হেফাজতরা এত টাকা পাইলো কোথায়? হেলিপ্যাডে চড়ে বগুড়া গমন সর্বনাশা কান্ড!!!!
লিখেছেন লিখেছেন নীল জোছনা ৩০ এপ্রিল, ২০১৩, ০৩:২৫:০৫ দুপুর
শুরু থেকেই হেফাজতীরা নানা প্রশ্নের জন্ম দিয়েই যাচ্ছে। চলতি মাসে তারা কোটি কোটি টাকা খরচ করে ঢাকা লংমার্চ করলো। হাজার হাজার বাস ট্রাক ও মাইক্রো ভাড়া করে তারা ঢাকায় মহাসমাবেশ করলো। তারপর তো টানা একমাস ধরে বিভিন্ন জেলায় লক্ষ লক্ষ টাকা খরচ করে সমাবেশ চালিয়েই যাচ্ছে। শোনা যাচ্ছে সমাবেশে লোক সমাগম করার জন্য জনপ্রতি ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে।
আবার আজকে বগুড়ায় মহাসমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকে কথিত আল্লামা শফি হেলিপ্যাডে চড়ে সেখানে যাচ্ছেন। আচ্ছা এত এত সমাবেশ করতে আর হেলিপ্যাডে চড়ে সারাদেশ ঘুরে বেড়াতে তাদের কত খরচ হয়? আর এত এত খরচের টাকা তাদের আসে কোত্থেকে? রাস্তায় রাস্তায় মাইক লাগিয়ে জনগণের কানের বারোটা বাজিয়ে ওয়াজ করে তো এত টাকা ওঠার কথা নয়। তাহলে তাদের এত কোটি কোটি টাকার উৎস কোথায় সেটা জাতিকে জানানো সরকারের উচিত বলে মনে করি।
বিষয়: বিবিধ
২৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন