হারানো বিজ্ঞপ্তী
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ এপ্রিল, ২০১৪, ১১:৫৫:৫৬ সকাল
এক লোকের চাচা হারিয়ে গেল। চারিদিকে যা ঘটছে তাতে বলা যায় চাচা কিডন্যাপ হয়ে গেল। গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক আর না হোক কিডন্যাপিং প্রাকটিস করার জন্যেও ইদানিং কিডন্যাপিং হচ্ছে। শুনেছি বিদেশী এক গোয়েন্দা সংস্থার হাতে রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা মহা বিশ্বস্ততায় আর্পন করে আমাদের দেশীয় কর্তারা বিড়ি ফুকে ঘুমাচ্ছেন। আগে ঘুমানোর আগে নাকে সর্ষে তেল দিত। সাংষ্কৃতি এখন অনেকদূর বদলেছে। যাই হোক দেশ যাদের আব্বাদের তারা এটা নিজেরা লুট করুক আর অন্যকে দিয়ে লুট করাক,এটা তাদের ব্যাপার। আমরা জনগণ সর্বদা গ্যালারীতে বসবাস করি,আমাদের কাজ দেখে যাওয়া।....
তো যা বলছিলাম....লোকটার চাচা হরিয়ে গেল। চাচার এ্তই ভাতিজার একটু বুদ্নিধী খাট। ভাবলেন বিষয়টা নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলে কেমন হয় ! ছুটলেন..পত্রিকা অফিসে।
আচ্ছা ভাই আমি একটা বিজ্ঞাপন দিতে চাই,আমার চাচা নেই হয়ে গেছে। মানে তিনি হারিয়ে গেছেন।
: হুমম, তা এখন কি করতে হবে ?
:একটু বিজ্ঞাপন দিব, কাজটা করে দেবেন ?
: বটে,,, কিন্তু এইটা তো মতি মিয়ার পত্রিকা,এখানে টাকা ছাড়া তো কি এ্যালাও করা নিষেধ...
: জি,আমি টাকা দিব, আপনি বিজ্ঞপ্তী ছাপান। তা কত টাকা রেট ?
: এই পত্রিকায় ছাপাতে প্রতি ইঞ্চী ৫০০ টাকা হারে দিতে হবে।
লোকটা এই কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে বলল...
হায় আল্লাহ !! আমার চাচা তো সাড়ে পাচ ফুট, তার বিজ্ঞপ্তী ছাপাতে তো আমার ভিটে মাটি বেচতে হবে....
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসতে হাসতে শেষ হইলাম ভাইজান...
অনেক কস্ট করেছো তাই এখন ঘোড়ার ডিমটা বয়ে নিয়ে যাও এটা তোমার উপহার
অনেক কস্ট করেছো তাই এখন ঘোড়ার ডিমটা বয়ে নিয়ে যাও এটা তোমার উপহার
গায়েক সাহেব বললেন- ভাই আপনারা যদি আমার সমুদয় পারিশ্রমিক কেড়েই রাখবেন তাহলে আমাকে এতো আদর আপ্যায়ন করে কেন খাওয়ালেন? কেনই বা দির্ধারিত ফি'এর তিন গুণ টাকা দিয়ে আমার পকেট ভরে দিলেন?
ডাকাত সর্দার উত্তর দিলেন-
আপনাকে উত্তমরূপে মেহমানদারী করেছি। এটা হলো আমাদের রেওয়াজ, মেহমান নেওয়াজী। আর যাওয়ার বেলায় আপনার থেকে সব কেড়ে নিচ্ছি। এমনকি পড়নের কাপড়টাশুদ্ধ। এটা হলো আমাদের স্বভাব। মানে ডাকাতি করা যে আমাদের স্বভাব।
মন্তব্য করতে লগইন করুন