সিডনী ট্রাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১১ জুন, ২০১৩, ০১:৪১:০৯ রাত
অনেক পরে সেন্ট্রাল স্টেশন থেকে ট্রামে চড়লাম। স্টেশনের দ্বিতীয় তলায় এসে ট্রাম থামে এবং সেটা খুব মসৃন লাইনের ওপর দিয়ে নিরবে চলে যায়। উদ্দেশ্য শুধুই ট্রামে চড়া। এটা এতটা চমৎকার,তা আর কি বলব। ভেতরের সিটগুলো সাংঘাতিক আরাম দায়ক। ট্রামগুলো বেশ লম্বা তবে এটি সীমিত স্থানের মধ্যে যাতে বাঁক নিতে পারে তার জন্যে এর শরীরে ভাগ ভাগ করা রয়েছে। এটা মাটি থেকে বেশী উপরে নয়। চলে বেশ ধীরে সুস্থে। এর সামনে দিয়ে মানুষে হেটে গেলেও দূর্ঘটনার সম্ভাবনা নেই কারন গাড়ির মত ব্রেক করে এটা সঙ্গে সঙ্গে থামানো যায়। এটায় চড়ে শহরে ঘোরার মজাই আলাদা। বড় বড় কাচের জানালা দিয়ে বাইরের সবটাই ভালভাবে দেখা যায়।
চায়না টাউন এসে থামল কিন্তু আমি বসেই থাকলাম। আবার চলতে শুরু করল। এবার আসলাম ডার্লিং হারবার। এটা হল জাহাজ পোতাশ্রয়। এখানে বিশাল বিশাল আকৃতির যাত্রীবাহী জাহাজ নোঙ্গড় করা থাকে। যাত্রী এখানে ওঠা নামা করে। এখানে দুনিয়ার সকল ধরনের নৌযান এসে ভীড় করে। ছোট স্পিডবোট থেকে শুরু করে বিশাল জাহাজ সবকিছু এখানে রয়েছে। আর নামী দামী নৌযানগুলো দেখতেও ভাল লাগে। বহু পরিবার তাদের সুবর্ণ সময় কাটানোর জন্যে একতলা বা দ্বীতল স্টিল এবং ফাইবারের তৈরী অত্যাধুনিক নৌযান কিনে থাকে। এগুলো সাগরে চলার জন্যে যথেষ্ট উপযোগী এবং আধুনিক প্রযুক্তি সম্বলিত। এর মধ্যে দম্পতিরা মাসের পর মাসও বসবাস করতে পারে নিশ্চিন্তে। আমার অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারি সাধারনত প্রবীনরা এটা বেশী পছন্দ করে। চাকুরী থেকে অবসরের পর অনেকে এমন একটি বোট কিনে রোমাঞ্চ অনুসন্ধান করে। আবার অনেকে শখের বসে কিনে। অনেক অর্থশালী ব্যক্তি টাকা ঢালার উপলক্ষ হিসেবে বা মজা করার মাধ্যম হিসেবে এগুলো ব্যবহার করে। তবে ছোট সাইজের স্পিডবোট তারা পানি থেকে উঠিয়ে নিজেদের বাড়িতে নিয়ে যায়। স্পিডবোট কেনার সময় তারা সাথে একটি আলাদা ফ্রেমও কিনে নেয় ,সেটি আসলে ট্রলী। সেটার ওপর বোটটি রেখে এরা তা গাড়ির পেছনে জুড়ে দেয়। প্রতি শনি-রবীবারে রাস্তায় শত শত এমন গাড়ী দেখা যায়,যার পেছনে বোট জোড়া আছে। তবে কাজ থেকে যারা পুরোপুরি অবসর নিয়েছে,তাদের অনেকে নিজেরা বোটের সাথে যুক্ত থাকে,যেভাবে গাড়ির পেছনে বোট যুক্ত থাকে।
বিষয়: বিবিধ
২৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন