আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:২৪:১৭ রাত
আজ ব্লগার আহমেদ মুসা ভাই জানাল যে ব্লগটা ঠিক আছে। আসলে একদিন খারাপ লেগেছে,তারপর সয়ে গেছে। এটাই নিয়ম। তবে আপনাদেরকে মিস করেছি। যারা মুক্তচিন্তার বয়ান করে এবং প্রগতি বমি করে,তাদের জানা উচিত যে জনগন ধোকা বুঝতে পারে। যারা ইসলামের কথা বলে তাদের মুখ বন্ধ করা হয় আর যারা বেহায়াপনা,নাস্তিকতার চর্চা করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়। এরপর প্রচার করা হয় তারা ইসলামের আসল রক্ষাকারী। আল্লাহ হেফাজত করুক মুনাফিকদের হাত থেকে। আমি সেই শত্রুকে সম্মান করি,যে সামনে থেকে আঘাত করে। যাদের কোনো রকম ব্যক্তিত্ব নেই তারাই এসব করতে পারে। এই ব্লগের অধিকাংশই সাধারন মুসলিম,যারা ইসলামকে জীবনাদর্শ হিসেবে নিয়েছে। সম্ভবত তারাও এটা জানে ,তাই কোনো ঘোষনা না দিয়েই চোরের মত এর পেছনে লেগেছে। আল্লাহ শয়তান এবং তার অনুসারীদেরকে স্তবদ্ধ করুক ! শয়তানের চক্রান্ত নস্যাত করুক !!
আপনাদেরকে ধন্যবাদ। আমার জন্যে দোয়া করবেন।
বিষয়: বিবিধ
২০০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন