রিমান্ড থেকে বাঁচতেই মাহমুদ মিয়ার অনশন নাটক
লিখেছেন লিখেছেন নীল জোছনা ২২ এপ্রিল, ২০১৩, ০৮:৩৩:২৪ রাত
ভন্ডামি কত প্রকার কি কি উদাহরণসহ তা এই আমার দেশের মত টয়লেট টিস্যু পেপারের চান্স সম্পাদক মাহমুদ মিয়া হাড়ে হাড়ে শিখিয়ে দিয়ে গেলেন। টিস্যু পেপারের পাতায় কাবা শরীফের গিলাফ পরিবর্তন করে মিথ্যা তথ্য পরিবেশন করে জাতিতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছে। যার খেসারত দিচ্ছে মোল্লা মৌলানাদের। আসলে উনি বুঝতে পেরেছেন রিমান্ডের কত জ্বালা। তাই সেইবার ঠেলা খেয়ে এইবার আর রিমান্ডের ঠেলা খেতে রাজি নয় তাই অনশন নামের নতুন এক নাটক সাজিয়ে রিমান্ড থেকে অন্তত বেঁচেছেন। কিন্তু বাঁচতে পারেনি তার আদর্শ। সে আদর্শের কাছে হেরে গেছে। যে কারণে তিনি অনশনে গিয়েছিলেন সেগুলির একটিও পূরণ হয়নি। তাহলে এত বড় গলায় কথার তুবড়ি ফুটিয়ে সহজসরল মানুষকে বোকা বানানোর কি দরকার ছিল? আর ঐদিকে অশিক্ষিত গন্ড মূর্খ হেফাজতের দল কিছু না বুঝেই কান নিয়ে গেল চিলে তাই দৌড়া চিলের পিছে। তাই দেশের আপামর জনগণকে বলবো আপনারা এই সমস্ত ভন্ড মোনাফেক অমানুষ থেকে সাবধান থাকবেন বিশেষ করে যারা নীতি ও আদর্শের কাছে হার মানে। উনি যদি অনশন করে মরে প্রমাণ করতে পারতেন যে হ্যা অন্যায়ের বিরুদ্ধে তিনি আপোষহীন তাহলে আমরা বুঝতাম যে তিনি আসলেই খাটি মানুষ।
বিষয়: বিবিধ
২৬২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন