নৃশংস হত্যাকান্ডের গল্প

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ জুন, ২০১৪, ১১:০৮:৩৮ সকাল



**প্রথম মাস**

হ্যালো আম্মু.....!!

কেমন আছো তুমি?

জানো আমিএখন

মাত্র

৩-৪ইঞ্চি লম্বা!!

কিন্তু হাত-

পা সবই

আছে, তোমার

কথা শুনতে পাই,

ভালো লাগে শুনতে।

তুমি আমাকে খুব ভালবাস, তাই না ?

**দ্বিতীয় মাস**

আম্মু,আমি হাতের

বুড়ো আঙ্গুল

চুষা শিখেছি,

তুমি আমাকে দেখলে এখন

বেবি বলবে!

বাইরে আসার

সময়

এখনো হয়নি আমার,

এখানেই উষ্ণ

অনুভব করি খুব। আমি ভাল আছি।

**তৃতীয় মাস**

আম্মু

তুমি কি জানো -আমি একটা মেয়ে?

পরী পরী লাগবে আমাকে।

আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে।

তুমি মাঝে মাঝে কাঁদো কেনো আম্মু?

তুমি কাঁদলে আমারও

কান্না পায়...

আমি তোমাকে অনেক ভালবাসি আম্মু !!

**চতুর্থ মাস**

আমার মাথায়

ছোট্ট ছোট্ট চুল

গজিয়েছে আম্মু

আমি হাত-পা ভালো ভাবে নাড়াতে পারি,

মাথা নাড়াতে পারি,

অনেক কিছুই

করতে পারি

তোমাকে দেখাব সব,আমি কিকি করতে পারি।

**পঞ্চম মাস**

আম্মু

তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে?

কি বলেছে ডক্টর?

আমি তার

কথা শুনতে পাইনি,

তোমার

কথা ছাড়া আমি কারো কথা শুনতে পাইনা।

তোমার কথা শুনতেই আমার ভাল লাগে।

আরো অনেকের সাথে তুমি কথা বলেছো। তাদের কথা শুনে তুমি কেঁদেছো। তুমি কাঁদলে আমারও কান্না পায়। আম্মু অনেক সময় মানুষ খারাপ বুদ্ধি দেয়, সব কথা শুনো না।

**ষষ্ঠ মাস**

আম্মু তুমি খুব কষ্ট পাচ্ছ কেন ?

আবারও ডাক্তারের কাছে কেন এসেছো ?

আম্মু আমি অনেক

ব্যথা পাচ্ছি আম্মু,

ডক্টর সুঁচের

মতো কি যেনো আমার

শরীরে ঢুকাচ্ছে,

ওদের থামতে বলো আম্মু..আমি অনেক ব্যাথা পাচ্ছি।

আম্মু আমি কি তোমার সাথে অন্যায় করেছি ? অযথা নড়াচড়া করে তোমাকে ব্যাথা দিয়েছি ?

আম্মু তুমি কি আমাকে পছন্দ করনি ?

কিন্তু আমি তোমাকে ভালবাসি। আমি তোমার সাথে থাকতে চাই। তুমি কি আমাকে আলাদা করতে চাও ?

আমি তোমাকে ছেড়ে কথাও

যাবোনা আম্মু...

আমাকে এভাবে ব্যাথা দিওনা। আমি প্রচন্ড ব্যাথা পাচ্ছি। আমাকে আসতে দাও আম্মু। দেখ, আমি তোমার সাথে কখনও খারাপ আচরণ করব না। তুমি যা বলবে,তাই করব। কখনও তোমার অবাধ্য হব না।

আমি বাঁচতে চাই আম্মু ! ওদের কথা শুনো না। আল্লাহকে ভয় কর !! ........আমি প্রচন্ড ব্যাথা পাচ্ছি আম্মু........আমাকে ব্যাথা দিওনা........আমাকে খুব কোমলভাবে সৃষ্টি করা হয়েছে.....

**সপ্তম মাস**

আম্মু কেমন

আছো?

আমি এখন

জান্নাতে আছি,

একটা এন্জেল

আমাকে নিয়ে এসেছে,

এন্জেল

বলেছে তোমাকে এবরশন

করতে হয়েছে।

তুমি আমাকে কেনো চাওনি আম্মু?

আমি ব্যাথা পেয়েছিলাম প্রচন্ড কিন্তু বিশ্বাস কর, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি ভাল থেকো আম্মু !!

