কুটিরবাসী
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৭ জুলাই, ২০১৩, ০৬:০২:০২ সন্ধ্যা
কুটিরবাসী
বাসাটি বেধে আছ মুক্তদ্বারে
বটের ছায়াটিতে পথের ধারে।
সমুখ দিয়ে যায়; মনেতে ভাবি।
তোমার ঘরে ছিল আমারও দাবী
হারায়ে ফেলেছি সে ঘূর্ণিবায়ে
অনেক কাজে আর অনেক দায়ে ।
পথপ্রান্তে
এখানে পথে চলা পথিক জনা
আপনি এসে বসে অন্যমনা।
তাহার বসা সেও চলারই তালে,
তাহার আনাগোনা সহজ চালে।
আসন লঘু তার, অল্প বোঝা-
সোজা সে চলে আসে, যায় সে সোজা।।
আমি যে ফাঁদি ভিত, বিরাম তুলি।
আমি যে ভাবনার জটিল জালে
বাঁধিয়া নিতে চাই সুদূর কালে-
সে জালে আপনারে জড়াই ঠেসে,
পথের অধিকার হারাই শেষে।।
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন