নামাজ কায়েম করুন
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২৯:১৬ সকাল
আপনার সন্তান ৭ বছর বয়ষ্ক হলেই নামাজ আদায় করা শেখানিয়ে ন। আর ১০ বছর বয়সে নামাজে গড়িমসি করলে হালকাভাবে শাস্তির আওতায় আনুন। এটা সহি হাদীস। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের নির্দেশ এসেছে। এর গুরুত্ব নিয়ে বহু হাদীস রয়েছে। আপনার বাচ্চা নামাজে ফাকি দিলে শাস্তি দিন,কারন মাইরের উপর ওষুধ নাই,যদিও ভালভাবে বুঝালে অধিকাংশ সময় তারা বুঝে। ভালভাবে বুঝালে স্পাইডারম্যান পর্যন্ত ইসলাম গ্রহন করে নামাজে রত হতে পারে....যদি আল্লাহ হেদায়াত করেন
তবে নামাজের শিক্ষা সমাজে বাস্তবায়িত না হলে আমরা এই নামাজ থেকে উপকৃত হব না। কথা পরিষ্কার।...
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আমাদের দেশে শিশুদের হয় পিতা মাতা রা অতি আদরে নামাজ পড়তে বা রোজা রাখতে বাধা দেন। আর মসজিদে নিয়ে গেলে কিছু মানুষ ছোটদের পিছনের সারিতে ঠেলতে ঠেলতে একসময় মসজিদ থেকে বেরই করে দেন। নিচের পোষ্টটি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/3609/sabuj1981/30044
মন্তব্য করতে লগইন করুন