ঈদে দৈ এবং কালোজাম বানাবো
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৬ আগস্ট, ২০১৩, ০৪:৩৭:৪৪ বিকাল
ঈদে দৈ এবং কালোজাম বানানোর পরিকল্পনা আছে। যেসব ব্লগার এগুলো তৈরী করতে পারেন দয়া করে সাহায্য করেন। উল্লেখ্য আমি বেশ কয়েকবার দৈ তৈরীর চেষ্টা করেছি কিন্তু দৈ জমেনি। দৈ আমার ভাল লাগে,তাই এটা বানাতে চাই। দুঘন্টা পর ইফতার, আপনাদের সকলের নেক ইচ্ছা আল্লাহ কবুল করুক ! রেসিপি দিলে অনেক দোয়া করব।
আমি দুধ ঘন করে জাল দিয়ে মাটির পাত্রে রেখে সেখানে কিছু টক দৈ দিয়েছিলাম কিন্তু সকালে দেখলাম তা জমেনি। কারন কি হতে পারে ?
বিষয়: বিবিধ
২৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন