স্থল, নৌ, রেল ও বিমান পথ, স্টেশন ও পরিবহন ভাড়া দিয়ে দিলে কেমন হয়?
লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ০৪ ডিসেম্বর, ২০১৫, ১১:১১:৪৫ সকাল
বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রায় সবখানে দুর্নীতি ও অনিয়মের কারনে সর্বত্র লোকসান আর লোকসান। তাই উক্ত প্রত্যেকটি বেসরকারী ভাবে পরিচালনার জন্য ভাড়া দিয়ে দিলে কেমন হয়? সরকার শুধুমাত্র নীতিনির্ধারণ করে দেবে এবং পর্যবেক্ষণ করবে। এতে সরকারের খরচ কমবে, জনগণের সেবাপ্রাপ্তি বাড়বে, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। আপনার মত কী?
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর সরকার যদি দেখে যে তাদের কোন কাজে জনগনের সুবিধাই হচ্ছে তখনই তারা সেটাকে কাহিনী করে বন্ধ করে দেবে ।
বেসরকারীকরণ করলেও সরকার সেখানে নিজস্ব লোকই বসাবে যারা জনগনের সুবিধার চেয়ে নিজেদের লাভের বিষয়টাই দেখবে আগে।
পরিবহন সেক্টরের মধ্যে সড়ক পরিবহনে সরকারের দলীয় নেতা ও ক্যাডার বাহিনী থাকে সিংহভাগ ।
তাই সড়ক পরিবহনের নেতা ও ক্যাডারদের রোজগারে ব্যাঘাত ঘটে এরকম কাজও সরকার করবে না ।
তাই আমরা দেখতে পাই যে , সড়ক পরিবহনের মত অন্যান্য পরি বহন সেক্টরেরও এমন ব্যবস্থা বানিয়ে রাখা হয়েছে যে , আপনি সড়ক পথে যেতেই বাধ্য হবেন ।
ভাড়া , শিডিউল বিপর্যয় , যাত্রী সেবা - এসবে নানা হয়রানী লাগিয়ে রাখে এসব সেক্টরের লোকেরা ।
এত কিছুর পরও সড়ক পরিবহন কিন্তু আপনাকে কখনও ফেভার করবে না । ভাড়া তো কমাবেই না , বিভিন্ন অনাসৃষ্টি করে আপনাকে পেরেশানীই দেবে।
সেটা সরকারী বা বেসরকারী যেটাই হোক না কেন । উদাহরণ স্বরুপ বিআরটিসি ডাবলডেকার সার্ভিসের দিকে খেয়াল করুন। এটা বেসরকারীতে নাকি চলে গেছে । যাত্রীদের জন্য তা কি খুব কমফোর্টেবল হয়েছে ?
মন্তব্য করতে লগইন করুন