রগ কাটো শিবির তোমরা আজ দেখো কেমন মজা Time Out Time Out

লিখেছেন লিখেছেন নীল জোছনা ১৬ জুন, ২০১৪, ০৮:৪৩:৩৫ রাত









বিষয়: বিবিধ

১৮৭২ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235556
১৬ জুন ২০১৪ রাত ০৮:৫৫
মনসুর আহামেদ লিখেছেন : এর বদলা নেওয়া হবে। সময়ের ব্যাপার মাএ। ধন্যবাদ
১৬ জুন ২০১৪ রাত ০৯:০০
182081
নীল জোছনা লিখেছেন : বদলা তো সব সময়েই নিচ্ছো। মাঝে মাঝে তোমরাও তো কাটো। তোমাদের নামই তো রগকাটা শিবির ।
১৬ জুন ২০১৪ রাত ০৯:৩২
182100
সিটিজি৪বিডি লিখেছেন : ক্যাম্পাসে আবারো রক্ত। জানি খুনীর দেশে এর বিচার হবে না। এর বিচার মহান আল্লাহর উপর ছেড়ে দিলাম। একমাত্র আল্লাহ তায়ালা হাশর ময়দানে বিচার করবেন।
235558
১৬ জুন ২০১৪ রাত ০৮:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি যে একটা শয়তানের মা এটা প্রমান করলেন
১৬ জুন ২০১৪ রাত ০৯:০০
182082
নীল জোছনা লিখেছেন : শিবির কাটলে জায়েজ আর লীগ কাটলে শয়তানের মা। যাবো কই এখন।
১৬ জুন ২০১৪ রাত ০৯:৩২
182101
সিটিজি৪বিডি লিখেছেন : ক্যাম্পাসে আবারো রক্ত। জানি খুনীর দেশে এর বিচার হবে না। এর বিচার মহান আল্লাহর উপর ছেড়ে দিলাম। একমাত্র আল্লাহ তায়ালা হাশর ময়দানে বিচার করবেন।
235560
১৬ জুন ২০১৪ রাত ০৯:০২
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : রগ কারা কাটে তা ‍প্রকাশ্যে দেখতে পেল পুরো জাতি !! এরপরেও কি বলবেন শিবির রগ কাটে??? ধিক তোদেরমত ছাত্রনামধারী অছাত্রলীগের গুন্ডাদের!!!
১৬ জুন ২০১৪ রাত ০৯:০৫
182087
নীল জোছনা লিখেছেন : এরা তো আজ একটা কেটেছে কিন্তু শিবির যে অহরহ কাটে সেটাকে কি বলব্নে।
235561
১৬ জুন ২০১৪ রাত ০৯:০২
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আমার মনে হচ্ছে ইডেনের ছাত্রীলীগের কর্মী । লেডি কিলারের মত কথা বললেন ।
১৬ জুন ২০১৪ রাত ০৯:০৫
182088
নীল জোছনা লিখেছেন : নিজের বিরুদ্ধে গেলেই লেডি হিটলার।
235563
১৬ জুন ২০১৪ রাত ০৯:০৪
ছিঁচকে চোর লিখেছেন : ভেরি প্যাথেটিক। এমন করে কোনো মানুষকে কোপাতে পারে।
১৬ জুন ২০১৪ রাত ০৯:০৬
182089
নীল জোছনা লিখেছেন : শিবির যখন ছাত্রলীগের কাটে তখন সেটা জয়াস এণ্ড চিয়ারফুল তাই না?
235569
১৬ জুন ২০১৪ রাত ০৯:১২
স্বপন২ লিখেছেন : নীল জোছনখেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্র এত নিক । ব্যাংকের টেইলর না।
১৬ জুন ২০১৪ রাত ০৯:১৫
182093
নীল জোছনা লিখেছেন : উপরের একটা নিকও আমার নয়। প্রমাণ করতে পারলে ব্লগ ছেড়ে দিবো। জামাত শিবিরের বসত চলছে মিথ্যার উপর। তারা ধ্বংস হবে অচিরেই।
১৭ জুন ২০১৪ রাত ০৯:০৬
182434
স্বপন২ লিখেছেন : নীল জোছনা , আপনার মত মানুষ , ব্লগ
ছেড়ে যাওয়া ভাল। শিবিরের রক্ত দেখে মজা
পাচ্ছেন।
235570
১৬ জুন ২০১৪ রাত ০৯:১৬
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন :
[img]http://www.onbangladesh.org/blog/bloggeruploadedimage/redwandalil/1402931714.jpg[/img
আপনি এদের সদস্য ? তাই তো মনে হয় .।
১৬ জুন ২০১৪ রাত ০৯:১৮
182095
নীল জোছনা লিখেছেন : ঠিক ধরেছেন। আমি প্রগতিশীল নারী। তবে বোরকার অন্তরারে এরকম নয়।


