গত রাতে স্বপ্ন দেখলাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৭ জুন, ২০১৪, ১০:৩৭:৫০ সকাল
রাতে স্বপ্ন দেখলাম। বেশ খানিকটা ভুলে গেছি,তবে যা মনে আছে তা হল:
আমি এক অতি চমৎকার স্থানে গিয়েছি। চারিদিকে চমৎকার পরিবেশ। সামনে একটি দারুন লেক এবং লেকের পাশে তিনটি অতি চমৎকার গাছ। আমি আকাশের দিকে তাকালাম, ওহ সত্যিই দারুন লাগল। চমৎকার হাওয়া বইতে লাগল। সবুজ পরিবেশ। আমি একটি গাছে চড়ে বসলাম। গাছের উপরের ডালে বসে প্রকৃতি দেখতে ভাল লাগছিল। মনে হল যেন চেয়ারে বসে আছি।
দারুন সেই পরিবেশে হঠাৎ দেখলাম আকাশ দিয়ে অনেকগুলো অতিশয় চমৎকার পাখি উড়ে যাচ্ছে। সেগুলো আমার সামনে হয়ে মাখার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এমন পাখি আর কখনই দেখিনি। হঠাৎ পাখি ধরতে ইচ্ছে হল। আমি হাত উচু করলাম মাথা বরাবর,আর অমনি একটা পাখি নীচে নেমে এসে ধরা দিল। আমি পাখিটাকে দেখতে থাকলাম। আমি তাকে আদর করতে থাকলাম। পাখিটা ঘুঘুর চাইতে একটু বড় কিন্তু লম্বাটে ধরনের। খানিক পর অনেক মানুষ গাছে উঠে বসল,আমি বিরক্ত হলাম এবং নীচে নেমে আসলাম।
আজ একটা সুবিশাল কোম্পানীতে চাকুরীর ইন্টারভিউ দিলাম। এদেশে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে মাথার ঘাম সত্যিই পায়ে পড়ে। দুই অফিসার মিলে বহুক্ষণ ধরে নানামুখী প্রশ্নে জর্জরিত করল। আলহামদুলিল্লাহ ভাল করেছি। আল্লাহর কাছে এই চাকুরীটা চাচ্ছি। আপনারা দোয়া করেন,জাতে চাকুরীটা পাই। যদি আল্লাহ এটা না দেন, তবে ভাবব-হয়ত এখানে আমার জন্যে কল্যান ছিলনা। আমি আমার রবের প্রতি সর্বদা সন্তুষ্ট। আপনারা ভাল থাকুন।
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রাইভেট কোম্পানী হয়, তা হলে চাকুরীর ইন্টারভিউ নেয়, অভিজ্ঞতার আলোকে।
ইন্নাশা আল্লাহ চাকুরী পেয়ে যাবেন।
ওখানের, ষ্টেট, সিটি, এবং কাউন্টি হলো
সরকারী প্রতিষ্ঠান। ওখানে অন লাইনে জবে আবেদন করতে পারেন। টেকনিক্যাল বেক গ্রাউন্ড থাকলে তাড়াতাড়ি পেতে পারেন।
অফ টপিকঃ ভাই স্বপ্নে আকাশ থেইকা পরেন নাই? না পড়লে স্বপ্নে দেখার মজা নাই।
এই লনঃ
আর তখনি নিচ থেকে উঠা রাহ'বার পুরো পাখিটা খেয়ে ফেললো।
ইয়াম্মি।
জাজাকাল্লাহ ।
আপনার চাকুরীটা হোক দোয়া করি।
হা হা হা
গ্যাঞ্জাম তো দেখি ভালভাবেই লাগছে!!! আমি এখানে আর নেই, মুই গেলাম চইল্যা!!!
আমিও তার কমেন্ট বক্সে কথাটার উত্তর না লিখলে হয়তো সে আমার দেয়া প্রতি উত্তর জানতে পারতো না, তাই আমি তার কমেন্ট বক্সেই প্রতি উত্তর দিয়েছি। এটা অবশ্য ব্লগের সমস্যা। ব্লগারের সমস্যা নয়। কারো প্রতি উত্তরের নিচেই যদি অন্য কারো উত্তর লিখে তখন সংশ্লিষ্ট ব্লগারের নোটিশ বোর্ডে উত্তরটা শো করে না। এ জন্যই আমি তার মন্তব্যের ঘরে কথাটা লিখেছি। আশা করি এবার বুঝাতে পেরেছি। ধন্যবাদ উভয়কেই
এখানে খাদ্যের বিনিময়ে দোয়া বিতরণ করা হয়। যাদের দোয়ার প্রয়োজন তারা তারাতারি যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়ঃ
............
............
............
রিপোর্ট করুন
মন্তব্য করতে লগইন করুন