আমার প্রিয় লেখিকা তসলিমা নাসরীন অসুস্থ, ক্যান্সারের আশঙ্কা সবাই দুয়া করবেন
লিখেছেন লিখেছেন নীল জোছনা ১১ মে, ২০১৪, ০৩:৩৫:৩৭ দুপুর
অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন।
ক্যান্সারের আশঙ্কা করছেন বলে নিজেই এক টুইটে জানিয়েছেন তিনি। শনিবার নিউ ইয়র্কে ঘনিষ্ঠজনদের কাছেও একই কথা বলেন তিনি।
টুইটে তসলিমা জানান, কয়েক দিন ধরে একটু একটু কাঁশি হওয়ায় গত ৬ মে নিউ ইয়র্কের একটি হাসপাতালে যান তিনি। সেখানে তার ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা স্তন পরীক্ষা করেন।
তার স্তনে টিউমার ধরা পড়েছে, যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপরই লেখিকার ‘বায়োপসি’ করা হয়। সোমবার ‘বায়োপসি’র রিপোর্ট দেয়ার কথা।
ওই রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা শুরু হবে জানিয়ে তসলিমা বলেছেন, বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি।
ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা তার।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৬ সালে এমবিবিএস পাস করেন তসলিমা নাসরীন। চিকিৎসা সেবার পাশাপাশি লেখালেখি করতেন। লজ্জা উপন্যাস প্রকাশের পর মৌলবাদীদের হুমকি ও ব্যাপক হৈ চৈয়ের মধ্যে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি। এরপর বিভিন্ন দেশে আশ্রয় নেয়া এই লেখিকা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
সপ্তাহখানেক আগে নয়াদিল্লি থেকে নিউ ইয়র্কে আসেন তিনি।
বিডিনিউজ
বিষয়: বিবিধ
১৯০৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হায়রে তাসলিমা নাসরিন, এখানে দেখেন কি অবস্থা Click this link
দিনে দিনে বাড়িয়াছে দেনা শুধিতে হবে রিন
মন্তব্য করতে লগইন করুন