প্রথমবার আমার মা কিছু চাইল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ মে, ২০১৪, ১১:০০:৩৮ রাত
আমি জন্মের পর হতে একেবারে ডিমান্ডলেস যে ভদ্র মহিলাকে চিনি,তিনি আমার মা। জীবনেও তার প্রয়োজনের কথা কাওকে বলেননি। অবশ্য তার সাধারণ প্রয়োজন অপূর্ণ ছিলনা। কিন্তু সে চাইতে পারেনা।
আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তাকে কিনে দিলে খুশী হত। কিন্তু আমার ছোট বোনের উপর দায়িত্ব দিয়েছিলাম,তার কোনো কিছু চাওয়া থাকলে আমাকে যেন জানায়। সেও আরেক কাঠি সরেশ। বলল-তার কিছু চাওয়ার থাকলে সেটা আমি দেখব। বললাম,তোর দেখার দরকার নেই,আর দেখলেও আমাকে আগে জানাস। সে বলল ঠিক আছে।
আজ সকালে ছোট বোন আমার জন্যে ৪০টা টাই পাঠালো কুরিয়ারে,কারন আমি এখানে কাজের জন্যে টাই পরি। ভাল লাগল। হঠাৎ সে বলল-ভাইয়া ! মা তো কিছু একটা চাচ্ছে মনে হল। সে কারো বাড়িতে গিয়েছিল,সেখানে তাদের একটা দামী ডাইনিং টেবিল দেখেছে,বিষয়টা আমাকে বলেছে। বললাম, দাম কোনো ব্যাপার না। আগামী এক তারিখে টাকা পেয়ে যাবি....
কথাটা বলেই এত ভাল লাগল,যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই দূর দেশে আপন বলতে এই ব্লগের ব্লগাররা। পরক্ষনে চিন্তা হল। ডাইনিং টেবিলটা কিনে দিলে মাস খানেক আমি ফকির হয়ে থাকব। কিন্তু এটা ফাউল চিন্তা,আমি যে তৃপ্তী পেয়েছি,তার কাছে টাকা একেবারে তুচ্ছ। কখনও কখনও ফকির হয়েও যে আনন্দিত হওয়া যায় তা আমি উপলব্ধী করতে পারছি।
মনে খুশী হচ্ছে। উথলে উঠছে। খুশীর বমি করব এই বমির স্বাদটা দারুন !!! আমার মা খুশী থাকলে আল্লাহ খুশী। আল্লাহ খুশী মানে...হু হাহাহা....হাহা......
বিষয়: বিবিধ
১৫২৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
। কিন্তু এটা ফাউল চিন্তা,আমি যে তৃপ্তী পেয়েছি,তার কাছে টাকা একেবারে তুচ্ছ। কখনও কখনও ফকির হয়েও যে আনন্দিত হওয়া যায় তা আমি উপলব্ধী করতে পারছি।
অসাধারণ । ভাইয়া । ভাল লাগছে ।শেয়ারের জন্যি ধন্যবাদ অন্নেক ।
অনেক ধন্যবাদ
এত্ত দামী জিনিস ব্যবহার করাটা মনেহয় "এসরাফ" হয়ে যাবে। অবশ্যই আপনি আমার চেয়ে বেশি জ্ঞানী। তারপরও স্বরন করিয়ে দিলাম।
মন্তব্য করতে লগইন করুন