চাচার সাক্ষাৎকার
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৮ জানুয়ারি, ২০১৪, ১০:৪৭:০৭ রাত
: চাচা কি করেন ?
চাচা: আইলে বসে তোমার চাচির সাথে খুনসুটি করছি।
: কই, চাচি কই? আর আপনি তো গাছতলায় বসে আছেন।
চাচা: গাছ তলায় বসে আছি যখন দেখছই তখন আবার জিজ্ঞেস করছ কেন ?
: আচ্ছা দু:খিত। আচ্ছা ওই যে কালো এবং লাল রঙের দুটো গরু চরে বেড়াচ্ছে ওগুলো কি আপনার ?
চাচা: জি,আমার।
: আচ্ছা, আপনার গরুকে কি খাওয়ান ?
চাচা: কোনটাকে ?
: লালটাকে।
চাচা: ওটাকে ঘাস খাওয়াই,
: আর কালোটাকে ?
চাচা: ওটাকেও ঘাস খাওয়াই।
: আচ্ছা চাচা,আপনি গরুকে কখন গোসল করান ?
চাচা:কোনটাকে ?
: লালটাকে।
চাচা: সকালে।
: আর কালোটাকে ?
চাচা: ওটাকেও সকালে।
: আচ্ছা আপনি গরুকে ভিটামিন ট্যাবলেট খাওয়ান ?
চাচা: জি খাওয়াই ।
: শেষ কবে খাইয়েছেন ?
চাচা: কোনটাকে ?
: লালটাকে।
চাচা: গতকাল বিকেলে।
: আর কালোটাকে ?
চাচা: গতকাল বিকেলে।
: আপনার গরুর কি রোগ ব্যাধী হয় ?
চাচা: কোনটার ?
: লালটার।
চাচা: হ্যা হয়।
: আর কালোটার ?
চাচা: হ্যা ওটার ও হয়।
পশু ডাক্তার বিরক্ত হয়ে বলল, চাচা দুটোর অবস্থা যখন একই তখন আলাদা অলাদাভাবে বলছেন কেন ?
চাচা: আসলে ব্যাপার হয়েছে কি, লালটা হল আমার গরু...
: আর কালোটা ?
চাচা: কালোটাও আমার
বিষয়: বিবিধ
১৫৯৭ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝলাম, চাচাটা দ্য স্লেভের
পোস্টটাও তাঁর...
মজা পাইছি কিন্তু!
চাচা: জি,আমার।
...
...
চাচা: আসলে ব্যাপার হয়েছে কি, লালটা হল আমার গরু...
: আর কালোটা ?
চাচা: কালোটাও আমার
আচ্ছা গল্পটা পড়তে এত ভালো লাগল কেন?
কিসের?
গরুর।
কোনটার?
লালটার।
আর কালোটার?
সেটাও ভালো লেগেছে।
হা হা হা হা....।
কোনটা লালটা
আর কালোটা
ওটাও সাধারন কিন্তু মজাদার
-হুম,
কিসের গল্প?
-লাল গরুর,
আর কালোটার?
-সেটাও চাই
মন্তব্য করতে লগইন করুন