ফ্লাম মব

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৮ মার্চ, ২০১৪, ১০:৪৬:৫৫ সকাল



সম্প্রতি কিছু সংখ্যক বাংলাদেশী তরুনদের দ্বারা নির্মিত ফ্লাশ মব নামক একটি অত্যন্ত কুরূচীকর ভিডিও চোখে পড়েছে। দেখার পর থেকেই মনে হচ্ছিল কিছু লেখা দরকার।

ফ্লাশ মব হল কোনো একটি বিষয়কে পচানো। এটি বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে কোনো একটি বিষয়কে ব্যঙ্গ বিদ্রুপাকারে তুলে ধরা। একটু ফান করা এবং তার মধ্য দিয়ে কিছু উপস্থাপন করা বা মানুষকে মেসেজ দেওয়া।

এটা পাশ্চাত্যের সাংষ্কৃতি। ইউরোপ আমেরিকার তরুন যুবকরা বালেগ হওয়ার পর মনে করে,তাদের মনে যা চায়,সেটা প্রকাশ করাই হল ব্যক্তি স্বাধীনতা। তাদের পিতা-মাতাও তাদেরকে এগুলো শিখিয়েছে। এ সময় তারা ফান করতে করতে এমন কিছু সীমা অতিক্রম করে যেখানে শয়তানও যেতে ভয় পায়। আমি আমেরিকাতে কিছু সিরিয়াল দেখেছি বা কিছু লোকের চাপে পড়ে দেখতে বাধ্য হয়েছি,আর যা দেখেছি তা প্রকাশ করতে লজ্জা পাচ্ছি। পুরোটা দেখিনি ,তবে যেটুকু দেখেছি,তাতে মনে হয়েছে ফ্লাশ মবের জনকরা মানুষের কাতারে পড়ার যোগ্যতা হারিয়েছে।

এরা যে কোনো বেহায়া কর্মকান্ডকেই জায়েজ ভাবে,যদি তা একজনকেও আনন্দ দিতে সমর্থ হয়। এরা সহজ /সস্তা জনপ্রিয়তাটাকে অতি প্রাধান্য দিয়ে দু:সাহসী খারাপ কাজ করতে শুরু করে। কিন্তু অবাক হয়েছি বাংলাদেশী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এরকম কুরুচীকর ভিডিও নির্মান করে বাহবা কুড়াচ্ছে। কতটা দ্রুত একটা দেশের সাংষ্কৃতিক মেরুদন্ড ভেঙ্গে ফেলা যায়,তার প্রকৃষ্ট উদাহরণ হল বাংলাদেশ। সরকার ব্যবস্থা এসবকে প্রশ্রয় দেয় আধুনিকতার নামে। আর শুশিল সমাজ শয়তানের কোলে বসে আইসক্রিম খায়। আলেম সমাজ নামক এক ধরনের সমাজ সেসব শয়তানের কাছ থেকে দোয়া প্রার্থনা করে। যখন পিটিয়ে মেরুদন্ড বের করে উইকেট বানানোর কথা,তখন মুখের মিস্ট কথায় সওয়াব কামানোর ধান্দায় থাকে যে আলেম সমাজ,তাদের উপর লানত পড়বে নাতো কাদের উপর পড়বে ?

পূর্ববর্তী সময়ে একটি জনপদ চরমভাবে আল্লাহ বিরুদ্ধ হয়ে পড়েছিল,ব্যপক সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছিল। তখন আল্লাহ ফেরেশতা জিবরাঈলকে সেই এলাকা ধ্বংসের জন্যে পাঠালেন। জিবরাঈল ফিরে এসে বললেন-আমি তো সেখানে এমন একজন সাধুকে দেখেছি ,যিনি সর্বদা আপনার ইবাদতে মশগুল,ইয়া আল্লাহ ! তখন আল্লাহ বললেন-ওকে দিয়ে ধ্বংসের কাজ শুরু কর,অথবা পুরো এলাকা তুলে ওর মাথার উপর ধ্বংস কর ! বুখারী,অথবা হাদীসে কুদসী।

আমেরিকাতে তরুন,যুবক,শিশুদের অধিকংশই কথা বলার সময়,বা রাগ প্রকাশ করার সময়,বা কোনো আবেগ প্রকাশ করার সময় ইংরেজী ‍‍"এফ" অদ্যাক্ষরের একটি শব্দ উচ্চারন করে। এমনকি তাদের মা বাবাকেও এটা বলে। এদের একটি বড় অংশই কিম্ভুত কিমাকার অবস্থা পছন্দ করে। এদের দেখাদেখী বা শোনাশুনী বাংলাদেশের কিছু তরুন যুবকরাও এমনটা করে। একই শব্দ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে।

