লক্ষ্য করুন

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৩ অক্টোবর, ২০১৩, ১০:২৯:৩৬ সকাল

গতকাল আমি একটি পোস্ট করেছিলাম স্বপ্নে রসূল(সাঃ)এর সাক্ষাত লাভ সম্পর্কে। সেটা ছিল আমার দেখা স্বপ্নের সত্য বর্ণনা। আমি কোনো ভাল স্বপ্ন দেখলে তা ঘুম ভাঙ্গার সাথে সাথে লিখে ফেলি। কারন দেরী হলে অনেক কিছু মনে থাকেনা। আমি জীবনের অনেক ভাল স্বপ্ন এবং দু:স্বপ্নও দেখেছি এবং আমার অনেক স্বপ্নের নোটও রয়েছে। আমি স্বপ্নটা ব্লগে আপলোড করার পূর্বে ভেবেছিলাম এটা ঠিক হচ্ছে কিনা। আমি হাদীস স্ট্যাডী করে যেটা জানতে পারলাম তা হল-যদি কেউ ভাল স্বপ্ন দেখে তাহলে সে যেন মানুষকে তা বলে,আর দু:স্বপ্ন হলে না বলে। হাদীসগুরেঅ বুখারী ও মুসলিম শরীফের। আর মিথ্যা স্বপ্ন বললে কি শাস্তি তাও আমি জেনেছি। এরপর ব্লগে লিখেছি। কিন্তু লেখার একদিন পরও মানুষের রেসপন্স দেখে মনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হল। এটার কারনে মুসলিম একে অপরের ওপর বাক্যবাণ প্রয়োগ করুক তা পছন্দ হলনা। তাই লেখাটি সরিয়ে নিলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুক। আর আল্লাহর নামে কসম করে বলছি,আমি সত্য বলেছিলাম। আমি স্বপ্নে যেটা দেখেছিলাম সেটাই বলেছিলাম। বুখারী শরীফের একটি বা একাধীক হাদীস অনুযায়ী যে ব্যক্তি স্বপ্নে রসূলকে(সাঃ) দেখল ,সে সত্যই তাকে দেখল। শয়তান তার রূপ ধারন করতে পারেনা।

যাইহোক বিষয়টি নিয়ে বিতর্ক হোক এটা আমি চাইনা। আল্লাহ আমাদের সকল কে ক্ষমা করুক ! সকলে ভাল থাকুন !

বিষয়: বিবিধ

১৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File