বিষয়: বিবিধ

১৮৪৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234996
১৫ জুন ২০১৪ সকাল ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মর্মস্পর্সি লিখা!!
ছবিটা আরোবেশি।

বাদ দিলে ভাল হয়।
235007
১৫ জুন ২০১৪ সকাল ১১:৩৮
আহ জীবন লিখেছেন : কেদে ফেললাম।
235008
১৫ জুন ২০১৪ সকাল ১১:৪২
হতভাগা লিখেছেন : যেহেতু ৬ মাস পর্যন্ত গড়িয়েছে এবং কয়েকটা ফলো আপও আছে সেহেতু এটা Threatened abortion এর কেস হতে পারে ।

এতে বাচ্চা ও মা উভয়েরই জীবন সংকটাপন্ন হয় বিধায় মাকে সেভ করা হয় বাচ্চার জীবনের পরিবর্তে ।
১৫ জুন ২০১৪ সকাল ১১:৫০
181641
হতভাগা লিখেছেন : http://medical-dictionary.thefreedictionary.com/threatened+abortion
235011
১৫ জুন ২০১৪ সকাল ১১:৪৮
নূর আল আমিন লিখেছেন : আর কত ভ্রুন হত্যা?
235028
১৫ জুন ২০১৪ দুপুর ১২:১৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মানুষের জীবন কেন এত মূল্যহীন? কবে হবে আমাদের সুবুদ্ধি?
235032
১৫ জুন ২০১৪ দুপুর ১২:২০
ইমরান ভাই লিখেছেন : ইশ Worried Worried Crying Crying বাচ্চাটা আমাকে দিলে আমি পালতাম স্লেভ ভাই...... Day Dreaming Day Dreaming
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
182020
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনের কি দরকার! আমার মত অনেকেই আছেন। তাদের দিলেইতো হয়...Praying Praying
১৬ জুন ২০১৪ রাত ১০:৪৫
182114
দ্য স্লেভ লিখেছেন : যে সময় চলছে,,এরকম বাচ্চা নিতে ট্রাক লাগবে...
235069
১৫ জুন ২০১৪ দুপুর ০১:৩৫
egypt12 লিখেছেন : বাচ্চা জান্নাতে গিয়ে মায়ের জন্য জাহান্নাম অবধারিত করে দিল
:(
235344
১৬ জুন ২০১৪ দুপুর ১২:১৬
আতিক খান লিখেছেন : অনেক কষ্টের লেখা। এবরশন বাদ দিলাম, জীবিত বাচ্চাকেও ছুঁড়ে ফেলা হচ্ছে। সাধারনত ৩ মাসের মধ্যে না চাওয়া বাচ্চাগুলোর এবরশন হয়। ৬-৭ মাসের গুলো মায়ের জীবনের নিরাপত্তা শঙ্কায় হয়। ছবিটা ভয়ঙ্কর ভাই, ভুলতে সময় লাগবে। মানুষ এখন পশুর চেয়েও অধম।
১৬ জুন ২০১৪ রাত ১০:৪৬
182115
দ্য স্লেভ লিখেছেন : হুমম দেখেন অার ভাবেন কতটা যালিম !!
235464
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১১
সুমাইয়া হাবীবা লিখেছেন : পাশের বাসা থেকে ডিম ভাজার দারুন সুঘ্রান পাচ্ছিলাম। ভাবলাম আপনাকেও ঘ্রান নেয়ার নিমন্ত্রন দেব। কিন্তু পুরো লেখাটা পড়ে ডিমের ঘ্রান আর পাচ্ছিনা। জাহান্নামের মাংস পোড়ার তীব্র,কটু গন্ধ পাচ্ছি!
১৬ জুন ২০১৪ রাত ১০:৫১
182116
দ্য স্লেভ লিখেছেন : একটি ব্যভিচার এবং একটি হত্যাকান্ড,এর মধ্যে হত্যাকান্ডটি নৃশংস। দুটোই হারাম কিন্তু ব্যভিচার ক্ষমার যোগ্যও বটে। আল্লাহ ক্ষমাশীল। কিন্তু একটি পাপকে মানুষের কাছে ঢাকতে গিয়ে যে পাপটি করা হল,তার ক্ষেত্রে ক্ষমাটা কঠিন। জাহেলিয়া নিয়ে আমি পড়াশুনা করেছি লেখার প্রয়োজনে। বিশ্বাস করেন-সেখানে আমি তাদেরকে অনেক ক্ষেত্রে মহান হিসেবে পেয়েছি
১০
236031
১৮ জুন ২০১৪ রাত ০১:৪৬
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : বেবিদের দোষ কি?
অবৈধ বেবি আসলে দোষী না,দোসী তাদের বাবা মা।এটা আমরা মুসলিমরা বুঝার চেষ্টা করি না,এটা আমাদের বুঝা উচিত।
আমার জানা এক স্পানিস মহিলার মেয়ের এরকম বিয়ে ছাড়া মেয়ে বেবি হল,আমি জিজ্ঞেস করলাম কবে তুমার মেয়ে বিয়ে করল,বলে বিয়ে করে নাই।আমি অবাক হওয়ার বঙ্গিমায় বললাম বিয়ে ছাড়া!!!মহিলা আমায় বলে,সব বাচ্চাই সমান।খ্রিস্তান মহিলা জানে উনার মেয়ে ভুল করেছে,তাই বলে বাচ্চা ফেলব কেন?
আমাদের মুসলিমদের এটা বুঝা উচিত।
১৮ জুন ২০১৪ সকাল ০৯:২৬
182629
দ্য স্লেভ লিখেছেন : জি ভাল বলেছেন,বাচ্চার দোষ নেই
১১
236940
২০ জুন ২০১৪ রাত ১০:০৯
অজানা পথিক লিখেছেন : ওপস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File