আমার প্রিয় লেখিকা তসলিমা নাসরীন অসুস্থ, ক্যান্সারের আশঙ্কা Sad সবাই দুয়া করবেন

লিখেছেন লিখেছেন নীল জোছনা ১১ মে, ২০১৪, ০৩:৩৫:৩৭ দুপুর



অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন।

ক্যান্সারের আশঙ্কা করছেন বলে নিজেই এক টুইটে জানিয়েছেন তিনি। শনিবার নিউ ইয়র্কে ঘনিষ্ঠজনদের কাছেও একই কথা বলেন তিনি।

টুইটে তসলিমা জানান, কয়েক দিন ধরে একটু একটু কাঁশি হওয়ায় গত ৬ মে নিউ ইয়র্কের একটি হাসপাতালে যান তিনি। সেখানে তার ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা স্তন পরীক্ষা করেন।

তার স্তনে টিউমার ধরা পড়েছে, যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপরই লেখিকার ‘বায়োপসি’ করা হয়। সোমবার ‘বায়োপসি’র রিপোর্ট দেয়ার কথা।

ওই রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা শুরু হবে জানিয়ে তসলিমা বলেছেন, বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি।

ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা তার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৬ সালে এমবিবিএস পাস করেন তসলিমা নাসরীন। চিকিৎসা সেবার পাশাপাশি লেখালেখি করতেন। লজ্জা উপন্যাস প্রকাশের পর মৌলবাদীদের হুমকি ও ব্যাপক হৈ চৈয়ের মধ্যে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি। এরপর বিভিন্ন দেশে আশ্রয় নেয়া এই লেখিকা বর্তমানে ভারতে অবস্থান করছেন।

সপ্তাহখানেক আগে নয়াদিল্লি থেকে নিউ ইয়র্কে আসেন তিনি।

বিডিনিউজ

বিষয়: বিবিধ

১৯০৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220231
১১ মে ২০১৪ দুপুর ০৩:৪৭
সুশীল লিখেছেন : Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Crying Crying
১১ মে ২০১৪ দুপুর ০৩:৫৬
167906
নীল জোছনা লিখেছেন : ও আপনারও বুঝি প্রিয় লেখিকা। না হলে তো কাঁদতেন না। আহারে এত জায়গায় থাকলে বেচারির স্তনের ভিতর ক্যান্সার বাসা বাধলো। Sad Sad
220244
১১ মে ২০১৪ বিকাল ০৪:০২
বেআক্কেল লিখেছেন : ইনারা শরীরের ফুটন্ত সৌন্দর্য তাগড়া যুবকদের দেখানোর জন্য বুকের দুধ বাচ্চারে খাবায় না। বাচ্চার হক, সেই দুধ কোষে জমা হইয়া টাইড হইয়া যায়, পরে আস্তে আস্তে সেখানেই পইচা যায়। এই পচা থেইক্যা নাকি কেনচার হয়। তেনার জন্য কেন দুয়া করুম তিনি কি দুয়া চাইছেন, ঝাটা মারি হের কপালে, হে হইল নারী জাতির কলংক।
১১ মে ২০১৪ বিকাল ০৪:৫৮
167934
নীল জোছনা লিখেছেন : আপনার কথা সইত্য। তয় .... Worried Worried Worried
220281
১১ মে ২০১৪ বিকাল ০৫:৩৮
ইমরান ভাই লিখেছেন : হেতে নাকি বুড়া হইবো না আর মরব না তয় এখন দেহি কেনচারররর ধইচ্ছে... Big Grin Big Grin
হায়রে তাসলিমা নাসরিন, এখানে দেখেন কি অবস্থা Click this link
220286
১১ মে ২০১৪ বিকাল ০৫:৪২
ইমরান ভাই লিখেছেন : এখানে দেখেন আরো বেফুক মজা পাইবেন... Click this link Big Grin Big Grin Big Grin Big Grin
220291
১১ মে ২০১৪ বিকাল ০৫:৪৯
শেখের পোলা লিখেছেন : লেবু নাকি কচলাইলে তিতা হয়৷ কিন্তু ক্যান্সার হয় বলে জানিনা৷ মরার আগে আল্লাহ তারে ইমান দিক৷
220312
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
পরবাসী লিখেছেন : আর মাত্র কয়ডা দিন,

দিনে দিনে বাড়িয়াছে দেনা শুধিতে হবে রিন
১১ মে ২০১৪ রাত ১০:৩৮
168052
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : কার কাছে?
220346
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
রক্তলাল লিখেছেন : দোয়া কার কাছে করবেন? উনি ত আল্লাহ বিশ্বাস করেনা।
১১ মে ২০১৪ রাত ১০:৩৭
168051
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আল্যা ছাড়া কি আর কোন শক্তি-স্রোষ্টা নেই? তবলিক জামাতীদের আল্যা যে অক্ষম-অথর্ব তা এতদিনে প্রমান হয়ে গেছে।
220378
১১ মে ২০১৪ রাত ১০:০১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : বেআক্কেল লিখেছেন : ইনারা শরীরের ফুটন্ত সৌন্দর্য তাগড়া যুবকদের দেখানোর জন্য বুকের দুধ বাচ্চারে খাবায় না। বাচ্চার হক, সেই দুধ কোষে জমা হইয়া টাইড হইয়া যায়, পরে আস্তে আস্তে সেখানেই পইচা যায়। এই পচা থেইক্যা নাকি কেনচার হয়। তেনার জন্য কেন দুয়া করুম তিনি কি দুয়া চাইছেন, ঝাটা মারি হের কপালে, হে হইল নারী জাতির কলংক।
220437
১২ মে ২০১৪ রাত ১২:০৭
নিশা৩ লিখেছেন : এই ব্লগের বেশীর ভাগ ব্লগার সর্বশক্তিমান আল্লাহতে বিশ্বাস করে এবং তার কাছেই দোয়া করে। অন্য ব্লগ এ লিখুন। সহানুভূতি পেলেও পেতে পারেন।
১০
220440
১২ মে ২০১৪ রাত ১২:১০
নিশা৩ লিখেছেন : আরেকটা কথা যে শক্তি দেখা যায় না তাতে কি উনি বিশ্বাস করেন? কার কাছে সাহায্য চান?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File