বাকী খাবা ?
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৭ মে, ২০১৪, ১২:২৮:৩৫ দুপুর
শমসের মিয়ার পেটে বেশ ক্ষুধা। দুপুরের খা খা রোদে ঘুরছে আর একটা মধ্যম মানের রেস্টুরেন্ট খুজছে। হঠাৎ একটা পেয়ে গেল। ঢুকল সেটায়। সেখানে লেখা দেখল- মশলাদার খাবার,নাকি রোগীর পথ্য ? যদি মশলাদার খাবার হয় তবে ডানে যান।....পরেরটা পড়ার প্রয়োজন নেই, সে মশলাদার খাবারের টানে ডানে গেল।
গিয়েই আবার লেখা দেখল, চাইনিজ টাইপ,নাকি বাঙালী...চাইনজ হলে ডানে,বাঙালী হলে বামের করিডোর দিয়ে যান। সে ডানে গেল।
আবার লেখা, ভেজ নাকি ননভেজ ? ভেজ হলে সোজা যান, ননভেজ হলে ডানে.....সে ডানে গেল।
আবার লেখা, গরু নাকি খাশি,নাকি মুরগী ? গরুর জন্যে ডানে,খাশি বায়ে,মুরগী সোজা। সে গরুর নেশায় ডানে গেল।
আবার লেখা ভারতীয় গরু নাকি দেশী ? ভারতীয় গরুর জন্যে বায়ে যান,দেশীর জন্যে ডানে। সে ডানে গেল।
আবার লেখা ঝোল নাকি ভুনা ? ঝোল হলে ডানে, ভুনা হলে বায়ে। গরুর মাংসের ঝোলের কথা পড়তেই মুখে পানি চলে আসল। এতক্ষনে ক্ষুধা মাথাচাড়া দিয়ে উঠেছে। গলা পর্যন্ত খাবে হিসেব করে ফেলেছে। ঝোলের আশায় ডানে গেল দ্রুত।
আবার সামনে লেখা দেখতে পেল নগদ নাকি বাকী ? নগদ হলে ডানে যান,আর বাকী হলে বায়ে যান।
সে চিন্তা করল, বাকীতে এই ভর দুপুরে গরুর মাংসের ঝোল দিয়ে এক গামলা ভাত টানা গেলে কোন শালা পয়সা দিয়ে খায় ??? অপরিসীম আনন্দে তার পেটে মোচড় দিল। সে প্রবল আনন্দে বায়ের করিডোর ধরে অগ্রসর হতে লাগল। অগ্রসর হতেই আছে.... সে দেখল লোকজন হাটাহাটি,চিল্লাচিল্লী করছে, বাসগুলো দাড়িয়ে আছে,স্থানটা চেনা চেনা লাগছে। আরে এটা তো সেই বাস স্ট্যান্ড যেখানে নেমে আমি খাবার হোটেল খুজছিলাম.....হায় হায় করে উঠল ক্ষুধার্ত শমসের মিয়া। লাভের আশায় বায়ে গিয়ে তার সর্বনাশ হয়েছে....কর্তৃপক্ষ কৌশলে তাকে অর্ধচন্দ্র প্রদানপূর্বক বাড়ি পাঠিয়ে দিল...!!!
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাস্ট হয়েছি। আমাকে কিন্তু এবার খাওয়াতেই হবে।বাকিতে হলেও চলবে।
হেতের লগে এত মস্কারি না করলেও হইত।
খুব জানতে ইচ্চে করে, খুউউউউব জানতে ইচ্চে করে, কয় কানি লই এই হোটেল খান।
যে বর্ণনা কইরচেন নগদ দিলেও কি ধরাইদেন আল্লাহ মালুম।
এই নেন বাকীতে
নেতাদের জন্য ঈর্ষনীয় খাবার
কাষ্ঠ মার সার্ভিস(কাস্টমার সার্ভিস)।
পান্তা ভাতে ঘি
তবে লেখাটা ভাল হয়েছে, সেটা না জানালে অন্যায় হবে
মন্তব্য করতে লগইন করুন