কথপোকথন
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৫:১৬ সকাল
স্ত্রী: আমি মরি কষ্টে,আর তুমি গিয়ে মস্তি কর। স্রেফ কপাল তোমার,নইলে ঝাটার বাড়ি খেতে,বুঝলে...
স্বামী: আহা ভর দুপুরে কি শুরু করলে বলো তো, নাও ঝটপট রেডি হয়ে নাও,আজ যাব মাস্তি স্পটে...তোমাকে তো কখনও নেওয়া হয়না...
: সত্যি বলছ ?
: হ্যা।
অত:পর তারা মদের বারে ঢুকল এবং স্বামী তার স্ত্রীকে এক গ্লাস মদ খেতে দিল।
স্ত্রী: ইয়াকককক....থু....এইটা তো গো-মুত্রেরও অধম ! এই জিনিস মানুষ খায় ? তিতা আর কি বিকল বিশ্রী গন্ধ !! থু...
স্বামী: এবার দেখলে তো ! আর তুমি বল আমি এসব এনজয় করি !! কষ্টে বুঝলে...স্রেফ কষ্টে। তোমাকে দু:খ দেই,সেই কষ্টেই তো নিজেকে এই শাস্তি দেওয়া...এবার বুঝলে তো !!......... তা বুঝবে কেন,,,,,, শুধু দোষ ধরাটাই শিখলে...
বিষয়: বিবিধ
১৪৩৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সঠিক চিত্রই তুলে ধরার চেষ্টা করেছেন
কষ্ট যে দিচ্ছে সে যদি বুঝে যে সে কষ্টের কারন তাহলে বারে গিয়ে মদ খেত না । কষ্টের কারণ যাতে না হয় সে চেষ্টা করতো ।
এখানে একটা পাপকে ভুলতে সে আরেকটা পাপের দিকে ঝুঁকেছে।
সমাজটাই কি এদের এমন?
"মুঝে পিনেকা শওখ নেহী, পিতাহুঁ গম ভুলানেকে লিয়ে" এই গানটা তাকে বুঝিয়ে দিয়েন৷ ব্যস৷
মন্তব্য করতে লগইন করুন