দিনটা দারুন কাটল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ জুন, ২০১৪, ১১:২২:০৯ সকাল
আজ এবং আগামীকাল বন্ধ। সকালে ২য় ইনিংসের ঘুম থেকে ১০টায় উঠলাম। তারপর নেটে ঢুকলাম। ১২টা পর্যন্ত থাকলাম, ক্ষুধা লাগল। সামনে দেখলাম বড় এক কেক। বেশ খানিকটা সাবাড় করলাম। নতুন একটা চাকুরীর জন্যে দৌড়াচ্ছি,সে কাজে দৌড়াতে যাব। .....এমন সময় এক বন্ধুর সাথে রাস্তায় দেখা। সে হর্ণ বাজিয়ে আমার দৃষ্টি আকর্ষন করল। সাইকেল টা বাসায় রেখে তার গাড়িতে চড়লাম।
কর্ভালিসে ভারতীয় এক স্টোরে গিয়ে রমজানের কেনাকাটা করলাম। তারপর এক ভারতীয় রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলাম। ততক্ষনে পেটের কেকটি মোটামুটি ভ্যানিশ হয়ে গেছে। সব ভারতীয় রেস্টুরেন্টই হালাল মাংস রান্না করে। অনেক আইটেমের ভেতর থেকে পোলাও,খাশির মাংস আর ভেজিটেবল ফ্রাইটা বেশী পছন্দ হল। এবার এমন খাওয়া খেলাম যে, নিশ্চিত মনে হল ওরা আমার কাছ থেকে লাভ করতে পারেনি।...
দুটো বাইকের দোকানে গেলাম। কিন্তু ভাল সাইকেলের দাম ৫৫০ থেকে ৩০০০ ডলারের মধ্যে। কত রকমের সাইকেল যে দুনিয়ায় আছে,তা না দেখলে বোঝা যাবেনা। কিন্তু দামের ব্যাপারটি নিছক বাড়াবাড়ি। তবে সাইকেলগুলো দেখলেই পছন্দ হবে। একেবারে চকলেট মার্কা জিনিস। .....
চলে গেলাম লেবানন। সেখানে অপেক্ষাকৃত কম দামে চিত্রের সাইকেলটি কিনে নিলাম। একটা পুরোনো সাইকেল আছে,তা দিয়ে কাজও চলছিল। কিন্তু হঠাৎ করে নিজেকে সামলাতে পারলাম না। এর চাকা একেবারেই চিকন এবং বড় আকৃতির,গতি বেশ। আমি আজ বিকেলে চালালাম। আহ যা মজা লাগল !!!
বিকেলে পার্কে দৌড়ালাম বেশ খানিকক্ষন। বেশ ক্ষুধা লেগেছে। আজ রান্না হবে ছোলার ডাল আর ডিম। আহ ভাবতেই আরাম লাগছে। পকেটে তেমন পয়না না থাকলেও যে জীবনটাকে আনন্দে উপভোগ করা যায়,তা আমাকে দেখে শেখা উচিৎ মানুষের । আমি মানুষিকভাবে প্রচন্ড ধরনের সুখী একজন মানুষ। দু:খের ঘটনা ঘটেনা তা নয়, কিন্তু পাত্তা দেইনা। আমি আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে সর্বদা সুখী। শুকরিয়া জানানোর ক্ষেত্রে আমার মারাত্মক সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহ আমার উপর সর্বদা শুধু দয়াই করেন। আমি আল্লাহর প্রতি মারাত্মক সন্তুষ্ট। তিনি যেন আমাকে একাল,ওকাল,সবকালে সুখী ও শান্তিতে রাখেন।
আপনাদের সকলের জন্যে দোয়া রইল।
বিষয়: বিবিধ
১৪২৩ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কলেজ জীবনে বিভিন্ন নামের সাথে, নামকরা সাইকেল মেকানিকের পদবী টাও পেয়ে যাই। দুই ঘন্টার মধ্যেই একটি সাইকেল কে পুরোপুরি খুলে বাধাই করতে পারতাম। কলেজ জীবনের দুই ঘন্টা ছুটির ফাঁকে, একটি নামকরা গ্যারেজে রক্ষিত কলেজ ছাত্রদের সাইকেল গুলো মেরামত করে দিতাম। পরে কলেজের ক্লাশে যোগ দিতাম। সাইকেল মেরামতের পয়সা দিয়ে ছাত্রজীবনে রাজার হালতে চলতাম।
একদা আবুধাবীতে একটি সুন্দর সাইকেল দেখে দাম জিজ্ঞাসা করে আমি যেন বেকুপ হয়ে গেলাম। দাম বল ২২ হাজার দেরহাম, কোন ডিসকাউন্ট দেওয়া যাবেনা। বাংলাদেশে যার বর্তমান মূল্য দাড়ায় ৪ লক্ষ ৬৮ হাজার টাকা মাত্র!
বলা তো যায় না আইজ্যাক নিউটনের মত নিজের স্ত্রীর হাতটাও খাওয়া শুরু করে না দেন যেন আবার!!
চলুন সবসময় মহান আল্লাহর শুকরিয়া আদায় করি! তিনি বলেন:
ফাজকুরুনি আযকুর্কুম...
৩০০০ ডলারের মধ্যে একটা ভাল গাড়ী পেয়ে
যেতেন। আপনার ওখানে বাইক পাথ রয়েছে কিনা জানি না। অনেক ষ্টেটে বাইক পাথ রয়েছে। কোন কোন ষ্টেটে নেই। সাইড ওয়াকের উপর দিয়ে চালাতে হয়। রাস্তা দিয়ে চালানো বিপদ জনক। যে কোন সময় জীবন নামক যন্ত্র নিভে
যেতে পারে।
আহ সাইকেল উহ সাইকেল
চড়লে সাইকেল মজা
মাঝে মাঝে এক্সিডেন্টে
পড়লে ভাংগে মাঝা।
অরগনের সবচেয়ে বড় বাইক সড়ক। ২১ মাইল লম্বা। স্বপন ভাইয়ের সাথে একমত। রাস্তায় ট্রাফিক খুব বেশী। মেপ দেখুন। লেখা খুব ভাল হয়েছে। ইন্ডিয়ান বাফে খুব ভাল, আমাদের এখানে
$১৫ ডলারের মত।
আমি নিজে খুব একটা ভাল সাইক্লিষ্ট নই। তবে মাঝে-মাঝে গন্তব্যহীনভাবে প্যাডেল মারতে ভালই লাগে।
মন্তব্য করতে লগইন করুন