একটু শুনুন
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৪ অক্টোবর, ২০১৩, ০৯:৩৫:৪৫ রাত
আমার স্মৃতিশক্তি অত্যন্ত গরীব। তবে ছোটবেলায় শ্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল। এমনকি মাত্র একবার শুনেই একটি গান হুবহু মুখস্ত বলতে পারতাম ষুরসহ কিন্তু এখন আমি হাজার হাজার হাদীস পড়লেও কিছুদিন পর আবার পড়লে মনে হয ইতিপূর্বে এটা জানতাম না,অথবা ভাবটা মনে থাকে কথাগুলো ভুলে যায়। তবে আমি সহী হাদীসই পড়ি।
স্বপ্ন সম্পর্কে বলতে চাচ্ছিলাম । রসূল(সাঃ) বলেন- স্বপ্ন তিন ধরনের। ১. আমরা যা কল্পনা করি তার প্রতিফলন। ২. শয়তানের পক্ষ থেকে। ৩. আল্লাহর পক্ষ থেকে ।...সম্ভবত বুখারী
তিনি(সাঃ) আরও বলেন- উত্তম স্বপ্ন নবুয়্যতের ৪০ ভাগের এক ভাগ ,আরেক বর্ণনায় ৪৬ ভাগের একভাগ।-সম্ভবত বুখারী-মুসলিম...
১ ও ২ নং টা আমাদের আলোচ্য নয়। তবে আল্লাহ তায়ালা কখনও কখনও তার বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন বা নির্দেশনা দেন বা সংকেত দান করেন। এটাকে ইলহাম বলে কি না বুঝতে পারছি না। তবে মনে হয ইলহাম আরও স্পষ্ট সংকেতকে বলে।
আমি স্বপ্ন দিয়ে বেশ কিছু লেখা পড়েছি। তাদের লেখায় অনেক রকমের তথ্য উঠে এসেছে। তবে তারা বলতে চেয়েছেন স্বপ্ন হল -আমাদের অবচেতন মনের কল্পনা,ধারনা ইত্যাদী। যেহেতু তারা আল্লাহকে/গডকে তাদের কর্মজীবনের সাথে আনেননা তাই গডের বিষয় তারা ধর্তব্যের মধ্যে অানেননি।
প্রায় সকল স্বপ্ন বিশেষজ্ঞের বয়ানই ফাউল ছাড়া কিছু নয়। স্বপ্ন নিয়ে কথা বলছি এই কারনে যে,আমি প্রায় প্রতিদিনই স্বপ্ন দেখী এবং অনেক উত্তম স্বপ্নও দেখী। তবে আমি সচরাচর দু:স্বপ্ন দেখীনা। আমি হাস্যরসাত্মক স্বপ্ন দেখী প্রচুর। এর কারন বোদহয় আমার স্বভাব। আমি স্বভাবসূলভভাবেই একটু রসিক।
আমি এমন সব স্বপ্ন দেখেছি এবং রিখে রেখেছি যা পড়লে অবিশ্বাস্য মনে হবে। ানেকে বলতে পারে মিথ্যা বলছি। অনেকে পাগল বলবে। যাইহোক। স্বপ্ন শুধুই অবচেতন মনের কল্পনা নয়্ । বিশ্বের বড় বড় মনীষীরাও স্বপ্ন দেখেছেন এবং তারা বর্ণনাও করেছেন। আব্রাহাম লিংকনও তার মৃত্যুর পূর্বে তার মরার স্বপ্ন দেখেছিলেন। ....
তবে এটি এমন একটি বিষয় যা অন্যরা বিশ্বাস করতে বাধ্য নয়। এটি ঈমানের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয় যে অবিশ্বাস করলে ঈমান চলে যাবে। শুধু নবীদের স্বপ্ন হল ওহী এবং তার ওপর ঈমান আনা ফরজ। আমরা যে স্বপ্ন দেখী তা কখনও সঠিক কখনও ভুল,কখনও সত্য কখনও মিথ্যা। আমি দুরকমের স্বপ্নই দেখী। কিন্তু আমি শয়তানকে মোটামুটি চিনি,তাই তার দেখানো স্বপ্ন দেখে বুঝতে পারি। আর ভাল স্বপ্ন ও কিছুটা খারাপ স্বপ্নও আমার হুবহু মনে থাকে। কখনও কখনও ঘুম থেকে ওঠার পর খানিক মনে থাকে তারপর ভুলে যায়। আবার কখনও পুরোটাই মনে থাকে। তবে প্রথম রাতে দেখা স্বপ্ন বেশী ভুলে যাই। আর যে স্বপ্নটা ঘুম ভাঙার পর মনে থাকে,তা আমি লিখে নেই,ফলে আমার বেশীক্ষন মনে থাকে। বারবার মেমোরী তোলপাড় করলে সেটা মোটামুটি স্থায়ী হয়ে যায়।
আমি ভাল স্বপ্ন অন্যকে জানাতে চাই কারন,তাতে অন্যদের আগ্রহ তৈরী হবে। এতে শুধু স্বপ্ন নিয়েই তারা ভাববেনা বরং কুরআন-সুন্নাহ নিয়েও ভাববে। আর এর ফলে হতে পারে আল্লাহ তাকে সুন্দর স্বপ্ন দেখাবেন। একটি সুন্দর স্বপ্ন দেখার পর সুখের অনুভূতী সারা দেহ মনে ছড়িয়ে পড়ে। এটি স্বাস্ত্যকরও। আর একটা কারন আছে। আমরা ইট-পাথরের শহরে থেকে হৃদয়কে শক্ত করে ফেলেছি। হাসতেও ভুলে গেছি। অপরের জন্যে আমাদের কোনো সময় নেই,সহানুবূতী নেই। চরম স্বার্থপর আমরা। আমি সত্য পথে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমার হাস্যকর স্বপ্নগুলো সবাইকে জানায়। বর্তমানে মিডিয়া যে বিনোদন উপহার দেয় তার মদ্যে অশ্লীলতার ছড়াছড়ি। ওদের নাটক-সিনেমা সিরিয়ালের চাইতে আমার হাস্যকর স্বপ্ন অনেক ভাল বলে আমি মনে করি। সবাইকে আমার কথা গভীরভাবে নিতে হবে এমন কোনো কথা নেই। আমি গভীরতার ব্যাপারটা তেমন বুঝিও না।যা বুঝি সরল সোজাভাবে বলি। তবে দু:স্বপ্ন দেখলে আমি তা মেয়ার করিনা,এটা নিষেধ আছে আল্লাহর রসূলের(সাৎ) পক্ষ থেকে।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন