ঢাকায় সবথেকে কম টাকায় চিকিৎস্যা
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৯ মে, ২০১৪, ১০:২১:৫৮ সকাল
ঢাকার অভিজাত এলাকায় হোটেল রেডিসন এর ঠিক উল্টো দিকে অার্মড ফোর্সেস মেডিকেল কলেজের গা ঘেষে গড়ে উঠেছে চকচকে এক বিশাল ভবন।
এখানে মাত্র ১০ টাকায় উন্নতমানের চিকিৎসা সেবা দেয়া হয়। হাসপাতালটির নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। কিন্তু এ হাসপাতালটিতে রোগী আসেনা তেমন কারন এর যথাযথ প্রচারের অভাব । এখানে মাত্র ১০ টাকা ফি দিয়ে ডাক্তার দেখানো যায়। ১৫ টাকায় মেলে বিশেষজ্ঞ চিকিৎসক। ঔষধপত্র সব ফ্রি। এছাড়া কম খরচে আছে বিভিন্ন টেষ্ট এবং অপারেশন এর সুবিধা।
আমাদের চারপাশে অনেক খেটে খাওয়া মানুষ আছে তাদের কাছে এ হাসপাতালটির তথ্য পৌছে দিতে পারলে তারা উপকৃত হবে, চিকিৎসার অভাবে অসহায় গরীব মানুষ গুলো হয়ত আলোর মুখ দেখবে।
বিষয়: বিবিধ
১৮২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডাক্তারের ফি এবং ঔষধপত্র অন্যান্য সরকারী হাসপাতালের মতই ।
তবে এটা ঢাকার অভিজাত এলাকায় বলে , বিশেষ করে ক্যান্টনমেন্টে বলে সাধারণ মানুষ এখানে আসতে একটু ইতঃতস্ত করবে ।
যেহেতু এখানকার কর্মকর্তা ও কর্মচারীরা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হবেন , সেহেতু অন্যান্য সেরকারী হাসপাতালের মত দালাল পরিবেষ্টিত হয়ে যাবে না - এটাই আশা করি ।
কিন্তু কুকুরের পেটে কি ঘি সইবে !
আশেপাশে এপোলো , ইউনাইটেডসহ সকল প্রাইভেট হাসপাতালের ভাত মারবে যে হাসপাতাল তাকে কি সুন্দরভাবে পরিচালিত হতে দেওয়া হবে ?
মন্তব্য করতে লগইন করুন