শেষ কথা হল, আমেরিকাতেও এদেরকে ভদ্র সমাজ পছন্দ করেনা। অনেকে এদেরকে সভ্যই ভাবেনা। কোনো ভাল চাকুরীর ক্ষেতেও এদরকে পছন্দ করা হয়না। এরা হল এখানকার খ্যাত। তাহলে এদেরকে যারা অনুসরণ করছে,তারা কি ???

ছাগলের ৩ নং বাচ্চা দুধ তেমন পায়না বলে,সর্বদা ফালাফালি চিৎকার করে,ওটা তার বাস্তবতা। কিন্তু দুধ খাওয়া বাচ্চা ছাগলের ৩ নম্বরটার মত হওয়ার চেষ্টা করলে তাকে কি বলবেন ???

উ: ওটাই ফ্লাশ মব = ছাগলের ৩ নং (ভদ্রভাবে বললাম)

রসূল(সাHappy বলেন- তোমার যদি লজ্জা শরম না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পার...বুখারী

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193905
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪৭
দ্য স্লেভ লিখেছেন : শিরোনাম হবে- ফ্লাশ মব
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
144518
নামহীন আমি অনামিকা লিখেছেন : আপনার ভুল ধরিয়ে দেয়ার দিকে পোস্টদাতার মন নেই--
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৫১
144527
বেআক্কেল লিখেছেন : কে কারে উপদেশ দেয় বুঝবার পারছিনা, বাংলাদেশ টা এমন হইয়া গেল কেনরেSurprised Surprised Surprised Surprised Surprised কচু গাছে ফাস খাইয়া মরতে ইচ্ছা করেরেRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৮ মার্চ ২০১৪ দুপুর ০১:০৪
144562
আবু আশফাক লিখেছেন : এডিটে গিয়ে ঠিক করতে পারেন।
193911
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:৫২
সিটিজি৪বিডি লিখেছেন : ভাই দেশে কি এখন দেশের সংস্কৃতির দাম আছে? আমরা দিন দিন বেহায়াপনার দিকে ছুটে চলেছি।
193917
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:০১
শিহাব আল মাহমুদ লিখেছেন : ভাই লিখছেন ভালো.....
ধন্যবাদ.....
193918
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:০৩
শাহ আলম বাদশা লিখেছেন : দেশের সরকারই আসল নিয়ামক যেকোন ব্যাপারে; আমরা সারাজীবন ওয়াজ করলে-যা হবেনা; সরকারের একটা আইন বা অর্ডারে হাজার গুণ কাজ হয়ে যায়।

