প্রত্যেক খতীব নিজ খুতবা অডিও রেকর্ড করে ফেসবুক/ব্লগে দিন
লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৮:৪৫ সন্ধ্যা
সরকারের যাতে কষ্ট করে গোয়েন্দা দিয়ে খোঁজে বের করতে না হয় এবং 'কথা যেন লতা' হতে না পারে, সে জন্য নিজ খুতবা নিজেই রেকর্ড করে সামাজিক মিডিয়ায় আপলোড করলে একদিকে সারা বিশ্বের সবাই সবসময় তা শুনতে পারবে, অন্যদিকে কেউ কোন তথ্য বিকৃত করতে পারবে না। খতীব সাহেব নিজে না দিলেও খতীব সাহেবকে জানিয়ে যে কোন শ্রুতা তা করতে পারেন। বর্তমানে এক খতীবের খুতবা শুধু এক মসজিদের/স্থানের এক জুমায়/মাহফিলে উপস্থিত সীমিত শ্রুতাগণ শুধুমাত্র একবার শুনতে পারছে। কিন্তু রেকর্ড করে নেটে দিলে তা সবাই সবসময় শুনতে পারবে। অবশ্য বাংলা ও আরবী পৃথক ভাবে রেকর্ড করলে এবং রেকর্ডের সময় তারিখ ও স্থানটাও উল্লেখ করলে ভাল হয়। যে কথা উম্মুক্ত জুমায়/সভায় বলা যায় সে কথা নেটে দিলে সমস্যা কি? আল্লাহ যা করেন ভালর জন্যই করেন। কী বলেন?
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত ঝামেলার দরকার কী??
এবং
এ দুটি শর্ত পালনে বাধ্য করাটাই উদ্দেশ্য!!
মন্তব্য করতে লগইন করুন