ঈদে যা করব
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ অক্টোবর, ২০১৩, ১২:৫০:১৭ দুপুর
এবার ঈদে কি করব তার চাইতে বলা ভাল কি খাব। কারন আমার আলোচনা ঘুরে ফিরে ওই খাওয়ার দিকেই এগিয়ে যায়। পুডং বানানোর ইচ্ছা আছে। মিস্টি বানানোর ইচ্ছা আছে। তবে ব্লগার ওরিয়ন ভাই ফর্মুলা সাপ্লাই করেনি। তার উত্তর হল,বহু লোক খেতেই পায়না আর আপনি আছেন মিস্টি নিয়ে। আমি যে মিস্টি নিয়ে নেই সেটা তাকে কে বোঝায়। অমার সাথে আছে জামা-কাপড়,কাথা-বালিশ,কম্পিউটার ইত্যাদী। মিস্টি নিয়ে আমার কারবার কম। বছরের নির্দিষ্ট কিছু দিনে আমার মিস্টি প্রীতি প্রবল হয়।
ঈদের প্রথম প্রহরে , গরুর সামনের ঠ্যাং ভুনা হবে। কলিজাটা বরাবরের মত আমার জন্যে বরাদ্দ। কলিজা ছোট ছোট করে কুটে সম সাইজের আলুর সাথে ভুনা করে পরোটা দিয়ে খেতে হয় ওহ !!! বললাম না। কিন্তু তার চাইতেও সুপার হল রাতে গরু অথবা খাসির পায়া রান্না হয়,সেটা সারারাত চুলার আগুনের তাপে থাকে। সকালে নেহারী প্রস্তুত হয়। এটার সাথে রুটি। এটা আমি জান্নাতেও চাইব ইনশাআল্লাহ।
বাস্তবতা হচ্ছে। এখন খাওয়ার তেমন কিছু নেই। কিচেনে গিয়ে দেখলাম ,তেমন একটা সুবিধার নয়। তাই অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে আজকের ব্রেকফাস্ট,লাঞ্চটা স্যাকরিফাইস করলাম। এটাই তো কুরবানীর শিক্ষা
বিষয়: বিবিধ
১৪২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন