ফেবুতে পেলাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৮ মার্চ, ২০১৪, ১০:৪৪:৫৪ সকাল
Abu Muaz
আমার পরিচিত এক ব্যাক্তি একবার আমাকে বলেছিলেন আমার অপারেশানের জন্য কয়েক ব্যাগ রক্ত লাগবে। তোমার হুজুর বন্ধুদের কারো অমুক গ্রুপের রক্ত থাকলে একটু ব্যাবস্থা করে দিয়ো প্লিজ।
আমি বললাম হুজুর কেন?
উনি বললেন নরমাল ছেলেপেলে থেকে রক্ত নিতেও তো ভয় লাগে। কিনা কি নেশা করে, কত রকম আকাম কুকাম করে, কোন ঠিক আছে। হুজুরদের বেলায়তো আর এই টেনশান নেই।
----- ------
কথাটা শুনতে হাস্যকর হোলেও, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একটা কঠিন বাস্তবতা। আমার নিজেরই একজন অনেক কাছের আত্মীয় হেপাটাইটিস এ আক্রান্ত হয়েছিলেন, ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে।
আর এদেশের সেকুলার পরিবারের ছেলেরা আজকাল নাকি ক্লাস ৬-৭ থেকেই পবিত্র হবার জন্য বিশেষ পল্লিতে যায়। আর চেতনা সর্বদা সজাগ রাখবার জন্য যে কত কিছু খেতে হয় তার কি আর ইয়ত্তা আছে। এদের থেকে রক্ত নেবার চাইতে শরীরে প্রিন্টারের লাল কালি ঢুকানও অনেক সেফার।
---
আজ এক ভাইয়ের সাথে আলোচনা করতে করতে ডিসিশান নিলাম, শুধু মাত্র প্রাক্টিসিং মুসলিম ভাই বোনদের নিয়ে একটি ওয়েবসাইট করব। এখানে ডোনার থাকবে শুধুমাত্র প্রাক্টিসিং মুসলিম ভাই বোনরাই। এবং সবার প্রফাইলে ব্যাক্তিগত ভাবে ভেরিফাই করা হবে।
হাজার হাজার মেম্বার দরকার নেই, তবে আমাদের ভাই বোনদের শরীরে যেন চেতনার রক্ত না প্রবেশ করতে পারে, সেজন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা।
ওয়েব সাইটের কাজ শুরু করেছি আজ।
Domain name: http://www.purebloodbank.com
Pros and cons নিয়ে আপনাদের থেকে উপদেশ আশা করছি।
Mohammad Tanvirul Islam. Sharif Abu Hayat Opu .Ahmed Rafique Zaber .Mohammad Yassir Atif Sumon
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই সবার থেকে রক্ত নেয়া এখন ঝুঁকি পুর্ন। আর কিছু না হোক অতি আধুনিক জিবনযাপনকারিদের রক্তে মাদকদ্রব্যথাকা অতি স্বাভাবিক।
আর হ্যাঁ! আমি কিন্তু ১০০% প্রাকটিসিং মুসলিম না। তবে ওটা হতে চাই।
মন্তব্য করতে লগইন করুন