শেষ উপদেশ
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ মার্চ, ২০১৪, ১০:২৩:২২ সকাল
একটি ভবন ধ্বসে পড়ার পর শুনেছিলাম ১০০ শয়তান মরলে একজন গার্মেন্টেন্সের মালিক হয়,তা শুনে আরেকজন বলল,তবে নেতা হয় কটা শয়তান মরলে ? তিনি মাথা চুলকে বলেছিলেন-তা ধরেন, যদি বাংলাদেশের বিশেষ কিছু নেতার কথা বলেন,তবে শয়তান জগতে হাহাকার পড়ে যাবে........কিছু নেতার উপদেশ শুনে গোটা জগত মাথা চাপড়ে হেসেছে...যদিও কান্নার কথা ছিল। আসছে কি দিয়ে যে হচ্ছে তা বোঝা যাচ্ছে না। কি করার কথা কি করা হচ্ছে,কি বলার কথা কি বলা হচ্ছে...কোনো কিছুরই ঠিক নেই। কোনো কিছুই নাকি ঠিক মত ব্যাটে বলে হচ্ছে না...খেলার মাঠ,গড়ের মাঠ,রাজনীতি,সাংষ্কৃতি,কোনো খানেই কোনো কিছু ব্যাটে বলে হচ্ছে না। যাইহোক শিরোনাম যখন দিলাম অন্তিম উপদেশ,সেটা নিয়ে কথা বলাই ভাল...আমারও আসলে ব্যাটে বলে হচ্ছে না....
এক বৃদ্ধ ৭ পুত্র পয়দা করেছিল। তদেরকে এমন সাংষ্কৃতি শিক্ষা দিয়েছিল যে তারা যা বিশ্রবাস করত,তা বলত না আর যা বলত ,তা বিশ্বাস করত না। তারা উত্তরে বুঝে দক্ষিনে গমন করত। তারা কি দিয়ে কি করত তা না বুঝত তারা,আর না বুঝত তার পিতা। তবে সর্বক্ষন তাদের জ্বালায় তার জীবন যখন ওষ্ঠাগত এবং সারা জীবন ধকল সয়ে সয়ে যখন মৃত্যু পথযাত্রী,তখন সে তার সকল পুত্রকে তা শিওরে দাড়াতে বলল। বৃদ্ধ পুত্রদেরকে বলল-যা মিক্ষা দিয়েছি,তার ফল তো আমি পেয়েছি এখন তোমরা এবং তোমাদের উত্তরসূরীদের কল্যানে নিজেরা কখনও কোন্দলে লিপ্ত হবে না। সর্বদা এক থাকবে। তাহলে তোমাদের উপকার। বিষয়টি উদাহরন দিয়ে বোঝাচ্ছি। তোমরা সকলে একটি একটি করে লাঠি আন।
তার পুত্রগণ আনল। এবার তিনি বললেন সকলে নিজ নিজ লাঠি ভেঙ্গে ফেল।তারা ভাঙ্গল। তিনি বললেন-দেখলে তো, একা থাকলে এভাবেই শত্রুরা ধ্বংস করে। এবার তিনি বললেন সকল লাঠি একত্রিত কর। একজনকে বললেন-তুমি এই লাঠির বোঝা ভেঙ্গে ফেল দেখী কেমন পার ।
শক্ত পোক্ত ছেলেটি এক হ্যাচকা চাপে সবগুলো লাঠি ভেঙ্গে ফেলল।
বৃদ্ধ পাশ ফিরে নিজে নিজে বলল- নাহ ! ভাবছিলাম অন্তত শেষে এসে একটা উপদেশ দেব, তা কি আর হল ! সারা জীবন এক উম্মাহর বিরেধীতা করে শেষে কি আর হয়.......শালা জীবনটাই রসাতলে গেল।.....
দূর্ভাগা শেষে এসেও বুঝল না যে এই পর্যায়ের লোকের জন্যেও আল্লাহর ক্ষমা আছে। হাদীসে কুদসীতে আল্লাহ বলছেন-বান্দা পাহাড় পরিমান পাপ নিয়ে হাজির হলে,আমি পাহাড় পরিমান ক্ষমা,রহমত নিয়ে হাজির হই........
লোকটির শেষ উপদেশ ব্যর্থ হলেও,শেষে লেখা উপদেশ ব্যর্থ হবার নয়। ....
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কয়টা?
মন্তব্য করতে লগইন করুন