235577
১৬ জুন ২০১৪ রাত ০৯:২৬
স্বপন২ লিখেছেন : আওয়ামী ছাএলীগ সন্ত্রাসীদের ঐ সব কেন্দ্রীয় হারামখোর নেতা, এদের সবার পা কাটা হবে।ফায়ারিং স্কডে দেওয়া হবে।।
১৬ জুন ২০১৪ রাত ০৯:৩৭
182104
নীল জোছনা লিখেছেন : তোমরা তো রোজ রোজ কাটো। আজ একটা কাটাতেই এই অবস্থা। সামনে আরো কাটা হবে। ওয়েট এণ্ড সীTalk to the hand
235578
১৬ জুন ২০১৪ রাত ০৯:২৬
সন্ধাতারা লিখেছেন : মনুষ্য বিবর্জিত কোন অন্যায় কাজকে কারোরই সমর্থন করা উচিৎ নয়। আপনি যেভাবে বাহবা কুঁড়াতে চাচ্ছেন তা সত্যিই নিন্দনীয়, বর্বরোচিত ও জঘন্য।
১৬ জুন ২০১৪ রাত ০৯:৩৮
182105
নীল জোছনা লিখেছেন : শিবির যখন কাটে তখন তো আপনাদের এসব নীতিবাক্য শুনি না। নাকি শিবিরের কাটা জায়েজ?
১০
235579
১৬ জুন ২০১৪ রাত ০৯:২৭
সিটিজি৪বিডি লিখেছেন : খুনীর দল দেশ শাসন করছে..নিজেদের কামড়াকামড়িতে প্রতি নিয়ত মারা যাবার সংবাদ শুনি..তখন কেমন লাগে?
১৬ জুন ২০১৪ রাত ০৯:৩৯
182106
নীল জোছনা লিখেছেন : ভালোই লাগে রগকাটা শিবির ভাই।
১১
235583
১৬ জুন ২০১৪ রাত ০৯:৩১
জুলকারনাইন সাবাহ লিখেছেন : ইডেন থেকে মন্ত্রীর কাছে সরবরাহকৃত নেত্রী এখানে দেখো Click this link
১৬ জুন ২০১৪ রাত ০৯:৪০
182108
নীল জোছনা লিখেছেন : নিজেদের বিরুদ্ধে গেলেই ইডেন। এইভাবে অপরাজনীতি আর কত। শিবিরের রাজনীতির দিন শেষ। খ্যাতাবালিশ গোছাও বাছারা পাকিস্তানের দিকে রওনা দাও।
১২
235587
১৬ জুন ২০১৪ রাত ০৯:৫৮
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আপনি তো দেখছি জাফ্রিকবাল ও পরিমলের উত্তরসূরী । আর ওরা হল মাকাল (কেন্দা) ফল , যা থেকে আফেলের স্বাদ কখনো পাওয়া যায় না । সুতরাং আপনার কাছে আমার কথাগুলো খারাপ লাগারই কথা .।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
182826
নীল জোছনা লিখেছেন : যার যেমন ধারণা।
১৩
235619
১৭ জুন ২০১৪ রাত ১২:২১
Md Arif লিখেছেন : জীবনের এই ছোট্র সময়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি (এখনো করছি) তাতে জানতে পেরেছি যে "মহান রব তাঁর সৃষ্টগত বৈশিষ্টের অংশ হিসেবেই নারীদেরকে কোমল প্রাণ হৃদয়ের অধিকারী করে সৃষ্টি করেছেন।"

