বর্ষার কবিতা
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৩৩:২৪ রাত
আজ এই শ্রাবনের ঘনঘটায়
বসে আছি আমি জানালায়
মেরুদন্ড সোজা করে
বাইরে বৃষ্টি ছিটে ফোটা
পড়ছে ঘাসের বুকে
কুত্তাডা এরি মাঝে বের হয়ে গেল
খানিক বাদেই ফিরবে সে নীড়ে
পাশের বাড়ির কুত্তাডা ডেকেই চলেছে অবিরাম
হারামজাদার গলায় ২৪ ঘন্টাই ব্যায়রাম
ওপাশে আছে একটি পার্ক
হয়ত সেখানেও মৃদুমন্দ দুলকি চালে বৃষ্টি পড়ছে
দেখা হয়নি তা চক্ষু মেলিয়া
ঘর হইতে কয়েক পা ফেলিয়া
একটি ঘাসের শীষের উপর
এক বা একাধিক বৃষ্টির ফোটা
আকাশে সূর্যের হাসি চড়েছে
সবই তা মেঘের ওপরে
নীচে কেবল আমি
কিছুদিন আগে তুষারপাতে রাস্তা ঘাট দগ্ধ হল
আবার এখন বৃষ্টি
কি যে করি,
মনে হচ্ছে কিছু একটা রান্না করি
কিন্তু নেই ইলিশ মাছ
আছে স্যামন মাছ
একি এক হল ?
খাব ডাল ভাত কব্জি ডুবিয়ে
তাও হচ্ছে না।
তবে সেদিন ১২০ কি:মি: দূর থেকে
অরিজিন্যাল মশুর ডাল কিনে এনেছি
এনছি তেতুল
এনেছি অনেক হালাল মাংস
এনেছি অনেক কিছু
আহা মনো মাছে সেসব আসে
আচ্ছা যাচ্ছি চলে রাধতে..
কিন্তু ইলিশের স্বাদ কি ঘোলে মেটে রে..
রয়েছি আকাশ পানে চেয়ে
যদি বৃষ্টির দিনে ..
নাহ ইলিশ নেই কিন্তু
ইলিশের ইতিহাস তো আছে
ওটাই চর্বন করি মনে...
এমন কি হতে পারে না, আমি যাহা চাইব
তাহাই ঘটিবে
মেঘ বৃষ্টি যাহা চাই,যখন চাই
আপাতত দুটো ডালভাত হলেই
এবেলা চলে
বৃষ্টির মাঝে হারিয়ে যাচ্ছি
মনে যা আসছে তাই খাচ্ছি
দাত আমার খালি
দাতে দেব বালি
ওরে গোপালী
সরি, কি দিয়ে কি বললাম কিছুই বুঝলাম না,আপনারা বুঝতে না পারলে মাফ করে দিয়েন ...বুঝতে পারলেও মাফ করে দিয়েন... কবিতাটা শিল্প সমৃদ্ধ না হলেও...খাদ্য সমৃদ্ধ অন্তত হয়েছে...
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেঘ বৃষ্টিতে বিয়ে দেখতে কেমন ?
তবে মঝার কথা হল,দুজন কলিগ আসছে নতুন , ওরা আমাকে ডেকে বলে ভাই মুরগি এগুলার মনে হয় টাইম জানানেই। হা হা হা
আচ্ছা এবার বলি আপনি একজন কবি ও ।।।।
মন্তব্য করতে লগইন করুন