেলে ভরবে হয়ত।

বললাম মানব জাতিকে যে জোরে ধাক্কা দিয়েছো,তাতে সে ধাক্কায় রমজান পার হওয়ার পরও তারা গতির উপর থাকবে। বলল-কি যে বলেন, এখন আপনাদের মধ্যেই তো আমাদের রাজা,বাদশাহরা বসে থাকে। আমরা তো তাদের দাসত্ব করছি ইদানিং।

পেছনের জন পড়ি মরি পালানোর সময় বলে গেল-আপনি সাবধান ! বললাম কেন ? উত্তরে বলল-যেই জিহবা বানাইছেন ,তারপরও জিজ্ঞেস করছেন কেন ?? বললাম জিহবা তো আল্লাহ বানাইছে....উত্তরে বলল-ওরে বলদ, আল্লাহ তো আমাদেরও বানাইছে কিন্তু আমরা তো তার দাসত্ব মানিনা।

বললাম- না মেনে আর কতদিন ? তোমাদের লাইনের মানুষদেরও আর বেশীদিন নেই।

জবাবে বলল-আরে মিয়া নিজের চরকায় তেল মারো। রোচার মাসে জিহবায় সিলগালা করা হলে আমাদের মত বিদ্রোহ করে বিপদে পড়োনা। তোমাকে ছোটবেলায় সাথী ভাবতাম বলে উপদেশটা দিয়ে গেলাম,নইলে দিনের বেলা খেতেই বলতাম।

বললাম-হারামজাদা, আমি তোর মত বলদ নাকি ,যে স্রষ্টার সাথে চ্যালেঞ্জ করব !! আমি আমার জ্ঞান দিয়ে বুঝে নিয়েছি যে কি করতে হবে।....

হুহাহাহাহাহাহাহ

কিরে হাসছিস কেন ??

হুম তোমাকে এক কালে ভালবাসতাম বলেই বলছি- তুমি আবারও বিপদগ্রস্ত করলে নিজেকে।

হুম, তা হঠাৎ তুমি করে ভলছিস কেন ? কোনো কু মতলব নেই তো ?

নাহ ওই যে তোমাকে ভাল বাসতাম এক কালে,সে কারনেই...

বললাম কেন ? উত্তরে বলল- তোমার নিজের জ্ঞানের উপর আস্থা রাখলে....হেহেহে আদম সন্তান জানেনা তারা নিজেদের অজান্তে কত বড় বড় বাশ খায়....এটা তোমার অহংকারের প্রকাশ বৈ কিছু নয়....সাবধান আমার গুরুর মত মরো না...

টাসকি খেলাম, তাই তো আল্লাহর প্রতি অবিচল আস্থার স্থলে নিজের জ্ঞানের উপর আস্থা রেখে একটা ক্রেডিট নিলাম। জুতা মার মুখে,জুতা মার...

শয়তান বলল-তোমাকে দারুন এক পরামর্শ দিলাম আর জুতা মারতে চাইছ ?

বললাম, তোমার কপালে তো জুতাও নেই, আর তোমাকে নয় বরং নিজেকে জুতা মারছি।....এটা হল জুতা মেরে অহংকার কমানোর চেষ্টা।

.......................------====

স্যার অামি কিছু করিনি...আমি ওকে ভাল কথা বলেছি...এবার রমজানে আমাকে ছেড়ে দেন স্যার....

কোনো কথা নেই,,,,তোর বসকেও আটক করা হয়েছে।....কিন্তু স্যার আমি তো ছোট শয়তান.....

তুই ছোট কিনা সেটা আমরা জানি....নারায়নগঞ্জের দায়িত্বে তুই ছিলি......

আর থাকলাম না,তবে বুজলাম অহংকারের গলায় পা দিতে হবে। ফেরার পথে শুনলাম জিহবার উপর সিলগালা করা হয়েছে। দিনের বেলা এক মাস কিছু খাওয়া যাবেনা।

কিচ্ছু করার নেই....মালিকের হুকুম। অবশ্য একটু ধৈর্য ধরলেই মালিক যে পুরুষ্কার দিবে,তা ভেবেই জিহবা টেনে ছিড়ে ফেলতে ইচ্ছে করছে।

ভেবেই পুলকিত....পেলে যে কি করব...তা অনুমান করতেও পারছি না.....

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240141
২৯ জুন ২০১৪ রাত ১১:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ জুন ২০১৪ দুপুর ১২:০০
186384
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
240144
২৯ জুন ২০১৪ রাত ১১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শয়তান আমাদের আশে পাশেই আছে। চেষ্টা করে দিনের বেলা কিছু লোভ লাগাইতে।

ভাল লাগল।
৩০ জুন ২০১৪ দুপুর ১২:০০
186385
দ্য স্লেভ লিখেছেন : হুমম ঠিক Happy
240147
২৯ জুন ২০১৪ রাত ১১:৪৮
ভিশু লিখেছেন : এন'গঞ্জের দায়িত্বে...হা হা হা... Love Struck
খুব ভালো লিখেছেন...Happy Good Luck
রমযানুল মুবারক...Praying Rose
৩০ জুন ২০১৪ দুপুর ১২:০১
186386
দ্য স্লেভ লিখেছেন : রমযানুল মুবারকHappy Happy Happy Happy
240160
৩০ জুন ২০১৪ রাত ০১:২২
প্যারিস থেকে আমি লিখেছেন : শয়তানদের না হয় জেলে পুরা হবে কিন্তু মানুষ শয়তানদের কি হবে ? ব্লগেও কিন্তু শয়তান আছে।
৩০ জুন ২০১৪ দুপুর ১২:০১
186387
দ্য স্লেভ লিখেছেন : শয়তানি আর কত দিন !!!
240170
৩০ জুন ২০১৪ রাত ০২:৪৯
আফরা লিখেছেন : ডানে বামে ,সামনে ,পিছনের সব শয়তান থেকে পানাহ চাই ।রমযানুল মুবারক ভাইয়া ।
৩০ জুন ২০১৪ দুপুর ১২:০২
186388
দ্য স্লেভ লিখেছেন : ....এবং উপর -নীচ শয়তান থেকেও পানাহ চাই.. Happy রমযানুল মুবারকGood Luck Good Luck Good Luck
240208
৩০ জুন ২০১৪ সকাল ১০:০০
প্রেসিডেন্ট লিখেছেন : রামাদান হোক তাকওয়া অর্জনের মাধ্যম। আল্লাহ আমাদের সঠিকপথে পরিচালিত করুন।
৩০ জুন ২০১৪ দুপুর ১২:০২
186389
দ্য স্লেভ লিখেছেন : আমিন
240226
৩০ জুন ২০১৪ সকাল ১১:৩৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ইদানিং শয়তানরাও দেখি কেমন যেন শয়তান হয়ে গেছে। কুনো খানাপিনে নেই!!!
৩০ জুন ২০১৪ দুপুর ১২:০৩
186390
দ্য স্লেভ লিখেছেন : হুমম,ইয়া আল্লাহ গ্যাঞ্জামের খাদ্যের ব্যবস্থা করুন !!
০৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৯
187320
সুমাইয়া হাবীবা লিখেছেন : হুমম..গ্যাঞ্জামের মুখখানা কেমুন শুকিয়ে গেছে!! Yawn Yawn
240227
৩০ জুন ২০১৪ সকাল ১১:৪০
আহমদ মুসা লিখেছেন : খু্ব ভাল লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।
৩০ জুন ২০১৪ দুপুর ১২:০৩
186391
দ্য স্লেভ লিখেছেন : রমযানুল মুবারক Happy
240563
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:০৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : য়তানকে এমন বাঁশ যদি সবসময় দেয়া যেত..আহা.. Day Dreaming Day Dreaming Day Dreaming
০১ জুলাই ২০১৪ রাত ১০:১৬
186816
দ্য স্লেভ লিখেছেন : দুবার লিখলেন, তার মানে কি বাশ একাধিকবার দেওয়া ভাল ??? Happy আপনার ঠিকানা কন,একটা বায়ো পাঠাই....
০৩ জুলাই ২০১৪ রাত ০১:২৯
187158
সুমাইয়া হাবীবা লিখেছেন : হুমমম..তাতো লাগবেই। বাট দেই ক্যামনে!:Thinking :Thinking :Thinking আপনার ফেসবুক আইডি বা আদারস কিছু যাই হোক কিছু একটা প্রকাশ করেন দেখি তাড়াতাড়ি।
০৩ জুলাই ২০১৪ দুপুর ১২:০৭
187268
দ্য স্লেভ লিখেছেন : https://www.facebook.com/mohammadaslam.khan.7146?ref=tn_tnmn
১০
240564
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:০৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : শয়তানকে এমন বাঁশ যদি সবসময় দেয়া যেত..আহা.. Day Dreaming Day Dreaming Day Dreaming
১১
240766
০২ জুলাই ২০১৪ রাত ০১:০৩
রাইয়ান লিখেছেন : ভালো লিখেছেন ..... Good Luck
০২ জুলাই ২০১৪ সকাল ০৯:১৬
186899
দ্য স্লেভ লিখেছেন : খারাপ বললে তার খবর আছে Smug Smug Smug Smug
০৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৭
187319
সুমাইয়া হাবীবা লিখেছেন : না নাহ! Surprised Surprised কেউ বলবেনা! আপনার বাচ্চা শয়তান কাহিনী সবার পড়া আছে!Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File