কিন্তু 'নীল জোছনা'র রক্ত উম্মাদনা দেখে মনে হচ্ছে আমার অর্জিত জ্ঞান বাস্তবতার বিপরীতে অনেকটা আপেক্ষিক দুরত্বে অবস্থান করছে। জানিনা আর কত রক্ত উম্মাদ নীল জোছনারা বাংলার সরল প্রাণ মানুষের রক্তের হলিখেলা খেলার জন্য মুখিয়ে আছে।

হে আল্লাহ্ তুমি বাংলার সরল প্রাণ মানুষগুলোকে "সামীম ওসমান,নূর হোসেন,নিজাম হাজারী,আর নীল জোছনার" মত রক্ত উম্মাদদের হাতথেকে রক্ষা কর।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
182827
নীল জোছনা লিখেছেন : সন্ত্রাসীদের এভাবেই কোপানো উচিত। শিবির যখন কোপায় তখন কি দিলে শান্তি পান?
১৪
235628
১৭ জুন ২০১৪ রাত ১২:৫৩
মহসিন মল্লিক লিখেছেন : "শিবির অহরহ কাটে"। Applause Applause । কোন ব্যাপার না। আপনাদের কাছে তথ্য থাকে।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
182828
নীল জোছনা লিখেছেন : রাবিতে প্রতি মাসেই একটা একটা কাটছেই এই সন্ত্রাসী শিবির।
১৫
235660
১৭ জুন ২০১৪ রাত ০৪:৫৩
দুর দিগন্তে লিখেছেন : নাহ, কষ্ট পাইনি, আমি জানি,
এ পথ এমনই ? কুসুমাস্তীর্ণ নয়, কন্টোকাকীর্ণ !
যা প্রত্যাশিত, তাতে কষ্ট কিসের ? দুঃখই বা কেনো ?
নিজেকে এপথে বিলিয়ে দিতেই, একাফেলার হাঁটাচলা । ।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
182829
নীল জোছনা লিখেছেন : কষ্ট পাওয়ার কথা নয় কারণ শিবির প্রতি মাসেই লীগের দুই একজনকে তো কুপিয়ে রগ কেটে দিচ্ছেই। তাই কষ্ট পাবেন কেনো।
১৬
235668
১৭ জুন ২০১৪ সকাল ০৭:৫০
রাকিব.ই.সুমন লিখেছেন : ন্যায় পথের পথিকেরা কখনো ভয় পায় না।ইরাকীদের দেখেছেন?তারা আপনাদেরমতো ভন্ড প্রগতিশীলদের কিভাবে প্রতিরোধ আর দমন করছে।এইরুপ বাংলাদেশেও হবে।Wait & See...
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
182830
নীল জোছনা লিখেছেন : সেই আশা নিরাশায় পরিণত হবে। জামাত শিবিরকে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে।
১৭
236404
১৯ জুন ২০১৪ রাত ০৩:০২
মহি১১মাসুম লিখেছেন : সহিংস রাজনীতি ধর্মের নামে হোক আর বাঙ্গালী বা বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় হোক বা ধর্মনিরপেক্ষতার নামে হোক,কোনটাই ইতিবাচক নয়,অন্ততঃপক্ষে ভূক্তভোগী পরিবারের কাছে।
তাই কোন দল কয়টা কেটেছে,সেই বিতর্ক অনৈতিক। সমাজ রাষ্ট্রের সুস্থ্যতা ও শান্তির স্বার্থে এসবকে আসুন পরিহার ও ঘৃণা করি। দুঃখিত।।
১৮
252725
০৯ আগস্ট ২০১৪ রাত ১১:৪০
ব্লগার সাদমান লিখেছেন : ছিঃছিঃ আপনি এটা কি বললেন? একটা ছেলের একটা পায়ের গোড়ালি কেটে ফেলা হলো আর আপনি তাতে বাহ্ বাহ্ বলছেন!!!! আমি জানি না আপনি ছেলে নাকি মেয়ে তবে এতটুকু জানি আপনি মানুষ......আপনার বিবেকে কি একটুকুও বাধলোনা? এ ছেলেটা যদি আপনার ভাই হতো তবে কি আপনার মন্তবব্য এমন হতো? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করুক.....আমিন!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File