সুনামী

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৭ আগস্ট, ২০১৩, ১২:২৭:১৮ দুপুর



গত কয়েকদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হঠাৎ করেই কিছু বিজ্ঞাপন দেখলাম। বর্তমান সরকার গত সাড়ে চার বছরে জনগনের জন্যে মান্না-সালওয়াসহ যেসব নেয়ামত বিতরন করেছেন বা বিতরনে ইচ্ছুক তা বিষদভাবে বর্ণিত হয়েছে। বেশ কিছু বিলবোর্ড আমি পড়েছিও। সেখানে জিডিপির উচ্গতি,শিক্ষা-দীক্ষায় উন্নতি,জনতার পেটে ভাত,গায়ে কাপড়,বিদেশী বিনিয়োগ,ব্যাংকে রেমিটেন্সে,আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদী বয়ান রয়েছে। কেউ যদি শুধু বিলবোর্ডের দিকে তাকায় তাহলে তাকে স্বীকার করতেই হবে যে, সার্বিক উন্নয়নের সূনামী লেগেছে।জনগন জোয়ারে তলিয়ে গেছে।

ভাবছিলাম জনগনের নিজেদেরই তো ভাল অভিজ্ঞতা রয়েছে, এসব করার কি দরকার ? চিন্তা করলাম সাড়ে চার বছরে নেতারা বেশ ভাল একটা এমাউন্ট সংগ্রহ করে ফেলেছে,নইলে শত কোটি টাকা খরচে এত বিজ্ঞাপন দেওয়া তো সম্ভব ছিলনা। এটা নিয়ে লেখার বিন্দুমাত্র আগ্রহ আমার ছিলনা।কারন এটাই তো আমাদের জন্যে স্বাভাবিক। আগ্রহটা তৈরী হল খানিক পূর্বে। আজ প্রথম আলোর প্রথম পাতায় লেখা হয়েছে ঢাকার প্রায় ২০০ বিজ্ঞাপন প্রতিষ্ঠানের দুই হাজারের বেশী বিলবোর্ড দখল করে সরকারী দল এসব বিজ্ঞাপন দিয়েছে। এমনকি প্রথম আলোর তিনটি বিলবোর্ডও দখল হয়ে গেছে। অবশ্য এসব বিলবোর্ড প্রতিষ্ঠানের অধিকাংশই নিয়ম নীতি মেনে বিলবোর্ড তৈরী করেনি। ওখানে পূর্ব থেকেই দখল বানিজ্য ছিল।

কল্পনায় সেলুকাসকে বললাম, বড়ই বিচিত্র আমরা। আমরা জনতার সাথে নির্মল তামাশা করি। আমরা অমায়িক দূর্ব্যবহারে অভ্যস্ত। আমরা ভেজালমুক্ত বেহায়া । আজ ঢাকা ছাড়ছি,,না না বিলবোর্ডের কারনে নয়, গ্রামেই ঈদ ভাল লাগে। ঈদ মোবারক !!

বিষয়: বিবিধ

২১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File