তথ্য দিয়ে সাহায্য করুন
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৬ মে, ২০১৪, ০৯:৪০:৪৯ সকাল
আস সালামু আলাইকুম। আমি ওরেগনে স্থায়ীভাবে বসবাস করছি। আমার পাসপোর্টটি মেশিন রিডেবল নয় এবং কয়েকমাস পর এর মেয়াদ শেষ হবে। এমতাবস্থায় আমার মেশিন রিডেবল পাসপোর্ট দরকার অথবা এটি রিনিউ করা দরকার। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম এখানকার বাংলাদেশী কুটনীতিক বলেছেন,আগামী বছর হাতে লেখা পাসপোর্ট চলবে না।
জানা প্রয়োজন,আমি কিভাবে মেশিন রিডেবল পাসপোর্ট পাব ? যদি মেইলের মাধ্যমে সম্ভব হয় তাহলে কোন ঠিকানায় ,কি পাঠাতে হবে ? বিষয়টা জরুরী। কোনো ব্লগার ভাই তথ্য দিয়ে সাহায্য করলে খুব উপকৃত হব। ধন্যবাদ
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেহেতু আপনার পাসপোর্ট আছে তাহলে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে না । (সাম্প্রতিক মনে হয় সিদ্ধান্ত হয়েছে/হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন আর না করার।)
আর্জেন্ট চাইলেও ব্যবস্থা আছে । আর আপনি আমেরিকার নাগরিক , আপনাকে তো অন্য সবার মত হাঁপানি দেওয়াবে না ।
এখন কিছু কিছু নেতাও আসছেন স্বশরীরে M.R.P. বানাতে
http://www.amardeshonline.com/pages/details/2014/05/16/244126
এটাই সহজ এবং বিধ পদ্ধতি প্রবাসীদের জন্য, আপনি দূতাবাসে যোগাযোগ করুন।
ব্লগে আপনাকে স্বাগতম।
মন্তব্য করতে লগইন করুন