প্রত্যেক খতীব নিজ খুতবা অডিও রেকর্ড করে ফেসবুক/ব্লগে দিন

লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৮:৪৫ সন্ধ্যা

সরকারের যাতে কষ্ট করে গোয়েন্দা দিয়ে খোঁজে বের করতে না হয় এবং ‌'কথা যেন লতা' হতে না পারে, সে জন্য নিজ খুতবা নিজেই রেকর্ড করে সামাজিক মিডিয়ায় আপলোড করলে একদিকে সারা বিশ্বের সবাই সবসময় তা শুনতে পারবে, অন্যদিকে কেউ কোন তথ্য বিকৃত করতে পারবে না। খতীব সাহেব নিজে না দিলেও খতীব সাহেবকে জানিয়ে যে কোন শ্রুতা তা করতে পারেন। বর্তমানে এক খতীবের খুতবা শুধু এক মসজিদের/স্থানের এক জুমায়/মাহফিলে উপস্থিত সীমিত শ্রুতাগণ শুধুমাত্র একবার শুনতে পারছে। কিন্তু রেকর্ড করে নেটে দিলে তা সবাই সবসময় শুনতে পারবে। অবশ্য বাংলা ও আরবী পৃথক ভাবে রেকর্ড করলে এবং রেকর্ডের সময় তারিখ ও স্থানটাও উল্লেখ করলে ভাল হয়। যে কথা উম্মুক্ত জুমায়/সভায় বলা যায় সে কথা নেটে দিলে সমস্যা কি? আল্লাহ যা করেন ভালর জন্যই করেন। কী বলেন?

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352908
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১৩
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : টুডে ব্লগে কিভাবে অডিও ভিডিও পোস্ট করবো। যদি কেউ বলতেন।
352910
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
352916
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
শেখের পোলা লিখেছেন : যারা আরবী ষাট খোৎবা সালাজীবন শুনিয়ে আসছেন তাদের অসুবিধা নাই৷ শুধু যারা সমসাময়িক ঘটনা তুলে ধরেন যেটা আসল খোৎবা সমস্যা তাদের জন্য৷
352938
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল পরামর্শ। কিন্তু ফেসবুক ও যে বন্ধ!
352942
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

এত ঝামেলার দরকার কী??
"বারো চান্দের খুতবা" ছাড়া অন্য কথা বলা যাবেনা

এবং
বিশেষ কারো বন্দনা অত্যাবশ্যক

এ দুটি শর্ত পালনে বাধ্য করাটাই উদ্দেশ্য!!
352968
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩৫
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভাল লেগেছে।
353070
০৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৪
রক্তলাল লিখেছেন : যেখানে যেভাবে সম্ভব - ছড়িয়ে দিন মুক্তির বাণী, বিপ্লবের ঘোষণা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File