তাই এসব নিয়ে আমাদের আফসোসে কিছু আসে যায় না।

ড্রেনের নোংরা পানি থেকে আমার সবুজ ফসলকে বাঁচাতে হলে ড্রেনের পানিতে ড্রাম ড্রাম আতর ঢাললে কাজ হবেনা;দরকার ড্রেনের মুখ পরিবর্তন করা।
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
144517
নামহীন আমি অনামিকা লিখেছেন : বেশ সত্য কথাই বলেছেন
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
145699
দ্য স্লেভ লিখেছেন : আপনি ঠিক বলেছেন
193924
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:০৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আসাদ বিন হাফিসের সূরে বলছি-
‘একটি অবাধ্য সমাজ মানে
সামনে নূহের প্লাবন
অনাগত ধ্বংস,
আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন...’
অনেক ধন্যবাদ
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
144516
নামহীন আমি অনামিকা লিখেছেন : নাম ভুল লিখেন কেন--হবে আসাদ বিন হাফিজ
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:২১
144521
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সরি বর্গীয় জ এর জায়গা দন্ত-স পড়ে গেছে। আপনাকে বিশাল একটা ধন্যবাদ
193927
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:১৩
নামহীন আমি অনামিকা লিখেছেন : পোস্ট দিলে গায়েব হলে তো চলেনা?? হেডিং ভুল, তাধরিয়ে দিলেও আপনার টনক নড়েনা কেন!!
শাহ আলম বাদশা লিখেছেন : দেশের সরকারই আসল নিয়ামক যেকোন ব্যাপারে; আমরা সারাজীবন ওয়াজ করলে-যা হবেনা; সরকারের একটা আইন বা অর্ডারে হাজার গুণ কাজ হয়ে যায়।
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৬
145700
দ্য স্লেভ লিখেছেন : সেটার জন্যে দু:খিত। ব্যস্ত ছিলাম
193932
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৩৩
ইমরান ভাই লিখেছেন : কিয়ামতের আলামত। নিজে বেচে চলাই উত্তম। এরা আরোও অনেক কিছু দেখাবে। সবার সামনে প্রানিদের মতো আচরণ করবে। এটাই তো বাকি আছে।
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৬
145701
দ্য স্লেভ লিখেছেন : সেটাও কোথাও কোথাও শুরু হয়েছে
193937
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৩৯
অনেক পথ বাকি লিখেছেন : অসাধারন লিখসেন । ধন্যবাদ ।
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
145702
দ্য স্লেভ লিখেছেন : এখনও অনেক পথ বাকী
193983
১৮ মার্চ ২০১৪ দুপুর ০১:০৫
আবু আশফাক লিখেছেন : ফ্লাশ মব সম্পর্কে আসলেই জানা ছিল না। গতকাল ঐ ভিডিওটি দেখেছি আর হেসেছি। বিষয়টি সম্পর্কে জ্ঞান দানের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৩
144738
আহমদ মুসা লিখেছেন : গতকাল আমার অফিসে কয়েকজন কম্পিউটার সায়েন্সের ছাত্রের ডাউনলোড করা ফ্লশ মব নামের বেহায়াপনার নতুন ভার্ষণগুলো দেখলাম। সম্ভবত বাংলাদেশের সরকারী ও বেসরকারী পর্যারের বিশ্ববিদ্যালয় মিলে বিশ থেকে ত্রিশটি ফ্লশ মব নামের শয়তানীর নতুন একধরনের অপকালচারের রেওয়াজ শুরু হয়েছে। আমাদের চট্টগ্রামেই অনুষ্ঠিত হয়েছে ৫ টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে আলাদা আলাদা আয়োজন। নেটে চার্জ দিলেই অধিকাংশ পাওয়া যেতে পারে।
১০
194028
১৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
সুন্দর শিক্ষামূলক পোষ্ট ।
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
145703
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম
১১
194146
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাই দেশে কি এখন দেশের সংস্কৃতির দাম আছে? আমরা দিন দিন বেহায়াপনার দিকে ছুটে চলেছি।
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
145704
দ্য স্লেভ লিখেছেন : ঠিক বলেছেন
১২
194157
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৫
আহমদ মুসা লিখেছেন : সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে কম্পক্ষে বিশ থেকে ত্রিশটা ফ্লশ মব নামের বেহাপনার আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় আলাদা আলাদা ভাবে।
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৮
145705
দ্য স্লেভ লিখেছেন : খাড়া জুতার বাড়ি মারলে কমে যেত
১৩
194289
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন : সদ্য বাংলাদেহ থেকে এসেছেন, দেশে প্রফেসর ছিলেন৷ আমার কলিগ হয়েছেন৷ একদিন ঐ ওয়ালা শব্দটা বলে বললেন, কোন ডিকশেনারীতে এর মানে পেলামনা, এর মানেটা কি? আমার ডিকশেনারী থেকে বোঝাতে হল, আমিতো শব্দটা চিনতাম৷
মানুষ খারাপটাই আগে গ্রহন করে, আর থাকে বিরত রাখাই ভাল কাজবা আমলে সালেহ৷ বর্তমানের অনেক আলেম পীর মাশায়েখই এ আমল থেকে অনেক দূরে৷ এটি আমাদের দূর্ভাগ্য৷
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৮
145706
দ্য স্লেভ লিখেছেন : করুন অবস্থা
১৪
194332
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফ্লাশ মব শব্দটার সৃষ্টি নাকি হয়েছিল একদল খুনি রক্তপায়ি মানুষ এর কর্মকান্ড থেকে। তবে যেভাবে সরকারী উদ্যোগে এই অপকর্ম হচ্ছে মনে হয় এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ষ্ট্রিকিং শুরু হতে দেরি নাই।
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৯
145707
দ্য স্লেভ লিখেছেন : হতে পারে
১৫
195326
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : কি বলেন মিয়া আমরা এখন খাটি ভারতী।
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৯
145708
দ্য স্লেভ লিখেছেন : কিন্তু ভারতীয়রা বাংলাদে মারাত্মক ঘৃনা করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File