কলরবকে বলছি: শুভেচ্ছা ও মুবারক বাদ। রামাদান কারীম
লিখেছেন লিখেছেন এ টি এম মোনাওয়ার ০১ জুলাই, ২০১৪, ০৪:৪৩:৫০ রাত
(ঈমানের বলে যে বলিয়ান তার রুহের খোরাক হচ্ছে আল্লাহর যিকির আর ঈমানের বলে যে দূর্বল তার রুহের আপাতত খোরাক হচ্ছে সুস্থ বিনোদন- আব্দুসসালাম ইয়াসিন রহঃ)।
অবশ্য আল্লাহর যিকির সবারই অন্তরের খোরাক এবং তৃপ্তির উপকরণ। কিন্তু সে তার নিজের দূর্বলতার কারণে এমন তৃপ্তি পায়না। তাই বিকল্পের প্রয়োজন। যেহেতু দেহের ন্যয় রুহকে খোরাক দেয়া আবশ্যম্ভাবী সেহেতু বিকল্প পন্থায় রুহকে খোরাক দিতে হবে যতদিন পর্যন্ত যিকিরকে খোরাক হিসেবে নিতে যে যোগ্য হয়। তবে আল্লাহর যিকির থেকে বিরত থাকা যাবেনা। অন্যথায় একজন মানুষ যে কোন প্রকার বিশুদ্ধ খোরাক না পেলে তার অন্তর মরে যায় এবং অসুস্থ বিনোদনকে বেচে নিয়ে রুহকে খাদ্য দেয়া শুরু করে। সুস্থ সংস্কৃতির অবর্তমানে আমাদের দেশের মানুষের অবস্থা এটাই।
সম্পূর্ণ লিখাটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন।
Click this link
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন