ঘটনাটা শুনে হাসবেন নাকি কাঁদবেন সেটা আপনার ব্যাপার !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৮ জুন, ২০১৪, ০৭:০০:২৭ সন্ধ্যা
আঙুল ফুলে মোটা হয়েছে কলাগাছটা
কুত্তার বাচ্চায় ভরে গেছে গোটা দেশটা
আর আমি তালের লাঠিতে তেল মাখিয়ে রেখেছি
হারামজাদা, কবে আসবি, কবে তোর ছুটি ?
ছুরিটা তার পকেটে ছিল
ভাঙা আর রক্তে ভেজা
অাব্বা, ওরা কয় নপুংসক করে দেবে
ধর্ষণে, হত্যায় সেঞ্চুরি করতে দেবে না
তা কি হয় ?
তাইতো আমার দেরী হচ্ছে....
যাইহোক প্যাচাল বাদ দিয়ে কাজের কথায় আসি। এক সময় সামু ব্লগে কিছুদিন লেখালিখি করেছিলাম। তখন বেশ কিছু আঁতেলও দেখেছি। কিন্তু ব্লগারদের আচরণ, কমেন্ট, রুচি আমার তেমন ভাল লাগেনি। লক্ষ করলাম একটা গ্রুপ আছে, যারা ইসলাম বিদ্বেষী অথবা তথাকথিত প্রগতিশীল। তারা নিজেরা নিজেদের লেখায় বেশ প্রশংসা করে। অনেক কবিও পেলাম এবং তারা কবিত্বও বেশ ফলাচ্ছে দেখলাম। আর আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপল।
ঢাকায় আমার বইয়ের একটা মোটামুটি বড় সংগ্রহশালা ছিল। আমি সেখানে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কাব্যগ্রন্থ পেলাম। সেখান থেকে বেশ কয়েকটা কবিতা পছন্দ করলাম এবং কিছুদিন নিয়মিত আপলোড করলাম। আমার উদ্দেশ্য ছিল উহারা কবি নাকি কাক সম্প্রদায় তা দেখা...
দেখলাম অনেক আঁতেল এবং কবি কমেন্ট করেছে। কেউ কেউ আমার লেখা কবিতার প্রশংসা করেছে, কেউ লেখাটা আরও আপগ্রেড করার পরামর্শ দিয়েছে, আর কেউ ভুল ধরেছে।...
ভাবলাম ভাবুক সম্প্রদায় , যারা রবীন্দ্র চর্চা ছাড়া কিছুই বোঝেনা, তাদের এ কি হাল !! স্বয়ং কবি গুরুর ভুল ধরা !!! শুধু তাই নয় ভুল শুধরে দেওয়ারও চেষ্টা....
বুঝে গেলাম এরা গলাবাজ কাক সম্প্রদায় !!! হঠাৎ ঘটনাটা মনে পড়াতে হাসছিলাম। ভাবলাম শেয়ার করি। আপনারা হাসবেন নাকি কাঁদবেন তা আপনাদের বিবেচনা....
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইদানিং কপালে খাওয়া দাওয়া জুটছে না তেমন।
আমি ও টানা ৩ বছর ওখানে লিখেছি। শেষের দিকে কিছু লিখলেই ঐ কুত্তার বাচ্চাগুলু সিন্ডিকেট করে গালাগালি করতো। ব্লগ কতৃপক্ষ ও (বিশেষ করে জনা)এক কাঠি সরেস! শেষ পর্যন্ত আমাকে ব্যান করলো।
মজার ব্যাপার হলো টেকনিক্যাল ত্রুটির জন্য আমাকে ব্লক করা হলে ও আমি কমেন্ট করতে পারছিলাম। বিষয়টা যখন আবিস্কার করলাম আমি ঝড়ের বেগে বিশাল সাইজের কমেন্ট (কাট-পেষ্ট)করা শুরু করলাম। ৫-৬ ঘন্টা ধরে ৫ শতাধিক কমেন্ট করে বারোটা বাজিয়ে দিয়েছিলাম।
আমার কমেন্ট করা নিয়ে কান্নাকাটি করে বেশ কিছু পোষ্ট ও দেয়া হয়েছিল।কতৃপক্ষ আশ্বস্ত করছিলেন টেকনিক্যাল ত্রুটির জন্যই এমন টা হচ্ছে।
যদি আরেক দিন সময় পেতাম তবে বারোটা বাজিয়ে দিতাম। অটোমেটেড কমেন্ট করে ফ্লাডিং করার জন্য আমি স্ক্রীপ্ট রেডি করেছিলাম। ২০ ডলারে ODesk থেকে একজন কমেন্টার ও হায়ার করেছিলাম।
দেখি মাথায় ভূত চাপলে প্রতিশোধ আমি ঠিকই নেব!
আর এই তথাকথিত রবিন্দ্রপ্রেমিকরা রবিন্দ্রনাথের কাব্য বা সংগিতের প্রেমিক নন। এরা হ্ইলেন রবিন্দ্রনাথকে গুরুদেব বানানর প্রেমিক।
এরা কেমন লিখে এবং এদের মন মানসিকতা কেমন তা সাইবার জগতে যারা নিয়মিত তারা জানেন । আর যেহেতু সামু এদেরকে পেট্রোনাইজ করে তাই সামুর মেন্টালিটি এদের মতই ।
সামুতে যারা আসে তারাও প্রাক্তনদের ছোঁয়ায় সে মানসিকতার হয়ে পড়ে ।
চেতনার বিরাট এক ফেরিওয়ালা এই ব্লগ । আবার প্রতারনারও । কলম দাদুকে নিয়ে সামুর ব্লগারদের মজা চাখা খুব বেশী দূরের কথা নয় । এদেরকে প্রতারনা করার প্লট সামুই করে দেয় ।
এখন সামুতে ভিজিট করেন দেখবে কমেন্টের তুলনায় এদের পোস্ট অনেক বেশী । ০-৩/৪ টা কমেন্ট পাওয়া যাবে পোস্ট প্রতি । ২০ মিনিটেই প্রথম পাতা শেষ হয়ে যায় ।
এখানে সবাই নিজেকে রাজা ভাবে , তাই পোস্ট বেশী এবং মন্তব্য কম ।
মূলত এরা আওয়ামী ও বাম মাইন্ডেড । চরিত্রও একই রকম । ভিন্নমত সহ্য করতে পারে না ।
তবে এখন কিছু কিছু ব্লগার আসছে কিছুটা ভিন্ন ধারার মনোভাব নিয়ে ।
লীগ মাইন্ডেড ব্লগাররা খুব সহজে পার পেয়ে যায় না এখন ।
তবে তারা সবাই জামাত-শিবিরের ব্যাপারে একাট্টা।
আগে ধারনা ছিল যে, গালাগালির জন্য বাংলা তেমন যুতসই ভাষা নয়। সামুতে এসে সে ভুল ধারনা ভেঙ্গে যায়। গালাগালি যে কত রকমের হতে পারে তার জ্ঞান সামু থেকেই শিখা।
মন্তব্য করতে লগইন করুন