কর্মীরা সব রক্তগঙায় ভাসে আর জেলখানাতে সাইদীরা সব দাঁত কেলিয়ে হাসে
লিখেছেন লিখেছেন নীল জোছনা ২০ মার্চ, ২০১৩, ০৫:০১:২৮ বিকাল
তথাকথিত আলেম স্বাধীনতার বিরোধীতাকারী দলের নায়েবে আমীর দেলোয়ার হোসাইন সাইদী ওরফে দেইল্যা রাজাকারের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। এতে সারাদেশের মানুষ চরম খুশী হইলেও স্বাধীনতার বিরোধীতাকারী দল জামাতে ইসলামী ও তার চেলাচামুন্ডা শিবির মোটেই খুশী হতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে তারা রায় ঘোষণার দিন থেকেই সারাদেশে তান্ডব শুরু করে এবং এতে অনেক সাধারণ মানুষ হতাহত হয়। এর দায়ভার পুরো জামাতের। কারণ তাদের কারণেই এতগুলো মানুষের প্রাণ গেলো। সাইদী এমন কোনো ব্যক্তি নন যে তার জন্য এতগুলো মানুষের জীবন দিতে হবে। উনি যদি খুব ভালো মানুষই হতেন তবে আল্লাহ স্বয়ং নিজেই তার কুদরতি হাত দিয়ে তাকে সাহায্য করতেন। কিন্তু উনি এতই জঘন্য ও ঘৃণ্য ব্যক্তি ছিলেন যে আদালতে জাবির ভিসি তাকে কুত্তার বাচ্চা বলে গালি দেয় কিন্তু তিনি প্রতিবাদ করেননি বরং নীরবে তা সয়ে গেছেন। এটাই কি প্রমাণ করে না যে তিনি কতটা নিকৃষ্ট ছিলেন। যাগ্গে উনি ফাঁসির সেলে বসে জামাত শিবিরের এই আবাল কর্মীদের প্রাণ দেওয়া দেখে হয়তো সত্যি দাঁত কেলিয়ে হাসছেন আর বলছেন হায়রে জামাত তোরা আমায় চিনলিনারে
বিষয়: বিবিধ
১৭২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন